BSNL, Vi এর গ্রাহকরা অসন্তুষ্ট হয়ে বেছে নিচ্ছে Jio, Airtel, ট্রাইয়ের নতুন রিপোর্ট থেকে আর কি কি জানা গেল

ফিক্সড লাইন সেগমেন্টে নেট কনজিউমার বৃদ্ধি পাওয়ার কারণে গত জানুয়ারি মাসে দেশের মোট টেলিকম পরিষেবার ব্যবহারকারীর সংখ্যা সামান্য বেড়ে ১,১৭০.৭৫ মিলিয়ন হয়েছে। ‘টেলিকম রেগুলেটরি অথরিটি…

ফিক্সড লাইন সেগমেন্টে নেট কনজিউমার বৃদ্ধি পাওয়ার কারণে গত জানুয়ারি মাসে দেশের মোট টেলিকম পরিষেবার ব্যবহারকারীর সংখ্যা সামান্য বেড়ে ১,১৭০.৭৫ মিলিয়ন হয়েছে। ‘টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া’ বা TRAI প্রকাশিত টেলিকম পারফরম্যান্স রিপোর্টের মাধ্যমে এই তথ্য উঠে এসেছে। দেখা গেছে, ওয়্যারলাইন সেগমেন্টে মোট ০.২৮ মিলিয়ন গ্রাহক এবং মোবাইল টেলিফোনি পরিষেবার ক্ষেত্রে মোট ০.০৯ মিলিয়ন নতুন গ্রাহক পেয়েছে সংস্থাগুলি।

এক্ষেত্রে রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভারতী এয়ারটেল (Bharti Airtel) সংস্থা দুটি যৌথভাবে ০.২৯ মিলিয়ন নতুন গ্রাহক নিজেদের সাথে সংযুক্ত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে বিএসএনএল (BSNL) এবং ভোডাফোন আইডিয়া (Vi) ০.২৮ মিলিয়ন গ্রাহক হারিয়ে নিজেদের সাবস্ক্রাইবার হারানোর ধারাবাহিকতা বজায় রেখেছে।

TRAI তাদের ২০২৩ সালের জানুয়ারি মাসের সাব্স্ক্রাইবার রিপোর্টে উল্লেখ করেছে যে – “ভারতে টেলিফোন গ্রাহকের সংখ্যা ২০২২ সালের ডিসেম্বরের শেষে ছিল ১,১৭০.৩৮ মিলিয়ন, যা ২০২৩ সালের জানুয়ারী মাসের শেষে বেড়ে ১,১৭০.৭৫ মিলিয়ন হয়েছে। অর্থাৎ মাসিক বৃদ্ধির হার থাকছে ০.০৩ শতাংশ।”

অন্যদিকে, দেশে ওয়্যারলাইন বা ফিক্সড লাইন কানেকশনের গ্রাহক সংখ্যা ডিসেম্বরের ২৭.৪৫ মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে জানুয়ারিতে ২৭.৭৩ মিলিয়নে গিয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে ফাইবার বা ওয়্যারলাইন সেগমেন্টের গ্রাহক বৃদ্ধি – রিলায়েন্স জিও (Reliance Jio), ভারতী এয়ারটেল (Bharti Airtel) এবং কোয়াড্রান্ট (Quadrant) সংস্থা তিনটির হাত ধরে হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী আলোচ্য সময়পর্বে রিলায়েন্স জিও ০.২১ মিলিয়ন নতুন ওয়্যারলাইন ইউজার তাদের পরিষেবার অধীনে জুড়তে সমর্থ হয়েছে। আর এই একই সময়ে এয়ারটেল এবং কোয়াড্রান্ট যথাক্রমে ০.১১ মিলিয়ন এবং ৫,৯৪৯ নতুন ওয়্যারলাইন গ্রাহক অন্তর্ভুক্তিতে সাফল্য পেয়েছে।

আলোচ্য সেগমেন্টে, একদা ওয়্যারলাইন পরিষেবার রাজা বিএসএনএল (BSNL) এবং এমটিএনএল (MTNL), উভয় সংস্থার দৈন্যদশা আবারো প্রকট হয়েছে। কারণ এমটিএনএল জানুয়ারি মাসে সবচেয়ে বেশি সংখ্যক অর্থাৎ ২৯,৮৫৭ জন গ্রাহক খুইয়েছে। অন্যদিকে, ১৯,৭৮১ জন গ্রাহক বিএসএনএল সংস্থার ওয়্যারলাইন পরিষেবা ত্যাগ করেছেন। উক্ত দুটি সংস্থা ছাড়াও, টাটা টেলিসার্ভিসেস (Tata Teleservices), ভোডাফোন আইডিয়া (Vi / VIL) এবং রিলায়েন্স কমিউনিকেশনস (Reliance Communications) যথাক্রমে ৯৪৪৪, ৩৭২৭ এবং ২৭৫ জন গ্রাহক হারিয়েছে।

মোবাইল টেলিফোনি বা ওয়্যারলেস সেগমেন্টে, রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল যথাক্রমে ১.৬৫ মিলিয়ন এবং ১.২৮ মিলিয়ন নতুন গ্রাহক নিজেদের সাথে যোগ করেছে। বিপরীতে এই একই মাসে বিএসএনএল, ভোডাফোন আইডিয়া এবং এমটিএনএল যথাক্রমে ১.৪৮ মিলিয়ন, ১.৩৫ মিলিয়ন এবং ২,৯৬০ মোবাইল গ্রাহক হারিয়েছে।

এছাড়া জানা গেছে, জানুয়ারি মাসে এদেশের ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা বেড়ে ৮৩৯.১৮ মিলিয়নে পৌঁছেছে। যেখানে কিনা ২০২২ সালের ডিসেম্বরে এই সংখ্যা ছিল ৮৩২.২ মিলিয়ন। এই বিষয়ে TRAI জানিয়েছে – “২০২৩ সালের জানুয়ারী মাসের শেষে, শীর্ষ পাঁচটি পরিষেবা প্রদানকারী সংস্থা একত্রে মোট ব্রডব্যান্ড সাবস্ক্রাইবারের ৯৮.৩৯ শতাংশ মার্কেট শেয়ার ধরে রেখেছে। এই পরিষেবা প্রদানকারীরা হল – রিলায়েন্স জিও ইনফোকম (৪৩৪.০২ মিলিয়ন), ভারতী এয়ারটেল (২৩৭.৪০ মিলিয়ন), ভোডাফোন আইডিয়া (১২৫.০৩ মিলিয়ন), বিএসএনএল (২৭.০৫ মিলিয়ন) এবং অ্যাট্রিয়া কনভারজেন্স (২.১৪ মিলিয়ন)।”

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন