Redmi Note 10 Pro ও Redmi Note 10 Pro Max ফোন‌ ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, জানুন কারণ

শাওমি তাদের এন্ড অফ সাপোর্ট লিস্ট আপডেট করেছে। এই লিস্টে নতুন করে রেডমি নোট 10 প্রো ও রেডমি নোট 10 প্রো ম্যাক্স মডেল দুটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Redmi Note 10 Pro সিরিজ একসময়ের সেরা ফোনগুলির মধ্যে অন্যতম ছিল। ডিভাইসগুলি কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G প্রসেসর সহ বাজারে এসেছিল এবং একই দামে প্রতিদ্বন্দ্বী ফোনগুলির তুলনায় উন্নত স্পেসিফিকেশন অফার করত। তিনবছর আগে অর্থাৎ 2021 সালে স্মার্টফোন দুটি লঞ্চ হয়েছিল।

তবে দুঃখের বিষয় হল Xiaomi এখন এই সিরিজের Redmi Note 10 Pro ও Redmi Note 10 Pro Max ফোনের আপডেট সাপোর্ট বন্ধ করে দিল। অর্থাৎ এগুলি আর কোনো আপডেট পাবে না।

Redmi Note 10 Pro ও Redmi Note 10 Pro Max ফোন দুটি যুক্ত হল এন্ড অফ সাপোর্ট লিস্টে

আজ শাওমি তাদের এন্ড অফ সাপোর্ট লিস্ট আপডেট করেছে। এই লিস্টে নতুন করে রেডমি নোট 10 প্রো ও রেডমি নোট 10 প্রো ম্যাক্স মডেল দুটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এই ডিভাইসদুটি কোনো সিকিউরিটি আপডেটও পাবে না।

যদিও এগুলিতে HyperOS আপডেট আসার সুযোগ ছিল। কারণ শাওমি বহুদিন থেকেই রেডমি নোট 10 প্রো ও রেডমি নোট 10 প্রো ম্যাক্স ফোনের জন্য আপডেট আনছিল না। কারণ এর ভারতীয় ভ্যারিয়েন্টগুলির মাদারবোর্ডে সমস্যা আসার আশংকা করা হচ্ছিল। যদিও লাইটওয়েট HyperOS আপডেট এদের কোনো সমস্যা ঘটাবে না বলে মনে করা হচ্ছিল। তবে সে ভাবনা আর সত্যি হওয়ার সম্ভাবনা নেই।

জানিয়ে রাখি, Xiaomi মাঝে মাঝেই তাদের এন্ড অফ সাপোর্ট লিস্ট আপডেট করে। এখানে সেই সমস্ত পুরানো ফোনগুলিকে যুক্ত করা হয়, যেগুলির আপডেট সাপোর্ট বন্ধ করা হচ্ছে। আর এই লিস্টে থাকা ডিভাইসগুলি ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। কারণ এগুলিতে আর কোনো সিকিউরিটি আপডেটও আসবে না।