5G কানেক্টিভিটি সহ আসছে iQOO Neo 6 SE, পেয়ে গেল 3C সার্টিফিকেশন

iQOO Z5 সিরিজে একটি Pro মডেলের হ্যান্ডসেট আসবে বলে মাঝে জল্পনা শোনা গিয়েছিল। যদিও খুব সম্প্রতি জানা যায়, স্মার্টফোনটির মার্কেটিং নাম iQOO Z5 Pro এর পরিবর্তে iQOO Neo 6 SE রাখা হবে। এদিকে চীনের 3C সার্টিফিকেশন সাইটের লিস্টিংয়ে একটি নতুন Vivo V2157A মডেল নম্বরের ডিভাইস স্পট করা গিয়েছে। মডেল নম্বরটি IMEI ডেটাবেসের সাথে মেলালে দেখা যাচ্ছে, এর অফিসিয়াল মার্কেটিং নাম iQOO Neo 6 SE।

3C লিস্টিং অনুযায়ী, iQOO Neo 6 SE ফাইভ-জি ব্যান্ড সাপোর্ট করবে। অর্থাৎ এটি একটি 5G স্মার্টফোন হবে। iQOO Neo 6 SE-এর ব্যাটারি ক্যাপাসিটি জানা যায়নি। তবে এটি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি ফাস্ট চার্জারের সাথেই শিপিং করা হবে।

এর আগে জানা গিয়েছিল, iQOO Neo 6 SE স্মার্টফোনে Snapdragon 778G+ প্রসেসর ব্যবহার করা হতে পারে, যা কয়েকদিন আগেই Qualcomm লঞ্চ করেছে। ফোনটি তিনটি রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। এছাড়া iQOO Neo 6 SE সম্বন্ধীয় আর কোনও তথ্য সামনে আসেনি।

iQOO Neo 6 SE সম্পূর্ণরূপে একটি আপার মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে লঞ্চ করা হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই বাজারে এর দেখা মিলতে পারে। আসা করা হচ্ছে এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে। আবার এতে ট্রিপল বা কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে।