আগামী সপ্তাহে লঞ্চ হবে ফোল্ডিং ফোন Samsung W20 5G

আগামী ৪ নভেম্বর চীনে লঞ্চ হবে Samsung এর নতুন ফোল্ডিং ফোন W21 5G। স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে এই ফোনটিকে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এই ফোনটি আসলে গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া Galaxy Z Fold 2 এর চীনা ভার্সন হবে। গত বছরও কোম্পানি Galaxy Fold কে চীনে Samsung W20 5G নামে লঞ্চ করেছিল। এদিকে Samsung W21 5G লঞ্চের আগেই চীনের সার্টিফিকেশন সাইট TENAA তে দেখা গেল। যেখান থেকে ফোনটির সমস্ত স্পেসিফিকেশন সামনে এসেছে।

Samsung W21 5G কে দেখা গেল TENAA সার্টিফিকেশন সাইটে

টিনা সার্টিফিকেশন ওয়েবসাইট অনুযায়ী, স্যামসাং ডব্লিউ২০ ৫জি ইউনিক গোল্ড কালারে আসবে। যদিও Galaxy Z Fold 2 ফোনটি এই কালারে আসেনি। অর্থাৎ চীনের জন্য কোম্পানি নতুন কালার নিয়ে আসছে। আবার এই ফোল্ডিং ফোনের কভার ডিসপ্লে হবে ৬.২৩ ইঞ্চি, যার রেজোলিউশন হবে ৮১৬ x ২২৬০ পিক্সেল। আবার ভিতরের স্ক্রিন হবে ৭.৫৩ ইঞ্চি। এর রেজোলিউশন ২২০৮ x ১৭৬৮ পিক্সেল। এই দুটি ডিসপ্লে পাঞ্চ হোল হবে।

আবার Samsung W21 5G ফোনে থাকবে ২০৯০ এমএএইচ ও ২১৬০ এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি। এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া এই ফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর। এর ক্লক স্পিড হবে ৩.০৯ গিগাহার্টজ। এতে ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ থাকবে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবেনা।

W21 5G ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। যার তিনটি ক্যামেরা হবে ১২ মেগাপিক্সেলের। আবার সামনে থাকবে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম সহ আসবে। আবার এতে থাকবে ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ওজন ২৮৮ গ্রাম।