ভারতে নতুন চারটি স্মার্ট টিভি আনলো Itel, দাম শুরু ৮৯৯৯ টাকা থেকে

ইন্টারনেটের জমানায় টিভির জনপ্রিয়তা কিছুটা কমেছে বটে, কিন্তু এখনো একাংশ মানুষ এই ‘বোকা বাক্স’-এর পর্দায় চোখ রাখতে ভালোবাসেন। সময়ের সাথে তাল মিলিয়ে নতুন প্রযুক্তির প্রচুর টিভি বাজারে আসছে। সম্প্রতি ভারতে, এমনই তিনটি টিভি রেঞ্জ লঞ্চ করেছে চীনা সংস্থা Itel, যার মধ্যে ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৫৫ ইঞ্চি পর্যন্ত টিভি রয়েছে।

Itel, এই নতুন টিভি রেঞ্জে মোট তিনটি সিরিজে (‘I’ সিরিজ, ‘C’ সিরিজ এবং ‘A’ সিরিজ) টিভি বাজারে এনেছে। এই নতুন টিভি রেঞ্জের মাধ্যমে সংস্থাটি তার প্রোডাক্ট পোর্টফোলিও অনেকখানি প্রসারিত করলো। আসুন Itel-এর এই টিভিগুলির দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

Itel I Series – স্পেসিফিকেশন ও দাম

এই সিরিজটিতে FHD (ফুল এইচডি) এবং 4K UHD (আল্ট্রা এইচডি) রেজোলিউশন যুক্ত মোট চারটি মডেল আছে। প্রতিটি টিভিতে ফ্রেমবিহীন A+ গ্রেড প্যানেল এবং প্রিমিয়াম আইডি ডিজাইন রয়েছে। টিভিগুলির ডিসপ্লে রেসপন্স টাইম ৮ মিলিসেকেন্ড এবং স্ক্রিন কনট্রাস্ট রেশিও ৪০০০:১। এই টিভিগুলি ৬৪ বিট ১.০ গিগাহার্টজ A53 কোয়াড কোর প্রসেসরে এবং ৯.০ স্মার্ট ওএস ভার্সনে চলে। এগুলিতে বিশেষ স্পোর্টস PQ মোডও রয়েছে।

স্টোরেজের কথা বললে এগুলিতে ১.৫ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাওয়া যাবে। এছাড়া, ভোল্টেজ ফ্লাকচুয়েশন এবং পাওয়ার কনসপশন নিয়ন্ত্রণে রাখতে টিভিগুলিতে একটি স্টেবিলাইজার অন্তর্নির্মিত রয়েছে। ইউজাররা এতে দুটি অ্যাপ স্টোর – Gaia এবং NetRange ব্যবহার করতে পারবেন।

আই (I) সিরিজের এই টিভিগুলির মধ্যে Itel I5514IE (৫৫ ইঞ্চি) এবং Itel I4310IE (৪৩ ইঞ্চি) 4K UHD মডেলদুটির দাম যথাক্রমে ৩৪,৯৯৯ টাকা এবং ২৪,৯৯৯ টাকা। অন্যদিকে, ৪৩ ইঞ্চির I4314IE এবং ৩২ ইঞ্চির I32101IE ফুল এইচডি মডেলদুটি কিনতে দাম পড়বে যথাক্রমে ২১,৯৯৯ টাকা এবং ১১,৯৯৯ টাকা।

Itel C Series – স্পেসিফিকেশন এবং দাম

আইটেলের এই সিরিজের টিভিতে ৩২ ইঞ্চি এইচডি ফ্রেম এবং ১৩৬৬×৭৬৮ পিক্সেল রেজোলিউশনসহ A+ গ্রেড প্যানেল রয়েছে। ডিসপ্লের স্ক্রিন রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এছাড়া এই টিভিটিতে ২০ ওয়াটার একটি অডিও স্পিকার রয়েছে, এবং কানেক্টিভিটির জন্য আছে Wi-Fi সংযোগ। গ্রাহকরা এতে আটটি প্রি ইন্সটলেড অ্যাপ্লিকেশন দেখতে পাবেন।

Itel C3210IE নামের এই মডেলটি কিনতে খরচ হবে ৯,৪৯৯ টাকা।

Itel A Series – স্পেসিফিকেশন এবং দাম

আইটেলের এই সর্বশেষ সিরিজটি সাধারণ LED টিভি। এতে ৭ মিলিসেকেন্ড স্ক্রিন রেসপন্স টাইম এবং এইচডি রেডি আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে রয়েছে। এছাড়া আছে অরিজিনাল ‘A’ গ্রেড প্যানেল। টিভিটিতে ১৬ ওয়াটের একটি স্পিকার পাবেন, যার সাহায্যে বিল্ট-ইন মাল্টি-সিনারিও সাউন্ড এফেক্ট উপভোগ করা যাবে।

Itel A3210IE সাউন্ডবার এলইডি টিভিটি কিনতে দাম পড়বে মাত্র ৮,৯৯৯ টাকা।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

9 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

9 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

11 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

11 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

12 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

12 hours ago