Meta: হ্যাকিং ওয়েবসাইটে ফাঁস ফেসবুক ইউজারদের ডেটা, ২৭.৫ কোটি ডলার জরিমানা মেটা কে

হ্যাকিং ওয়েবসাইটে সাড়ে ৫০ কোটির বেশি ব্যবহারকারীর তথ্য ফাঁস হওয়ার পর আয়ারল্যান্ড মেটার (Meta) বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল। দেশটির তথ্য নিয়ন্ত্রক সংস্থা মেটাকে ২৬৫ মিলিয়ন ইউরো (২৭.৫ কোটি ডলার) জরিমানা করেছে। উল্লেখ্য, মেটা হল ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram) এবং হোয়াটসঅ্যাপের (WhatsApp) মতো সহায়ক সংস্থাগুলির মূল সংস্থা।

প্রসঙ্গত, গতবছর ব্যক্তিগত তথ্যে পূর্ণ ফেসবুকের একটি ডেটাবেস আবিষ্কার করা হয়েছিল, যা অনলাইনে বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছিল। এই ঘটনা সামনে আসার পর ২০২১ সালের এপ্রিলে তদন্ত শুরু হয়। তদন্ত শেষ হওয়ার পর এখন এই জরিমানা করা হয়েছে। ফেসবুককেও বেশ কিছু সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সেদেশের সরকার।

এপ্রসঙ্গে Meta-র তরফে জানানো হয়েছে যে, আয়ারল্যান্ডের ডেটা প্রাইভেসি কমিশনার (ডিপিসি) যে তদন্ত করেছে, তাতে তারা পূর্ণ সহযোগিতা করেছে এবং তাদের সিস্টেমে পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের মধ্যে ফোন নম্বরের সাথে যুক্ত বিভিন্ন ফিচারের অপসারণও অন্তর্ভুক্ত আছে।

জানিয়ে রাখি, এই নিয়ে চতুর্থবার আয়ারল্যান্ডের ডেটা প্রাইভেসি কমিশনার কোনও মেটা কোম্পানি কে জরিমানা করল। আয়ারল্যান্ডে ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর হওয়ায়, ডিপিসি অ্যাপল, গুগল, টিকটক এবং অন্যান্য প্রযুক্তি জায়ান্টগুলিকে নিয়ন্ত্রণ করে। এই ধরনের চল্লিশটি সংস্থা বর্তমানে তদন্তাধীন রয়েছে, যার মধ্যে ১৩টি Meta-র সাথে যুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *