iQoo Z6 Pro মিড রেঞ্জে Snapdragon 778G প্রসেসর সহ আসছে, সম্ভাব্য দাম জেনে নিন

গত মাসেই আইকো ভারতের বাজারে লঞ্চ করেছে তাদের iQoo Z6 5G স্মার্টফোনটি। এই হ্যান্ডসেটটি Qualcomm Snapdragon 695 প্রসেসর এবং ৬.৫৮ ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে সহ বাজারে আত্মপ্রকাশ করেছে৷ আর এখন, একটি নতুন রিপোর্ট থেকে জানা যাচ্ছে সংস্থাটি বর্তমানে iQoo Z6 সিরিজের ‘Pro’ মডেলের ওপর কাজ করছে এবং এটিও শীঘ্রই এদেশের বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

iQoo Z6 Pro শীঘ্রই আসছে ভারতীয় বাজারে

91mobiles-এর নতুন রিপোর্ট অনুযায়ী, বর্তমানে স্মার্টফোন ব্র্যান্ডটি আইকো জেড ৬ প্রো-এর ওপর কাজ করছে, যা শীঘ্রই ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে। সূত্র মারফৎ জানা গেছে, এদেশে এই ফোনটির দাম ২০,০০০ টাকার কাছাকছি হবে।

অন্যদিকে, এই আইকো জেড ৬ প্রো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দ্বারা চালিত বলে জানা গেছে। যদিও, এটি ছাড়া এখনও পর্যন্ত এই হ্যান্ডসেটের অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে আর কোনও তথ্য সামনে আসেনি, তবে অনুমান করা হচ্ছে যে, এই আইকো ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি অ্যামোলেড ডিসপ্লে প্যানেল থাকতে পারে। আইকো জেড ৬- এর প্রো ভ্যারিয়েন্ট থেকে কি কি আশা করা যেতে পারে, সে সম্পর্কে ধারণা পেতে আইকো জেড ৬ বেস মডেলের স্পেসিফিকেশনের তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে।

আইকো জেড৬ ৫জি- এর স্পেসিফিকেশন (iQoo Z6 5G Specifications)

আইকো জেড৬ ৫জি-তে ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে আছে এবং এটি ডিসিআই পি৩ (DCI P3) কালার গ্যামট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। এই ডিভাইসটি ৮ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত। এতে সর্বাধিক ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.১ স্টোরেজ পাওয়া যায়।
আইকো জেড৬ ৫জি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফান টাচওএস ১২ (FunTouchOS 12) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, iQoo Z6 5G- এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সহ একটি ট্রিপল ক্যামেরা সিস্টেম অবস্থান করছে৷ আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, iQoo Z6 5G- এ ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য, এতে রয়েছে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেসিয়াল আনলক ফিচার। স্মার্টফোনটিতে অডিওর জন্য একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং চার্জিং এবং ডেটা ট্রান্সফার করার জন্য একটি ইউএসবি টাইপ-সি পোর্ট মিলবে। ডুয়েল-সিমের এই আইকো ফোনে ব্লুটুথ ভি৫.১ এবং ওয়াই-ফাই৮০২.১১এসি সাপোর্ট করে।

উল্লেখ্য, ভারতে iQoo Z6 5G ফোনটি ১৫,৪৯৯ টাকায় লঞ্চ হয়েছে। তাই এর প্রো ভ্যারিয়েন্টটির মূল্য ২০,০০০ টাকার মধ্যেই হবে বলে মনে করা হচ্ছে। আশা করা যায়, এই মডেলটি iQoo Z6 5G-এর তুলনায় বেশ কিছু আপগ্রেডের সাথে আসবে।