রেলযাত্রীরা মাথায় রাখুন, এই দুটি কাজ না করলে IRCTC থেকে বুক করতে পারবেন না Rail Ticket

‘ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন’ ওরফে IRCTC সম্প্রতি তাদের অনলাইন টিকিটিং প্রক্রিয়া আপডেট করার ঘোষণা করলো। যার দরুন, এখন থেকে রেল পরিষেবা গ্রহণকারীদের ট্রেনের টিকিট বুক করার পূর্বে বাধ্যতামূলক ভাবে ফোন নম্বর এবং ইমেল আইডি ভ্যারিফাই বা যাচাই করতে হবে। IRCTC দ্বারা জারি করা একটি নতুন নির্দেশিকা অনুসারে, নব্য প্রবর্তিত নিয়মগুলি শুধুমাত্র সেই সকল যাত্রীদের জন্যই প্রযোজ্য, যারা কোভিড-১৯ (COVID-19) অতিমারীর পর থেকে একবারের জন্যও অনলাইনে টিকিট বুক করেননি। চলুন IRCTC দ্বারা জারি করা মোবাইল নম্বর ও ইমেল আইডি যাচাইকরণ (ভ্যারিফিকেশন) প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন এবং ডিজিটাল পদ্ধতিতে কিভাবে রেল টিকিট বুক সম্ভব তার ধাপগুলি জেনে নেওয়া যাক।

আইআরসিটিসি মোবাইল নম্বর ও ইমেল আইডি যাচাইকরণ প্রক্রিয়া (IRCTC Mobile Number and Email ID Verification Process)

১. আপনি যদি নিয়মিত টিকিট বুকিং করে থাকেন এবং আপনার ইমেল আইডি ও মোবাইল নম্বর সাইটে নিবন্ধিত থাকে তবে আপনার কোন সমস্যা হবে না। তবে, উক্ত ব্যক্তিগত তথ্য দুটি যদি আপনার অ্যাকাউন্টে সাথে যুক্ত না থাকে বা ভ্যারিফাই করা না থাকে, তাহলে প্রথমেই IRCTC -এর ওয়েবসাইট বা অ্যাপে চলে যান। এবার, লগ-ইন ট্যাবে ক্লিক করুন। এমনটা করলেই, ভ্যারিফিকেশন উইন্ডো ভেসে উঠবে স্ক্রিনে।

২. এখানে আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি লিখুন।

৩. এরপর, আপনি যদি মোবাইল নম্বর বা ইমেল আইডির মধ্যে যেকোনো একটি পরিবর্তন করতে চান তবে বাম দিকে ‘Edit’ লেখা বিকল্প পেয়ে যাবেন। আর যদি আপনি ভ্যারিফিকেশন প্রক্রিয়া চালিয়ে যেতে চান, তবে স্ক্রিনের ডান দিকে থাকা ভ্যারিফিকেশন অপশনে ক্লিক করুন।

৪. এবার ভ্যারিফিকেশনের জন্য একটি ওয়ান-টাইম-পাসওয়ার্ড বা OTP আসবে আপনার ডিভাইসে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে এই OTP এন্টার করুন।

৫. উল্লেখিত পদক্ষেপগুলি অনুসরণ করলেই, আপনার ইমেল আইডি ও মোবাইল নম্বর নিবন্ধন বা রেজিস্টার হয়ে যাবে।

কিভাবে অনলাইনে রেল টিকিট বুক করবেন (How to Book Rail Ticket Online)

১. অনলাইন রেল টিকিট বুক করার জন্য প্রথমেই IRCTC -এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান। এবার, আপনার ক্রেন্ডেশিয়াল বা ব্যক্তিগত তথ্যাদি এন্টার করে ওয়েবসাইটে লগ-ইন করুন।

২. এরপর, সোর্স বা উৎস স্টেশন, গন্তব্য, ভ্রমণের তারিখ এবং পছন্দের কোচ এন্টার করুন।

৩. আপনার ভ্রমণের জন্য একটি উপযুক্ত ট্রেন নির্বাচন করুন এবং ‘Book Now’ অপশনে ক্লিক করুন।

৪. যাত্রী তথা আপনার নাম, বয়স, লিঙ্গ, পছন্দসই খাবারের বিশদ ইত্যাদি প্রয়োজনীয় বিবরণ লিখুন।

৫. এবার ‘Make Payment’ বিকল্পে ক্লিক করুন এবং লেনদেন পদ্ধতি নির্বাচন করে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করুন।

৬. পরিশেষে, IRCTC ওয়েবসাইটের তরফ থেকে আপনার নিবন্ধিত (রেজিস্টারড) মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে কনফার্মেশন পেয়ে যাবেন।