খুব শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে Itel A49 স্মার্টফোন, ৭,০০০ টাকারও কম দামে মিলবে একঝাঁক দুর্দান্ত ফিচার

সাশ্রয়ী মূল্যের একাধিক স্মার্টফোন লঞ্চ করে দেশের অধিকাংশ ইউজারদের কাছে ইতিমধ্যেই ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে গিয়েছে Itel (আইটেল)। গত মাসে ভারতে সংস্থাটি তাদের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন Itel A27 (আইটেল এ২৭) লঞ্চ করেছে। অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন দ্বারা চালিত Itel A27-এ রয়েছে ৫.৪৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে এবং ডুয়াল 4G VoLTE সাপোর্ট। তবে এবার যারা সস্তায় একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য আর একটি সুখবর হাজির করতে চলেছে সংস্থাটি। সম্প্রতি জানা গিয়েছে যে, খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে সংস্থার নতুন স্মার্টফোন Itel (আইটেল এ৪৯)।

Itel A49-এর সম্ভাব্য ফিচার

ইতিমধ্যেই নতুন ফোনটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় টিজার প্রকাশ করতে শুরু করেছে আইটেল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আইটেল এ৪৯-এ ওয়াটারড্রপ নচ সহ বড়ো ডিসপ্লে থাকবে, যদিও এর ডিসপ্লের সাইজ সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। এদিকে হ্যান্ডসেটটিতে একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা এবং একটি সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। সামনের ও পিছনের দুটি প্যানেলেই থাকতে পারে ৫.৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক উভয় ফিচারই এই ফোনে বিদ্যমান হবে বলে জানা গিয়েছে। এছাড়া অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে চালিত আইটেল এ৪৯, ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ক্যাপাসিটি সহ আসবে। আবার, এই ফোনের সঙ্গে ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধাও পাবেন ক্রেতারা।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত মাসে লঞ্চ হওয়া আইটেল এ২৭-এর ফিচারগুলিও অনেকটা এই ফোনের মতোই। আইটেল এ২৭-এর ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫,৯৯৯ টাকা। আর সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, আইটেল এ৪৯-এর ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ মডেলটি ৭,০০০ টাকারও কম দামে মার্কেটে উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।

গত মাসে লঞ্চ হওয়া Itel A27-এর ফিচার

আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে চালিত আইটেল এ২৭-এ রয়েছে ৫.৪৫ ইঞ্চি এফডব্লিউ+ আইপিএস ডিসপ্লে। ফোনটিতে ১.৪ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটিতে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ স্পেস রয়েছে, যা মেমোরি কার্ডের সাহায্যে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ক্যামেরার কথা বলতে গেলে, আইটেল এ২৭-এ একটি ৫ মেগাপিক্সেল এআই রিয়ার ক্যামেরা এবং সেলফির জন্য সামনে একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উভয়ই বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য আইটেল এ২৭-এ রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি। অর্থাৎ, সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ফিচার সহ স্মার্টফোনের খোঁজ যারা করছেন, তাদের জন্য এই মডেল দুটি এককথায় আদর্শ বলা যেতে পারে।