কলিং, ডেটা সহ আরও অনেক সুবিধা, Jio, Airtel, Vi-র ২৮ দিনের প্ল্যানগুলি দেখে নিন

নিজেদের প্রিপেইড নম্বর রিচার্জের ক্ষেত্রে বহু গ্রাহকের প্রথম পছন্দ দামের নিরিখে সাশ্রয়ী সেই সমস্ত প্রিপেইড প্ল্যান যারা কম খরচে একাধিক ফায়দা প্রদানের কারণে জনপ্রিয়। একাধিক ফায়দা বলতে বর্তমানে অফুরন্ত কলিং ও ডেটা খরচের পাশাপাশি বিনামূল্যে OTT বা ওভার-দ্য-টপ কনটেন্ট অ্যাক্সেসের সুবিধাকেও বোঝানো হয়। তাই গ্রাহক আকর্ষণের স্বার্থে Jio, Airtel, Vi প্রমুখ প্রাইভেট টেলকোগুলি প্রায়শই এহেন বিভিন্ন সুবিধার সাথে বিদ্যমান আকর্ষণীয় প্রিপেইড রিচার্জ প্ল্যান বাজারে আনতে উদ্যোগী হয়। আলোচ্য প্রতিবেদনে আমরা তিন বেসরকারি টেলকোর এমনই কিছু প্ল্যান সম্পর্কে সংক্ষেপে জেনে নেবো।

একাধিক সুযোগ-সুবিধার সাথে বাজারে উপলব্ধ কয়েকটি Jio প্রিপেইড প্ল্যান

এক্ষেত্রে প্রথমেই জিও’র ৪৯৯ টাকা মূল্যে বিদ্যমান প্রিপেইড রিচার্জ বিকল্পটির কথা উল্লেখ করা চলে। এটি ২৮ দিনের বৈধতায় প্রাত্যহিক ২ জিবি ইন্টারনেট ডেটা, ১০০ এসএমএস খরচ সহ আনলিমিটেড ভয়েস কল করার ছাড়পত্র দেবে। সাথে মিলবে ১ বছরের Disney+ Hotstar এবং বেশ কিছু Jio Apps -এর ফ্রি সাবস্ক্রিপশন। সুতরাং কম খরচে একাধিক সুযোগ-সুবিধার জন্য এটি গ্রাহকদের জন্য উপযুক্ত হতে পারে।

এরপর যে জিও প্ল্যানের কথা উল্লেখ করা উচিত তার মূল্য ৬০১ টাকা। দৈনিক ডেটা চাহিদা বেশি হলে গ্রাহকেরা ২৮ দিনের এই প্ল্যান বেছে নিতে পারেন। এটি প্রতিদিন ৩ জিবি ডেটা, ১০০ এসএমএস ও অফুরন্ত ভয়েস কল করার সুবিধা জোগাবে। সাথে মিলবে ১ বছরের Disney+ Hotstar এবং একাধিক জিও অ্যাপ্লিকেশনের নিঃশুল্ক সাবস্ক্রিপশন।

এই মুহূর্তে বাজারে উপলভ্য নিম্নের Airtel প্ল্যানগুলি একাধিক সুযোগ-সুবিধা প্রদান করবে

Jio’র মতোই ৪৯৯ টাকার বিনিময়ে আগত এয়ারটেল প্রিপেইড প্ল্যান বেছে নিলে ২৮ দিনের ভ্যালিডিটিতে দৈনিক ২ জিবি ডেটা, ১০০ এসএমএস এবং অফুরন্ত ভয়েস কল করার সুবিধা পাওয়া যাবে। সাথে বাড়তি হিসেবে মিলবে Amazon Prime Video প্ল্যাটফর্মের ফ্রি ট্রায়াল উপভোগ ও Wynk Music থেকে বিনাপয়সায় গান শোনার সুযোগ। উপরন্তু এই রিচার্জ প্ল্যান Disney+ Hotstar Mobile সাবস্ক্রিপশনের সাথে উপলব্ধ।

এছাড়া দিনে সর্বাধিক ৩ জিবি ইন্টারনেট ডেটা, ১০০ এসএমএস খরচের পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিংয়ের স্বাধীনতা লাভ করতে চাইলে এয়ারটেল গ্রাহকেরা ৫৯৯ টাকার প্ল্যান রিচার্জ করতে পারেন। ২৮ দিনের ভ্যালিডিটি সহ আগত এই প্ল্যান পূর্বের মতোই Amazon Prime Video, Disney+ Hotstar এবং Wynk Music সাবস্ক্রিপশন বিনামূল্যেই প্রদান করবে।

কম খরচে একগুচ্ছ সুবিধার জন্য জনপ্রিয় নিম্নলিখিত Vi প্ল্যানগুলি

২৮ দিনের পরিষেবা মেয়াদে রোজ ২ জিবি ডেটা খরচের সুবিধা পেতে হলে Vi অর্থাৎ ভোডাফোন আইডিয়া গ্রাহকেরা ৩৫৯ টাকা মূল্যের প্রিপেইড প্ল্যান বেছে নিতে পারেন। ডেটা ছাড়াও এটি দৈনিক ১০০ এসএমএস প্রেরণ এবং আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা দেবে। তবে এই প্ল্যান কোনো ওটিটি সুবিধার সাথে উপলব্ধ নয়।

আরেকটু বেশি ডেটা খরচের দরকার হলে ভিআই গ্রাহকেরা ৬০১ টাকার প্রিপেইড প্ল্যান রিচার্জের সুযোগ পাবেন। এটি প্রত্যহ ৩ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচ সহ যে কোনো নেটওয়ার্কে অফুরন্ত ভয়েস কল করার সুবিধা প্রদান করবে। তাছাড়া এটি ১ বছরের Disney+ Hotstar সাবস্ক্রিপশন, Binge All Night, Weekend Data Roll Over এবং Data Delights সুবিধার সাথে বাজারে এসেছে।