তরতরিয়ে বইছে Reliance Jio-র নৌকা, নভেম্বরে জুড়ল আরও ২০ লক্ষ নতুন গ্রাহক

ফের বাড়ল দেশের মোট টেলিকম গ্রাহক সংখ্যা! হ্যাঁ! TRAI (ট্রাই) অর্থাৎ টেলিকম নিয়ন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অন্তত তাই বলছে। নিয়ন্ত্রকের নতুন ডেটা অনুযায়ী, গত বছরের শেষে ভারতে টেলিকম গ্রাহক সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়ে ১,১৯১.০৫ মিলিয়নে দাঁড়িয়েছে। এক্ষেত্রে দুই শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর Reliance Jio (রিলায়েন্স জিও) এবং Bharti Airtel (ভারতী এয়ারটেল)-এর ইউজারবেস আগের থেকে বেড়েছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার মাসিক গ্রাহক রিপোর্ট বলছে, নভেম্বরের শেষের দিকে দেশে মোট বেতার বা ওয়্যারলেস গ্রাহকবেস ছিল ১,১৬৭.৫ মিলিয়ন। অক্টোবরের তুলনায় এই পরিসংখ্যান ০.১০% শতাংশ হারে বেড়েছে।

Reliance Jio এবং Bharti Airtel-এর গ্রাহক বেড়েছে

রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স জিও, উক্ত মাসে নিজের নেটওয়ার্কে ২০,১৯,৩৬২ জন নতুন গ্রাহক সংযোজন করেছে, যার ফলে সংস্থার মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন। একইভাবে এয়ারটেল ১৩,১৮,২৫১ জন নতুন মোবাইল গ্রাহক পেয়েছে। কিন্তু ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) নভেম্বর মাসে ১৮,৯৭,০৫০ জন গ্রাহক হারিয়েছে, যার ফলে এর মোট গ্রাহক সংখ্যা ২৬৭.১২ মিলিয়নে নেমে এসেছে।

আবার ভোডাফোনের দশায় পড়েছে বিএসএনএল বা এমটিএনএল (MTNL)-ও। নভেম্বর মাসে এই দুটি সংস্থাও গ্রাহক ধরে রাখতে ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে বিএসএনএল ২,৪০,০৬২ জন মোবাইল গ্রাহক হারিয়েছে, যেখানে এমটিএনএলের কানেকশন ছেড়েছে ৪,৩১৮ জন।

ফিক্সড লাইন সার্ভিসের ক্ষেত্রেও এগিয়ে আছে Jio

দেশের ফিক্সড লাইন সার্ভিসের ক্ষেত্রেও রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল দৌড়ে এগিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। এই সেক্টরে রিলায়েন্স জিও ২০৭,১১৪ জন, এয়ারটেল ১৩০,৯০২ জন এবং কোয়াড্রেন্ট ৮,২৮৭ জন নতুন ফিক্সড লাইন গ্রাহক যুক্ত করেছে। কিন্তু পুরোনো এবং প্রভাবশালী খেলোয়াড় বিএসএনএল নভেম্বর মাসে ৭৭,৪৩৪ জন গ্রাহক হারিয়েছে।

উল্লেখ্য, দেশে ব্রডব্যান্ড গ্রাহকের সংখ্যা বেড়ে নভেম্বরে ৮০১.৬ মিলিয়নে দাঁড়িয়েছে। আর এই বিভাগেও জিও ৭৯৮.৯৫ মিলিয়ন গ্রাহকসহ নেতৃত্ব দিচ্ছে। বলে রাখি, ভারতী এয়ারটেলের ফিক্সড লাইন ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা নভেম্বরে ৪.০৮ মিলিয়নে দাঁড়িয়েছে। এদিকে বিএসএনএলের গ্রাহক সংখ্যা অক্টোবরে ৪.৭২ মিলিয়নে নেমে এসেছে। তবে সব মিলিয়ে শীর্ষ পাঁচটি সার্ভিস প্রোভাইডার নভেম্বরের শেষে মোট ব্রডব্যান্ড গ্রাহকদের দ্বারা মোট ৯৭.৬৮ শতাংশ মার্কেট শেয়ার গঠিত হয়েছে।