রোজ ৩ জিবি ডেটা ও কল, Jio, Airtel-এর সেরা আনলিমিটেড রিচার্জ প্ল্যানগুলি দেখে নিন

গত বছরের প্রায় শেষের দিকে এসে দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিগুলি তাদের প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম ২০%-২৫% বাড়িয়েছে। সেইসাথে সংস্থাগুলি একাধিক রিচার্জ প্ল্যানের সাথে উপলব্ধ স্ট্রিমিং বেনিফিট তুলে নিয়েছে, এবং কয়েকটি জনপ্রিয় ৩ জিবি দৈনিক ডেটা প্ল্যানও বন্ধ করে দিয়েছে। তাই এখন যাদের প্রতিদিন ৩ জিবি ডেটা প্ল্যানের প্রয়োজন হবে, বিশেষত তাদের কথা মাথায় রেখেই আমাদের আজকের এই প্রতিবেদন। কারণ আজকে আমরা আপনাদেরকে ৭০০ টাকার কমে উপলব্ধ Reliance Jio (রিলায়েন্স জিও) এবং Bharti Airtel (ভারতী এয়ারটেল)-এর এমন কয়েকটি প্রিপেইড প্ল্যানের কথা জানাতে চলেছি, যেগুলিতে এখনও দৈনিক ৩ জিবি করে ডেটা, এবং সেইসাথে কিছু এক্সট্রা বেনিফিটও পাওয়া যাবে।

Airtel-এর ৫৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

এয়ারটেলের ৫৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে ২৮ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কল, রোজ ১০০ টি এসএমএস এবং প্রতিদিন ৩ জিবি ডেটা পাওয়া যায়। পাশাপাশি, এই প্ল্যানের এক্সট্রা বেনিফিটগুলির মধ্যে রয়েছে Disney+ Hotstar Mobile-এর অ্যাক্সেস, Prime Video Mobile Edition এবং Wynk music-এর সাবস্ক্রিপশন। এছাড়াও রয়েছে Free Hellotunes, Apollo 24|7 Care এবং Fastag-এ ১০০ টাকা ক্যাশব্যাকের সুবিধা।

Airtel-এর ৬৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

এয়ারটেলের ৬৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি ৫৬ দিনের মেয়াদে প্রতিদিন ৩ জিবি ডেটা সহ আনলিমিটেড কল এবং দৈনিক ১০০ টি এসএমএস অফার করে। সেইসাথে উপরিউক্ত প্ল্যানে উল্লিখিত সকল বেনিফিটগুলির পাশাপাশি Amazon Prime Membership এবং Airtel XStream-এর সাবস্ক্রিপশন পাওয়া যায়।

Jio-র ৬০১ টাকার প্রিপেইড প্ল্যান

জিও-র ৬০১ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য ৩ জিবি দৈনিক ডেটা সহ অতিরিক্ত ৬ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএস-এর সুবিধা পাওয়া যায়। সেইসাথে এক্সট্রা বেনিফিট হিসেবে এক বছরের জন্য Disney+ Hotstar-এর ফ্রি সাবস্ক্রিপশন এবং Jio অ্যাপগুলির অ্যাক্সেসের সুবিধা দেওয়া হয়েছে।

Jio-র ৪১৯ টাকার প্রিপেইড প্ল্যান

এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এতে প্রতিদিন ৩ জিবি ডেটা সহ Jio অ্যাপগুলি বিনামূল্যে অ্যাক্সেসের সুবিধা প্রদান করা হয়েছে। সেইসাথে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুযোগ পাওয়া যায়।