সামনে থেকে মার্সিডিজ, পিছনে দেখলে অডি, বিরাট চমক নিয়ে লঞ্চ হবে Tata-র নতুন গাড়ি

টাটা মোটরস (Tata Motors) দীর্ঘ দিন ধরে তাদের দুই এসইউভি (SUV) গাড়ি আনার প্রস্তুতি চালাচ্ছিল। এগুলি হল – Tata Harrier ও Safari। এবারে শেষমেশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টিজার প্রকাশ করে মডেল দুটির বুকিং চালু হওয়ার দিনক্ষণ ঘোষণা করল তারা। যা শুরু হচ্ছে ৬ অক্টোবর অর্থাৎ আগামীকাল থেকে। আবার আগামী সপ্তাহে দেশের বাজারে গাড়ি দুটি লঞ্চ করতে পারে বলে বিভিন্ন মহলে জল্পনা শোনা যাচ্ছে। আকর্ষণের মূল বিষয়, গাড়ি দুটিতে থাকছে Audi, Mercedes-Benz-এর মতো নামিদামি সংস্থার ফিচার।

Tata Harrier ও Safari-র বুকিং কাল থেকে আরম্ভ হচ্ছে

প্রথম টিজারে Tata Safari-র সম্মুখের ডিজাইন দেখানো হয়েছে। এতে Tata Nexon EV facelift-এর মতো এন্ড-টু-এন্ড এলইডি ডিআরএল-এর দেখা মিলেছে। জানিয়ে রাখি, গাড়ির সামনে প্রস্থ বরাবর বিস্তৃত এমন এলইডি ডিআরএল-এর আগমন ঘটেছিল Mercedes-Benz-এর গাড়ি EQS-এর হাত ধরে। যা বর্তমানে একাধিক সংস্থা অনুসরণ করছে।

আরেকটি টিজারে নতুন সাফারি’র পিছনের অংশের কারিকুরির সাথে পরিচয় করিয়েছে টাটা। যেখানে রয়েছে একটি নতুন কানেক্টেড এলইডি টেল লাইট সেটআপ, যা Audi Q8 লাক্সারি এসইউভি-কে অনুসরণ করে দেওয়া হয়েছে। টেলগেটের মাঝামাঝি অংশের নিচের দিকে সাফারি ব্যাজিং উপস্থিত। আবার রিয়ার বাম্পারে দেওয়া হয়েছে একটি ফক্স স্কিড প্লেট।

Harrier ও Safari-র পাওয়ারট্রেনে তেমন কোনও পরিবর্তন থাকছে না। আগের মতোই একটি ২.০ লিটার, ফোর-সিলিন্ডার ডিজেল ইঞ্জিনে ছুটবে গাড়িটি। যা থেকে সর্বোচ্চ ১৬৮ এইচপি শক্তি ও ৩৫০ এনএম টর্ক উৎপন্ন হবে। গাড়ি দুটি ৬-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক বিকল্পে বেছে নেওয়া যাবে।