Jitendra Kumar: সকলের প্রিয় জিতু ভাইয়ার গ্যারাজে নতুন অতিথি, চোখ ধাঁধানো চারচাকা কিনতে কত খরচ হল তাঁর

বলিউড সেলেবদের মধ্যে বিলাসবহুল গাড়ির প্রতি ঝোঁক এতটাই, যে হামেশাই তাঁদের নতুন চার চাকা কেনার খবর সামনে আসে। কিছুদিন আগেই বলিউড স্টার কঙ্গনা রানাউত একটি ৩ কোটির লাক্সারি গাড়ি Mercedes-Maybach S-Class S 680 কিনেছেন। তারও আগে দক্ষিণী অতি জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু Audi e-tron বৈদ্যুতিক গাড়ি নিজেকেই নিজে উপহার দেন। এবারে অভিনেতা জিতেন্দ্র কুমার ওরফে ‘জিতু ভাইয়া’ একটি ৪০ লাখি ব্র্যান্ড নিউ গাড়ি Mini Countryman, বাড়ি নিয়ে এলেন।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়া ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর দ্বিতীয় সিজনে মুখ্য চরিত্রে অভিনয় করেতে দেখা গিয়েছিল জিতেন্দ্র কুমারকে। সিরিজটি ইতিমধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছে। এর কয়েক দিন বাদেই জিতেন্দ্র কুমারের গাড়ি কেনার খবর সামনে এল। প্রসঙ্গত, ভারতের বাজারে Mini Countryman S-এর দাম ৪২ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আবার Mini Countryman S JCW Inspired মডেলটির মূল্য ৪৬ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। জিতেন্দ্র কুমারের কেনা গাড়িটি হোয়াইট সিলভার রঙের। যেটি মুম্বাইয়ে MINI ও BMW-র ডিলারশিপ ইনফিনিটি কারস ডেলিভারি দিয়েছে।

এবার আসা যাক বিলাসবহুল গাড়িটির স্পেসিফিকেশন প্রসঙ্গে। এদেশে ৫-দরজা বিশিষ্ট Countryman কেবলমাত্র পেট্রোল ইঞ্জিনের বিকল্পে বিক্রি করা হয়। এতে উপস্থিত একটি ২.০ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন। যা থেকে ১৯২ এইচপি শক্তি এবং ২৯০ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনের সাথে সংযুক্ত একটি ৭-স্পিড ডুয়াল ক্লাচ অটোমেটিক গিয়ার বক্স (DCT)। সংস্থার দাবি গাড়িটি ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ ৭.৫ সেকেন্ডে তুলতে সক্ষম।

ফিচারের তালিকায় রয়েছে গোলাকৃতি এলইডি হেডল্যাম্প, এলইডি টেললাইট। JCW Inspired ভ্যারিয়েন্টে স্পোর্টিয়ার বাম্পার, রিয়ার স্পয়লার, ১৮ ইঞ্চির বৃহৎ হুইলের (স্ট্যান্ডার্ড মডেলের হুইল ১৭ ইঞ্চি) দেখা মেলে। Mini Countryman পাঁচটি এক্সটেরিয়ার কালারে উপলব্ধ – সেগ গ্রীন, হোয়াইট সিলভার, মিডনাইট ব্ল্যাক, চিলি রেড এবং আইল্যান্ড ব্লু। প্রসঙ্গত, পঞ্চায়েতের পর জিতেন্দ্র কুমার অভিনীত পরবর্তী সিরিজ ‘দ্য ম্যাজিশিয়ান’ আসতে চলেছে। যেটি Netflix -এ লঞ্চ হবে বলে জানা গেছে।