ফোনেই দেখুন সিনেমা, Jio, Airtel, Vi দিচ্ছে কল, ডেটা সহ OTT বেনিফিট

বছর শেষ হওয়ার আগে নিজেদের প্রিপেইড প্ল্যানের খরচ বৃদ্ধি করে, ভারতের প্রাইভেট টেলিকম কোম্পানিগুলি যে প্রায় সমস্ত গ্রাহকের মনে অস্বস্তির উদ্রেক করেছে – সে কথা আমাদের সকলেরই জানা। তবে এই পদক্ষেপের পরও সংস্থাগুলি এখনও নির্দিষ্ট প্ল্যানে একইরকম স্ট্রিমিং বেনিফিট প্রদান করে চলেছে। Jio (জিও), Airtel (এয়ারটেল) বা Vi (ভোডাফোন আইডিয়া)-র মত টেলকোগুলি নির্বাচিত প্ল্যানে আগের মতোই ওটিটি স্ট্রিমিংয়ের সুবিধা দিচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি হালফিলে এই ধরণের কোনো প্ল্যানের সন্ধান করে থাকেন, তাহলে আজ আমরা হাজির করব উক্ত তিনটি সংস্থার কিছু সেরা রিচার্জ অপশন। এই প্ল্যানগুলি রিচার্জ করলে গ্রাহকরা অ্যাডিশনাল ওটিটি বেনিফিটের পাশাপাশি আরও কল, ডেটা, এসএমএস পাবেন।

Reliance Jio এনেছে OTT বেনিফিট সহ এই প্রিপেইড প্ল্যানগুলি

১. Jio-র ৬০১ টাকার প্ল্যান: জিওর ৬০১ টাকার প্ল্যানে ২৮ দিনের বৈধতা পাওয়া যায়। সাথে থাকে প্রতিদিন ৩ জিবি ডেটা, অতিরিক্ত ৬ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা। এক্ষেত্রে প্ল্যানটি রিচার্জ করলে নির্দিষ্ট জিও অ্যাপের সাবস্ক্রিপশন তো মিলবেই, পাশাপাশি পাওয়া যাবে Disney+Hotstar এক বছর বিনামূল্যে দেখার সুযোগ।

২. Jio-র ৭৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে রোজ ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, দৈনিক ১০০টি করে এসএমএস এবং ৫৬ দিনের ভ্যালিডিটি উপলব্ধ। অতিরিক্ত সুবিধার কথা বললে, এটিও জিও অ্যাপ এবং Disney+Hotstar সাবস্ক্রিপশন অফার করবে।

Vi এনেছে OTT বেনিফিট সহ এই প্রিপেইড প্ল্যানগুলি

১. Vi-এর ৫০১ টাকার প্রিপেড প্ল্যান: এতে ২৮ দিনের বৈধতায় দৈনিক ৩ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, রোজ ১০০টি এসএমএস দেওয়া হয়। সাথে থাকে Disney+Hotstar এর ১ বছরের অ্যাক্সেস এবং বিঞ্জ অল নাইট ডেটা, উইকেন্ড ডেটা রোলওভার, Vi Movies & TV-এর সাবস্ক্রিপশনের মত সুবিধা।

২. Vi-এর ৯০১ টাকার প্রিপেড প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি ডেটা দেওয়া, আনলিমিটেড কলিং, ২৮ দিনের বৈধতা, রোজ ১০০টি এসএমএস ইত্যাদি সুবিধা পাবেন। সাথে থাকবে Disney+Hotstar এর অ্যাক্সেস, বিঞ্জ অল নাইট ডেটা, উইকেন্ড ডেটা রোলওভার এবং Vi Movies & TV-র অ্যাক্সেস।

Airtel এনেছে OTT বেনিফিট সহ এই প্রিপেইড প্ল্যানগুলি

১. Airtel-এর ৫৯৯ টাকার প্রিপেড প্ল্যান: ভারতী এয়ারটেল এই প্ল্যানে ২৮ দিনের জন্য ৩ জিবি ডেইলি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস অফার করে। অন্যান্য সুবিধা বলতে এতে মেলে Disney+Hotstar Mobile-এর ফ্রি সাবস্ক্রিপশন, Amazon Prime Video Mobile Edition-এর অ্যাক্সেস, অ্যাপোলো ২৪/৭ সার্কেল, শ একাডেমি, FASTag ক্যাশব্যাক, হ্যালো টিউনস এবং ফ্রি উইঙ্ক মিউজিক শোনার সুবিধা।

২. Airtel-এর ৮৩৮ টাকার প্রিপেইড প্ল্যান: এই প্ল্যানটির বৈধতা ৫৬ দিনের। এতে ক্রেতারা প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং রোজ ১০০টি মেসেজের সুবিধা পাবেন। এর সাথে থাকবে Disney+Hotstar সাবস্ক্রিপশন, Amazon Prime Mobile Edition-এর সাবস্ক্রিপশন ইত্যাদি নানাবিধ অতিরিক্ত বেনিফিট।