২৮ দিন নয়! Jio, Airtel, Vi ও‌ BSNL-এর এই প্ল‌্যানগুলিতে পাবেন ৩১ দিন পর্যন্ত ভ্যালিডিটি

গড়ে একটি মাস ৩০ দিনের হলেও টেলিকম সংস্থাগুলি কেন মাসিক রিচার্জে মাত্র ২৮ দিনের ভ্যালিডিটি দেয়, এই নিয়ে বহুদিন ধরেই ব্যবহারকারীদের মনে চরম অসন্তোষ ছিল। এর ফলস্বরূপ সম্প্রতি TRAI (ট্রাই)-এর নির্দেশে টেলিকম সংস্থাগুলি ৩০ ও ৩১ দিনের বৈধতাসম্পন্ন বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান মার্কেটে নিয়ে এসেছে। এই প্ল্যানগুলি একবার রিচার্জ করলেই যেহেতু সারা মাস নিশ্চিন্তে থাকা যায়, তাই ইতিমধ্যেই এগুলি ইউজারদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে।

সেক্ষেত্রে আপনি যদি হালফিলে সবচেয়ে সেরা ১ মাসের ভ্যালিডিটিযুক্ত রিচার্জ প্ল্যানের সন্ধানে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার কাজে আসবে। কারণ আজকের প্রতিবেদনে আমরা রিলায়েন্স জিও (Reliance Jio), এয়ারটেল (Airtel), ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) বা ভিআই (Vi), এবং বিএসএনএল (BSNL)-এর এমন কয়েকটি প্রিপেইড রিচার্জ প্ল্যানের বিষয়ে জানাতে চলেছি, যেগুলিতে একমাসব্যাপী ভ্যালিডিটি (৩০ কিংবা ৩১ দিনের) উপলব্ধ রয়েছে।

Reliance Jio

জিও ২৫৯ টাকার একটি রিচার্জ প্ল্যান অফার করে, যাতে গ্রাহকরা পুরো এক মাসের ভ্যালিডিটি পাবেন। অর্থাৎ ১ এপ্রিল রিচার্জ করলে পরবর্তী রিচার্জ করতে হবে ১ মে। এই প্ল্যানে দৈনিক ১.৫ জিবি করে ডেটা, যে-কোনো নেটওয়ার্কে অফুরন্ত ভয়েস কল, এবং রোজ ১০০ টি করে এসএমএসের সুবিধা পাওয়া যাবে। উপরন্তু, এক্সট্রা বেনিফিট হিসেবে ব্যবহারকারীরা JioTV, JioCinema, JioSecurity, এবং JioCloud-এর কম্প্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, ইউজাররা একসাথে এই প্ল্যানটি বেশ কয়েকবার রিচার্জ করে রাখতে পারেন। প্রতি মাসে মেয়াদ শেষ হওয়ার পর নতুন প্ল্যানটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। ফলে মাস শেষ হয়ে গেলেই আর রিচার্জের জন্য ব্যতিব্যস্ত হতে হবে না গ্রাহকদের।

Airtel

এয়ারটেল মাসিক ভ্যালিডিটিসম্পন্ন দুটি প্ল্যান চালু করেছে, যার মধ্যে একটি ২৯৬ টাকার এবং অন্যটি ৩১৯ টাকার। ২৯৬ টাকার প্ল্যানে ৩০ দিনের মেয়াদে যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, রোজ ১০০ টি করে এসএমএস, এবং মোট ২৫ জিবি ডেটা ব্যবহারের সুবিধা পাওয়া যায়। আবার, ৩১৯ টাকার প্রিপেইড প্ল্যানে পুরো একমাসের মেয়াদে অফুরন্ত ভয়েস কল, প্রতিদিন ২ জিবি করে ডেটা, এবং রোজ ১০০ টি করে এসএমএস করার সুযোগ দেওয়া হয়েছে। তদুপরি, এই দুটি প্ল্যানেই এক্সট্রা বেনিফিট হিসেবে মিলবে FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, ৩ মাসের জন্য Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস, ফ্রি Hello Tunes, এবং Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা।

Vodafone Idea

ভিআই মাসিক বৈধতাসহ দুটি প্রিপেইড প্ল্যান চালু করেছে, যেগুলির দাম ৩২৭ টাকা এবং ৩৩৭ টাকা। ৩২৭ টাকার প্ল্যানে ৩০ দিনের মেয়াদে রোজ ১০০ টি করে এসএমএস, যে-কোনো নেটওয়ার্কে অফুরন্ত ভয়েস কলিং, এবং মোট ২৫ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। আবার, ৩৩৭ টাকার প্ল্যানে ৩১ দিনের জন্য যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, রোজ ১০০ টি করে এসএমএস, এবং মোট ২৮ জিবি ডেটা ব্যবহারের সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া, এক্সট্রা বেনিফিট হিসেবে দুটি প্ল্যানেই সম্পূর্ণ বিনামূল্যে Vi Movies & TV অ্যাপ ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা।

BSNL

বিএসএনএল-এর ১৪৭ টাকার প্ল্যানে ৩০ দিনের মেয়াদে মোট ১০ জিবি ডেটা, এবং যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন ইউজাররা। আবার, সংস্থার ২৪৭ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে ৩০ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিংয়ের পাশাপাশি মোট ৫০ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। উল্লেখ্য, উপরিউক্ত দুটি প্ল্যানেই বিনামূল্যে EROS Now-এর সাবস্ক্রিপশনের সুবিধা মিলবে। সরকারি মালিকানাধীন কোম্পানিটির ঝুলিতে ২৯৯ টাকারও একটি প্ল্যান রয়েছে যার মেয়াদ ৩০ দিন। এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা, রোজ ১০০ টি এসএমএস, এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের ছাড়পত্র পাবেন ব্যবহারকারীরা।