iQOO Z6 5G এবার পাওয়া যাবে চার্জার ছাড়া, পাবেন 1500 টাকা ছাড়

চলতি বছরের মার্চ মাসে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইকো বাজারে তাদের Z-সিরিজে অন্তর্ভুক্ত iQOO Z6 5G মিড-রেঞ্জ স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছে। লঞ্চের সময় ফোনটির প্রারম্ভিক মূল্য ছিল ১৫,৯৯৯ টাকা। লঞ্চের পর থেকে হ্যান্ডসেটটি ইন-বক্স চার্জার সহ বাজারে উপলব্ধ রয়েছে। তবে এখন এক পরিচিত টিপস্টার জানিয়েছেন, আইকো এখন থেকে ব্যবহারকারীদের ইন-বক্স চার্জার ছাড়াই এই হ্যান্ডসেটটি কেনার অপশন প্রদান করছে। চার্জার ছাড়া আসা ভ্যারিয়েন্টের দাম রেগুলার ভার্সনটির থেকে প্রায় ১,৫০০ টাকা কম রাখা হবে৷

iQOO Z6 5G ফোনটি এবার ইন-বক্স চার্জার ছাড়াও পাওয়া যাবে

টিপস্টার সুধাংশু আম্ভোরে টুইটারে পপুলার ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-এর একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যা প্রকাশ করেছে আইকো জেড৬ ৫জি ফোনটি এবার থেকে ইন-বক্স চার্জার ছাড়া অপশনেও মিলবে এবং এটির দাম ফোনের মূল দামের থেকে ১,৫০০ টাকা কম হবে।

তবে আইকো কবে থেকে চার্জার ছাড়া আইকো জেড৬ ৫জি মডেলটি অফার করা শুরু করবে তা এখনও স্পষ্ট নয়। জানিয়ে রাখি ১৮ ওয়াট ট্রাভেল চার্জার সহ এই আইকো স্মার্টফোনটি ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ- এই তিনটি মেমরি কনফিগারেশনে এসেছে। এগুলির দাম যথাক্রমে ১৫,৯৯৯ টাকা, ১৬,৯৯৯ টাকা, এবং ১৭,৯৯৯ টাকা। বেস মডেলটি এখন অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)- এর সাইটে ৫০০ টাকা ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে, অন্য দুটি মডেলে আবার ১,০০০ টাকা ছাড় রয়েছে।

প্রসঙ্গত, টিপস্টার দ্বারা শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, আইকো জেড৬ ৫জি-এর বেস মডেলটি (৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ) শুধুমাত্র ট্রাভেল চার্জার ছাড়া অপশনে পাওয়া যাবে। এই মডেলটি ১৩,৯৯৯ টাকা মূল্যের সাথে সাইটে তালিকাভুক্ত রয়েছে। স্মার্টফোনটি আইকো ইন্ডিয়ার ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া গেলেও, এটি এখনও ট্র্যাভেল চার্জার ছাড়া আসা ভ্যারিয়েন্টটি অফার করছে না।

জানিয়ে রাখি, বিখ্যাত মার্কিন সংস্থা অ্যাপল (Apple) এবং জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স নির্মাতা স্যামসাং (Samsung) প্রথম দুই ব্র্যান্ড যারা পরিবেশ দূষণের কথা মাথায় রেখে চার্জার ছাড়াই তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলি বিক্রি করে থাকে। চলতি বছরের মার্চ থেকে, স্যামসাং ইন-বক্স চার্জার ছাড়াই তাদের Galaxy A এবং M সিরিজের ফোনগুলিও অফার করতে শুরু করেছে। সম্প্রতি উন্মোচিত Realme Narzo 50A Prime হ্যান্ডসেটটিও ইন-বক্স চার্জার ছাড়াই বাজারে এসেছে। এখন যেহেতু আইকো তাদের iQOO Z6 5G ফোনের একটি নতুন নন-চার্জার ভ্যারিয়েন্ট অফার করা শুরু করছে, তাই অনুমান করা যায় কিছু আসন্ন আইকো ফোন চার্জার ছাড়াই বাজারে আসতে পারে। এছাড়াও, সম্ভাবনা রয়েছে যে, নন-চার্জার ফোনের বিক্রি শীঘ্রই স্মার্টফোনের বাজারে একটি স্বাভাবিক বিষয় হয়ে উঠতে পারে।