২৫ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল Jabra Elite 85t ওয়্যারলেস ইয়ারবাড

ডেনমার্কের সংস্থা Jabra, গ্লোবাল লঞ্চের পর এবার ভারতেও নিয়ে এল সেমি ওপেন ডিজাইনের ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাড ‘Elite 85t’। এই চিপসেটের প্রধান বিশেষত্ব হচ্ছে উন্নত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজি। কোম্পানি জানিয়েছে, ইয়ারবাডে থাকা ডুয়াল চিপসেট অপটিমাল সাউন্ড প্রসেসিং ডেলিভার করবে। এছাড়াও Jabra Elite 85t আপনাকে দেবে ২৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ।

Jabra Eliite 85t এর দাম ও লভ্যতা

Jabra Elite 8t এর দাম রাখা হয়েছে ১৮,৯৯৯ টাকা। আগামীকাল অ্যামাজন থেকে এটি কিনতে পাওয়া যাবে। এটি এখন শুধুমাত্র টাইটেনিয়াম ব্ল্যাক কালারে উপলদ্ধ হবে। তবে আগামী বছর থেকে এটি অন্যান্য কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

Jabra Elite 85t এর ফিচার ও স্পেসিফিকেশন

Jabra Elite 85t ইয়ারবাডে থাকা ১২ মিমি স্পিকারের দৌলতে পাওয়া যাবে শক্তিশালী ব্যাস। এর নয়েজ ক্যান্সেলেশন অ্যাডজেস্টেবল। অর্থাৎ এটি ফুল অডিও নয়েজ ক্যানসেলেশন এবং হেয়ারথ্রু মোড (ফুল ট্রান্সপ্যারেসি মোড)-এর মধ্যে অ্যাডজাস্ট করা যাবে। হেয়ারথ্রু মোডে ব্যবহারকারী অ্যাম্বিয়েন্ট নয়েজ শুনতে পারবেন। এএনসি (অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন) ও হেয়ার থ্রু মোডের মধ্যে সব মিলিয়ে ১১ টি লেভেল আছে।

উইন্ড নয়েজ প্রোটেকশানের সাথে প্রতিটি ইয়ারবাডে আছে তিনটি করে মাইক্রোফোন। যা দুর্দান্ত কলিং অভিজ্ঞতা দেবে। দুটি মাইক্রোফোন ইয়ারবাডের বাইরে এবং একটি মাইক্রোফোন ভেতরে অবস্থিত, যা আরও নয়েজ ফিল্টার করার মাধ্যমে উন্নত এএনসি সরববরাহ করে। ব্যবহারকারীরা জাবরার Sound+ অ্যাপে সাউন্ড আউটপুট কাস্টোমাইজ করার সুবিধা পেয়ে যাবেন।

এএনসি মোড অন থাকলে Elite 85t ৫.৫ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। আবার চার্জিং কেসের সাহায্যে পাওয়া যাবে ২৫ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ। এতে ইউএসবি টাইপ-সি চার্জিং থাকার পাশাপাশি Qi সার্টিফিয়েড ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে। এই ইয়ারবাডে পাওয়া যাবে মাল্টি পয়েন্ট ব্লুটুথ পেয়ারিং ফিচার। এটি IPX4 রেটিংযুক্ত হওয়ায় হালকা জলের ছিটে লাগলে বা ঘামেও এর কোনো ক্ষতি হবে না। Jabra Elite 85t অ্যালেক্সা, সিরি ও গুগল অ্যাসিট্যান্ট সাপোর্টের সাথে আসবে।