লঞ্চের আগে Oppp A16K ও Oppo A55 কে দেখা গেল একাধিক সার্টিফিকেশন সাইটে, জেনে নিন সম্ভাব্য ফিচার

Reno, Find সিরিজের স্মার্টফোন Oppo-র আভিজাত্যের পরিচয় বহন করে। Oppo A সিরিজের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা দেখি আমরা৷ Oppo A সিরিজের স্মার্টফোন মানেই সেগুলি বাজেট-ফোকাসড। Redmi বা Realme-র মতো এগুলি ভ্যালু-ফর মানি পারফরম্যান্স না দেওয়া সত্ত্বেও বেশ জনপ্রিয়। লেটেস্ট রিপোর্ট বলছে, Oppo তাদের A সিরিজের স্মার্টফোনে একজোড়া নতুন মডেল যোগ করতে চলেছে। লঞ্চ হতে চলা সেই দুই স্মার্টফোনের নাম Oppo A16K এবং Oppo A55।

Oppp A16K এবং Oppo A55 দেখা গেল বিভিন্ন সার্টিফিকেশন সাইটে

ওপ্পো এ১৬কে এবং ওপ্পো এ৫৫ তিনটি এজেন্সি থেকে অনুমোদন পেয়েছে – ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS), থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং এন্ড টেলিকমিউনিকেশনস কমিশন বা এনবিটিসি (NBTC), এবং ইইসি (EEC)। সার্টিফিকেশন দেখে বলা যায়, ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া, এবং ইউরোপে লঞ্চ হতে পারে ওপ্পো এ১৬কে এবং ওপ্পো এ৫৫।

Oppp A16K এবং Oppo A55 মডেল নম্বর

Oppp A16K-এর মডেল নম্বর CPH2349 এবং এবং Oppo A55-এর মডেল নম্বর CPH2325। প্রসঙ্গত, গত জানুয়ারিতে লঞ্চ হওয়া Oppo A55 5G-এর 4G ভার্সন হিসেবে Oppo A55 আসছে বলে মনে করা হচ্ছে।

Oppp A16K এবং Oppo A55 ক্যামেরা

4G নেটওয়ার্ক সাপোর্ট থাকার বিষয় ছাড়া আর কোনও তথ্য সার্টিফিকেশন সাইটগুলি থেকে পাওয়া যায়নি। তবে ক্যামেরা FV-5 এর ডেটাবেসে Oppp A16K এবং Oppo A55 লিস্টেড হয়েছে। ফলে ডিভাইসগুলির ক্যামেরা স্পেসিফিকেশনের ব্যাপারে জানা গিয়েছে।

ওপ্পো এ১৬কে এবং ওপ্পো এ৫৫ যথাক্রমে ২ মেগাপিক্সেল ও ৪ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরার সঙ্গে আসতে পারে। ওপ্পো এ৫৫ ফোনে থাকতে পারে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন