Google Chrome ব্রাউজার ব্যবহার করেন? ৮ বছর বাদে আসছে এই বিশেষ আপডেট

কিছু সার্চ করার প্রয়োজন হলে এখনকার দিনে আমাদের সকলের হাত খুব স্বাভাবিকভাবেই স্মার্টফোনে থাকা লাল, সবুজ এবং হলুদ রঙযুক্ত চাকতিটিতে চলে যায়। হ্যাঁ ঠিকই ধরেছেন, বলছি Google Chrome (গুগল ক্রোম)-এর কথা। যে-কোনো বিষয় সম্পর্কে যা কিছু জানারই প্রয়োজন থাক না কেন, সবের উত্তর পেতে Google Chrome-এর কথাই এখন আমাদের সর্বপ্রথম মাথায় আসে। অনর্গল একের পর এক ট্যাব ওপেন করে আমরা ক্রমাগত আমাদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্যের অনুসন্ধান করা চালিয়ে যাই। এহেন জনপ্রিয় ‌ব্রাউজারে একটি বড়োসড়ো আপডেট আসতে চলেছে। তবে এই আপডেটের জন্য কিন্তু ব্রাউজারটিতে কোনো নতুন ফিচারের দেখা পাওয়া যাবে না। তাহলে আপডেটটি ঠিক কী? আসুন জেনে নেওয়া যাক।

গুগল ক্রোমের এক ডিজাইনার এলভিন হু (Elvin Hu) বলেছেন যে, ওয়েব ব্রাউজারটির জন্য একটি নতুন লোগো রোলআউট করা হবে। উল্লেখ্য যে, আট বছর বাদে আবার গুগল ক্রোমের লোগোয় বদল ঘটছে। এর আগে গুগল শেষবার ২০১৪ সালে ক্রোমের লোগো পরিবর্তন করেছিল। আসন্ন লোগোটি বিদ্যমান লোগোর তুলনায় আরও অনেক বেশি প্রাণবন্ত এবং আকর্ষণীয় হতে চলেছে। তবে খালি চোখে আপনি দুটি লোগোর ফারাক খুব একটা বুঝতে না পারলেও, খুব নিখুঁতভাবে এবং চশমা পড়ে দেখলে পার্থক্যটা নিশ্চিতভাবে আন্দাজ করতে পারবেন।

ক্রোমের আসন্ন লোগোতে আগের মতোই লাল, সবুজ, হলুদ, নীল এবং সাদা রঙ দেখা যাবে, তবে ইউজারদের চোখে এই রঙগুলি আরও উজ্জ্বলভাবে ধরা দেবে। আপনি খালি চোখে বুঝতে না পারলেও খুব নিখুঁতভাবে দেখলে ফারাক আপনার চোখে পড়তে বাধ্য। নতুন লোগোতে নীল চাকতিটিকে পুরোনো লোগোর তুলনায় একটু বড়ো আকারে দেখা যাবে। পাশাপাশি আসন্ন লোগোতে একটি অত্যন্ত আকর্ষণীয়, প্রাণবন্ত ডিজাইনও চোখে পড়বে। নতুন লোগোতে প্রতিটি রঙের বর্ডারে কোনো শ্যাডো নেই, তাই প্রতিটি রঙকেই ফ্ল্যাট হিসেবে দেখা যাবে।

এলভিন হু Twitter-এ নতুন লোগোর ছবি শেয়ার করেছেন এবং এমনকি লোগোতে সূক্ষ্ম পরিবর্তনগুলি করার পিছনে থাকা চিন্তাভাবনা সম্পর্কেও বিশদে ব্যাখ্যা করেছেন। তিনি একটি টুইটে বলেছেন যে, “আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো আজ ক্রোমের ক্যানারি আপডেটে একটি নতুন আইকন লক্ষ্য করেছেন। হ্যাঁ! আমরা ৮ বছর বাদে আবার ক্রোমের ব্র্যান্ড আইকনকে রিফ্রেশ করছি। নতুন এই লোগোটি খুব শীঘ্রই সকল ইউজাররা তাদের ডিভাইসে দেখতে পাবেন।”

লোগোতে করা কিঞ্চিৎ পরিবর্তন সম্পর্কে হু আরও জানিয়েছেন, “আমরা প্রতিটি রঙের বর্ডারের শ্যাডো অপসারণ করে, রঙগুলির আনুপাতিক হার পরিমার্জন করে, এবং রঙগুলিকে পূর্বের লোগোর তুলনায় অধিক পরিমাণে প্রাণবন্ত ও উজ্জ্বল করে প্রধান ব্র্যান্ড আইকনটিকে সরলীকরণ করেছি। গুগলের ব্র্যান্ড আধুনিকীকরণের ক্ষেত্রে এই পরিবর্তন এক বিশেষ কার্যকর প্রভাব ফেলবে।”

এখন স্মার্টফোন খুললেই কবে ইউজারদের চোখের সামনে এই আইকন ভেসে উঠবে, এবার শুধু তারই অপেক্ষা।