Flying Car: সরকারের থেকে ফ্লাইং কার আকাশে উড়ানোর ছাড়পত্র পেল SkyDrive
গত আগস্টে জাপানের সংস্থা স্কাইড্রাইভ (SkyDrive) নিজেদের তৈরি ফ্লাইং কার বা eVTOL (electric vertical takeoff and...গত আগস্টে জাপানের সংস্থা স্কাইড্রাইভ (SkyDrive) নিজেদের তৈরি ফ্লাইং কার বা eVTOL (electric vertical takeoff and landing)-এর টেস্ট ফ্লাইট সাফল্যের সাথে পরিচালনা করেছিল। এবার সংস্থাটির সাফল্যের মুকুটে যোগ হল আরো একটি পালক। জাপানের সরকার এয়ারক্রাফ্টটিকে এবার সেফটি সার্টিফিকেট দিল। অর্থাৎ টোকিও-বেসড স্টার্টআপ সংস্থাটি এর ফলে সামনে এগোনোর ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেল।
জাপানের ভূমি, পরিকাঠামো, পরিবহণ এবং ভ্রমণ মন্ত্রক, সংস্থার উড়ন্ত যানটিকে আকাশে দানা মেলে ওড়ার ছাড়পত্র দিয়েছে। প্রসঙ্গত ২০১৮ সালে ফ্লাইং কারটির প্রোটোটাইপ নিয়ে এসেছিল সংস্থাটি। এরপর কারটি একাধিকবার ওড়ানোর চেষ্টা হয়েছে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে। কখনো সাফল্য মিলেছে বা কখনো দেখতে হয়েছে ব্যর্থতার মুখ। তবে ২০২০ তে এসে প্রথমবারের জন্য গাড়িটিকে অল্প কিছুক্ষণ আকাশে ওড়াতে সফল হয় স্কাইড্রাইভ।
এসডি-০৩ (SD-03) নামক ফ্লাইং কারটিতে রয়েছে আটটি প্রপেলার এবং এর সর্বোচ্চ গতিবেগ ৪৮ কিলোমিটার প্রতি ঘন্টায়। বর্তমানে এটি একটানা কেবলমাত্র ১০ মিনিট আকাশে উড়তে পারে। এছাড়াও এর ভারোত্তোলন ক্ষমতা মাত্র ৩০ কেজি। আগামী দিনে ওড়ার সময় ও ওজন বহন করার ক্ষমতা বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি।
SD-03-এর খোলা কেবিনে বসে যিনি এই গাড়িটি পরিচালনা করবেন সে ছাড়া অন্য আর কারোর বসার জায়গা নেই এতে। তবে শোনা যাচ্ছে সংস্থাটি ফ্লাইং ট্যাক্সি তৈরির দিকে ঝুঁকতে চলেছে, যা আগামী ২০২৫ এর মধ্যে জাপানের বাজারে আনা হবে।