মুহুর্তে চার্জ হবে iQOO Z6 সিরিজের নয়া ফোন, আসছে 80W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে

আইকো (iQOO) তাদের Z6 5G সিরিজটি চলতি বছরের প্রথমার্ধে ভারতের বাজারে লঞ্চ করেছিল। এই লাইনআপে iQOO Z6 5G এবং Z6 Pro 5G মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। এগুলির মধ্যে স্ট্যান্ডার্ড মডেলে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, আর Z6 Pro 5G-তে ৬৬ ওয়াট ফ্ল্যাশচার্জ (FlashCharge) প্রযুক্তি সাপোর্ট করে। আর এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, ব্র্যান্ডটি বর্তমানে ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ এই লাইনআপেরই আরেকটি নতুন মডেলের ওপর কাজ করছে। যদিও, আসন্ন iQOO Z-সিরিজের এই ডিভাইসটির মূল্য, উপলব্ধতা বা এর স্পেসিফিকেশন সম্পর্কে এখনও সেভাবে কিছুই জানা যায়নি। প্রসঙ্গত, গত মার্চ মাসে ভারতে আত্মপ্রকাশ করা iQOO Z6 5G Qualcomm Snapdragon 695 অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত এবং এতে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

iQOO Z6 সিরিজের অধীনে আসছে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ নতুন ডিভাইস

সিএনএমও (CNMO)-এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আইকো বর্তমানে তাদের জেড-সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে। এটি আইকো জেড৬ ৫জি-এর একটি সংস্করণ হবে বলে জানা গেছে। এই হ্যান্ডসেটটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যা স্পষ্টতই জেড৬ ৫জি-এর ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং জেড৬ প্রো ৫জি-এর ৬৬ ওয়াট ফ্ল্যাশচার্জের ওপর আপগ্রেড হিসেবে আসবে। রিপোর্টে আরও বলা হয়েছে যে, স্মার্টফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ সিরিজের চিপসেট দ্বারা চালিত হতে পারে।

জানিয়ে রাখি, আইকো জেড৬ ৫জি গত মার্চ মাসে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। এটিতে ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ ৬.৫৮ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। জেড৬ ৫জি-তে ৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‍্যাম মিলবে। ফটোগ্রাফির জন্য, এই ডিভাইসে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের বোকেহ লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে৷ আর সেলফি তোলা এবং ভিডিও চ্যাটের জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, হ্যান্ডসেটটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং আগেই উল্লেখ করা হয়েছে এটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্যদিকে, iQOO Z6 Pro 5G এবছর এপ্রিলে ভারতে উন্মোচন করা হয়েছিল। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত, যার সাথে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‍্যাম যুক্ত রয়েছে। এটি স্ট্যান্ডার্ড মডেলের থেকে অপেক্ষাকৃত ছোট, ৪,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৬৬ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি সাপোর্ট করে।