iQOO V2136GA: 48MP ট্রিপল রিয়ার ক্যামেরা ও 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসছে এই ফোন

চীনের TENAA অথরিটির ডেটাবেসে V2136GA মডেল নম্বরের iQOO-র একটি স্মার্টফোনকে খুঁজে পাওয়া গিয়েছে। একই সঙ্গে TENAA-এর সার্টিফিকেশন থেকে স্মার্টফোনটির ছবি ও সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ পেয়েছে। যা দেখার পর বলা যায়, iQOO V2136GA প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে পা রাখতে চলেছে।

iQOO V2136GA সম্পর্কে TENAA থেকে কী জানা গেল

টেনা থেকে সামনে এসেছে যে, iQOO V2136GA ফোনে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২,৩৭৬ পিক্সেল) AMOLED ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ হোল। সিকিউরিটির জন্য থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটির পরিমাপ ১৫৯.০৬ x ৭৫.১৪x ৮.৬৩মিমি এবং ওজন ১৯৯.৬ গ্রাম।

এছাড়া জানা গেছে, iQOO V2136GA ফোনে ৩ গিগাহার্টজ প্রসেসর দেওয়া হয়েছে, যা মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর বলে মনে করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল + ১৩ মেগাপিক্সেল + ১৩ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কাস্টম স্কিনে চলবে।

উল্লেখ্য, এর আগে 3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছিল, iQOO V2136GA ফোনটি ৪,৪০০এমএএইচ (২,১২০ এমএএইচ ডুয়েল সেল) ব্যাটারি সহ আসবে, যার সাথে ১২০ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন