iQOO Z6 5G আজ Snapdragon 695 প্রসেসর সহ ভারতে লঞ্চ হচ্ছে, কত দাম রাখা হবে জেনে নিন

iQOO Z6 5G আজ ভারতে লঞ্চ হতে চলেছে। দুপুর ১২টা থেকে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল ইভেন্টে এই ফোনটির উপর থেকে পর্দা সরানো হবে। এই ফোনটি iQOO Z5 5G ফোনের উত্তরসূরী হিসেবে আসবে। জানা গেছে iQOO Z6 5G ফোনে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এই ফোনটি হাই বাজেট রেঞ্জে আসবে বলে অনুমান। ফোনটি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে পাওয়া যাবে।

iQOO Z6 5G ফোনের দাম (সম্ভাব্য)

আইকোর তরফে তাদের আসন্ন ফোনের দাম এখনও জানানো হয়নি। তবে আমাদের অনুমান, আইকো জেড৬ ৫জি ২০,০০০ টাকার রেঞ্জে ভারতে লঞ্চ হবে। ফোনটি ব্লু ও ব্ল্যাক কালারে আসবে।

iQOO Z6 5G ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

অ্যামাজন ইতিমধ্যেই আইকো জেড৬ ৫জি ফোনের জন্য মাইক্রো সাইট রাইভ করেছে। সেখান থেকে জানা গেছে এই ফোনে ৬.৫৮ ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য আইকো জেড৬ ৫জি ফোনে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। গেমারদের কথা মাথায় রেখে হিট ডিসিপেনের জন্য এতে ১৪৪৫ স্কোয়ার মিলিমিটার ভেপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেম থাকবে।

এদিকে টিপস্টার ঈশান আগরওয়াল জানিয়েছেন, iQOO Z6 5G ফোনের প্রাইমারি ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের। এটি আই-অটোফোকাস সিস্টেমের সঙ্গে আসবে। এছাড়া, ফোনটি LPDDR4x র‍্যাম, ৪ জিবি ভার্চুয়াল র‍্যাম, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে।