Jio, Airtel, Vi-এর এই ২০টি প্ল্যানে রোজ মেলে ২ জিবি ডেটা সহ আনলিমিটেড কল করার সুবিধা, দেখে নিন

নিজের দৈনন্দিন ইন্টারনেট চাহিদা পূরণে বিভিন্ন টেলিকম সংস্থার গ্রাহকেরা অনেকেই ২ জিবি (GB) ডেটা সুবিধার সাথে আগত প্রিপেইড প্ল্যানের সন্ধান করে থাকেন। তাই গ্রাহকদের কথা ভেবে বেসরকারি টেলকোগুলিও উক্ত সুবিধা যুক্ত একাধিক লাভজনক রিচার্জ বিকল্প নিয়ে হাজির। এক্ষেত্রে Reliance Jio, Airtel এবং Vodafone Idea বা Vi-র মধ্যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। আজকের প্রতিবেদনে আমরা দৈনিক ২ জিবি ডেটা সুবিধার সঙ্গে উপলব্ধ এই প্রধান তিন বেসরকারি টেলকোর সমস্ত প্রিপেইড প্ল্যানগুলির কথা আলোচনা করবো।

১। Reliance Jio -র ২৪৯ টাকার প্রিপেইড প্ল্যান

দৈনিক ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস (SMS) খরচের পাশাপাশি যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। ভ্যালিডিটি ২৩ দিন।

২। Reliance Jio -র ২৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

২৮ দিনের ভ্যালিডিটি। দৈনিক ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচ করা যাবে। তাছাড়া অফুরন্ত ভয়েস কল করার সুবিধা দেবে।

৩। Reliance Jio -র ৪৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

২৮ দিনের ভ্যালিডিটি সহ উপলব্ধ। দৈনিক ২ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচ ছাড়াও আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা মিলবে। সাথে থাকবে আরো বাড়তি কিছু অফার।

৪। Reliance Jio -র ৫৩৩ টাকার প্রিপেইড প্ল্যান

৫৬ দিনের ভ্যালিডিটির সঙ্গে আগত। দিন পিছু ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের সুবিধা প্রদান করবে। তাছাড়া যে কোনও নেটওয়ার্কে অফুরন্ত ভয়েস কল করার ছাড় মিলবে। ভ্যালিডিটি ৫৬ দিন।

৫। Reliance Jio -র ৭১৯ টাকার প্রিপেইড প্ল্যান

৮৪ দিনের পরিষেবা মেয়াদ। দিন প্রতি ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের সাথে সাথে অফুরন্ত ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে।

৬। Reliance Jio -র ৭৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

৫৬ দিনের পরিষেবা মেয়াদে উপস্থিত। দৈনিক ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের সাথে আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ দেবে। সাথে থাকবে আরো বাড়তি কিছু সুবিধা।

৭। Reliance Jio -র ১,০৬৬ টাকার প্রিপেইড প্ল্যান

৮৪ দিনের ভ্যালিডিটি। দিনে ২ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচ ছাড়াও অফুরন্ত ভয়েস কল করার সুবিধা দেবে।

৮। Reliance Jio -র ২,৮৭৯ টাকার প্রিপেইড প্ল্যান

দিনে ২ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচ ছাড়াও যে কোনও নেটওয়ার্কে অফুরন্ত ভয়েস কল করার সুযোগ মিলবে। বৈধতা ৩৬৫ দিন।

৯। Reliance Jio -র ৩,১১৯ টাকার প্রিপেইড প্ল্যান

দিনে ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের ছাড় প্রদান করবে। তাছাড়া অফুরন্ত ভয়েস কল করার সুবিধা মিলবে। ভ্যালিডিটি ৩৬৫ দিন।

১০। Airtel -এর ২৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

দৈনিক ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের সাথে অফুরন্ত ভয়েস কল করার সুযোগ মিলবে। প্ল্যান ভ্যালিডিটি ২৮ দিন।

১১। Airtel -এর ৩৫৯ টাকার প্রিপেইড প্ল্যান

বাড়তি কয়েকটি সুবিধার সাথে আগত এই প্ল্যানও দিন প্রতি ২ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচ এবং অফুরন্ত ভয়েস কলিংয়ের সুবিধা প্রদান করবে।

১২। Airtel -এর ৫৪৯ টাকার প্রিপেইড প্ল্যান

৫৬ দিনের ভ্যালিডিটি সহ আগত এই প্ল্যান দিনে ২ জিবি ডেটা, ১০০ এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা পৌঁছে দেবে।

১৩। Airtel -এর ৮৩৮ টাকার প্রিপেইড প্ল্যান

৫৬ দিনের ভ্যালিডিটির সঙ্গে হাজির এই প্ল্যানের সুবিধাগুলি হলো, অফুরন্ত ভয়েস কলিং, দিন প্রতি ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের ছাড়।

১৪। Airtel -এর ৮৩৯ টাকার প্রিপেইড প্ল্যান

৮৪ দিনের ভ্যালিডিটির সঙ্গে উপস্থিত এই প্ল্যান অফুরন্ত ভয়েস কলিং সহ দিন প্রতি ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের ছাড় প্রদান করবে।

১৫। Airtel -এর ২,৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

৩৬৫ দিনের ভ্যালিডিটি প্রদান করবে। সঙ্গে মিলবে অফুরন্ত ভয়েস কলিং, দৈনিক ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের সুবিধা।

১৬। Airtel -এর ৩,৩৫৯ টাকার প্রিপেইড প্ল্যান

৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ আগত। এর সাথে অফুরন্ত ভয়েস কলিং, দৈনিক ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের সুবিধা পাওয়া যাবে।

১৭। Vi -এর ৩৫৯ টাকার প্রিপেইড প্ল্যান

দৈনিক ২ জিবি ডেটা, ১০০ এসএমএস ছাড়াও আনলিমিটেড ভয়েস কল করার স্বাধীনতা প্রদান করবে। বৈধতা ২৮ দিন।

১৮। Vi -এর ৫৩৯ টাকার প্রিপেইড প্ল্যান

ভ্যালিডিটি ৫৬ দিন। দৈনিক ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের সাথে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা দেবে।

১৯। Vi -এর ৮৩৯ টাকার প্রিপেইড প্ল্যান

৮৪ দিনের ভ্যালিডিটি সহ আগত। দিন পিছু ২ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচ এবং যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার ছাড়পত্র মিলবে।