একসাথে দুটি ফোনে ব্যবহার করা যাবে, Jabra Elite 7 Pro এবং Jabra Elite 7 Active ইয়ারবাডে এল নতুন আপডেট

গতবছর আগস্ট মাসে আত্মপ্রকাশ করেছিল Jabra কোম্পানির নতুন ইয়ারবাড সিরিজ। যার মধ্যে ছিল Jabra Elite 7 Pro এবং Jabra Elite 7 Active ইয়ারবাড। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার ছাড়াও কাস্টমাইজেবল ইকিউ এবং অন্যান্য উন্নত টেকনোলজি সাথে এসেছিল এই সিরিজের ইয়ারবাডগুলি। এখন সংস্থাটি জেব্রা এলিট সেভেন প্রো এবং জেব্রা এলিট ৭ এক্টিভ ইয়াবাডের জন্য নিয়ে এল নতুন ফার্মওয়্যার আপডেট। এরপর থেকে ইয়াবাডগুলিতে মাল্টি পয়েন্ট ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট করবে।

এই মাল্টি পয়েন্ট ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে একই সাথে দুটি ডিভাইসের সাথে ইয়ারবাডগুলি কানেক্ট করা যাবে অর্থাৎ ব্যবহারকারী তার পছন্দমতো ফোন থেকে গান শুনতে পারবেন কিংবা ল্যাপটপ থেকে মুভি দেখতে পারবেন। বিষয়টি বুঝিয়ে বলা যাক। যে সমস্ত ইয়ারবাডে মাল্টি পয়েন্ট ব্লুটুথ সাপোর্ট থাকে না, সেগুলোর ক্ষেত্রে একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে সুইচ করা মুশকিল হয়ে পড়ে। তখন ব্যবহারকারীকে প্রথমে আগের ডিভাইস থেকে ইয়াবাডটিকে ডিসকানেক্ট করতে হয় এবং তারপর তার পছন্দমতো অন্য ডিভাইসের সাথে যুক্ত করতে হয়। তবে এক্ষেত্রে মাল্টি পয়েন্ট ব্লুটুথ কানেক্টিভিটি থাকার দরুন ব্যবহারকারী একটি ডিভাইস ছেড়ে আরেকটি ডিভাইস ব্যবহার করলে ইয়ারবাডটি স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ডিভাইসের সাথে যুক্ত হয়ে যাবে। আগের ডিভাইস থেকে ডিসকানেক্ট করে অন্য ডিভাইসে যুক্ত করার কোনো ঝঞ্ঝাট থাকবে না। এর জন্য ব্যবহারকারীকে প্রথমে সাউন্ড প্লাস অ্যাপে যেতে হবে। সেখানে গিয়ে মাল্টিপল সাপোর্টের জন্য ইয়াবাডটিকে পেয়ার করে ফার্মওয়্যার আপডেট করতে হবে। এই মাল্টি পয়েন্ট সাপোর্টের পাশাপাশি নতুন ফার্মওয়্যার গুগল অ্যাসিস্ট্যান্টও সাপোর্ট নিয়ে আসবে। চলুন এবার জেনে নেওয়া যাক Jabra Elite 7 Pro এবং Jabra Elite 7 Active ইয়ারবাডের দাম এবং ফিচার।

Jabra Elite 7 Pro এবং Jabra Elite 7 Active ইয়ারবাডের দাম ও লভ্যতা

ভারতে জাব্রা এলিট ৭ প্রো ইয়ারবাডটির দাম ধার্য করা হয়েছে ১৮,৯৯৯ টাকা এবং জাব্রা এলিট ৭ অ্যাক্টিভ ইয়ারবাডের দাম রাখা হয়েছে ১৫,৯৯৯ টাকা। জাব্রার নিজস্ব সেলার ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট, ক্রোমা প্রভৃতি ই-স্টোরে ইয়ারবাডগুলি উপলব্ধ।

Jabra Elite 7 Pro এবং Jabra Elite 7 Active ইয়ারবাডের স্পেসিফিকেশন

জাব্রা এলিট ৭ প্রো সংস্থার একটি প্রিমিয়াম কোয়ালিটির ইয়ারবাড, যাতে রয়েছে মাল্টিসেন্সর ভয়েজের মতো উন্নততর ফিচার। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী কোলাহলপূর্ণ এলাকাতেও দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি পেতে সক্ষম। এর জাব্রা মাল্টি সেন্সর ভয়েজটিএম -এ সামিল হয়েছে বোন কন্ডাক্টর সেন্সর, চারটি মাইক্রোফোন এবং অ্যালগরিদম। এখানে জানিয়ে রাখি, সংস্থাটি ইন্টালিজেন্ট অ্যালগরিদম ডেভলপ করার বিষয়ে পারদর্শী এবং এরাই প্রথম তাদের ইয়ারফোনে এই হাইব্রিড টেকনোলজি ব্যবহার করেছে।

তদুপরি, এতে রয়েছে সামঞ্জস্যপূর্ণ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, একক চার্জে জাব্রা এলিট ৭ প্রো ইয়ারবাডটি ৮ ঘন্টা পর্যন্ত একটানা ব্যবহার করা যাবে। উপরন্তু কেস সমেত এটি ৩০ ঘন্টা পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়া এর প্রত্যেকটি ইয়ারবাড মোনোপড হিসেবেও ব্যবহারযোগ্য।

অন্যদিকে, জাব্রা এলিট ৭ অ্যাক্টিভ ইয়ারবাডটি শেকগ্রিপ টেকনোলজির সাথে এসেছে। ফলে এটি শক্তভাবে কানে আটকে থাকবে। কেস সমেত এটি ৩০ ঘণ্টা এবং কেস ছাড়া ৮ ঘন্টা ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। জল এবং ঘাম থেকে সুরক্ষা দিতে এটি আইপি৬৭ রেটিং প্রাপ্ত। শুধু তাই নয়, এই ইয়ারবাডটিতেও সামঞ্জস্যপূর্ণ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার উপলব্ধ।