রোজ ২ জিবি পর্যন্ত ডেটা ও আনলিমিটেড কল, Jio, Airtel, Vi-এর হাজার টাকার কমের প্ল্যান দেখে নিন

এই মুহূর্তে ভারতে টেলিকম পরিষেবা সরবরাহকারী প্রধান তিন সংস্থা Reliance Jio, Airtel এবং Vi সর্বদাই নিজেদের মধ্যে বাজার দখলের প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে নতুন নতুন অফার লঞ্চ করে এই সংস্থাত্রয়ী ক্রমাগত আরো বেশি উপভোক্তাকে নিজস্ব পরিষেবার অধীনে টেনে আনতে সচেষ্ট। আর সেজন্য নির্বাচিত রিচার্জ প্ল্যানের সাথে তারা ভয়েস কলিং ও এসএমএস সুবিধা ছাড়াও আকর্ষণীয় ডেটা অফার, জনপ্রিয় ওটিটি (OTT) কনটেন্ট উপভোগের ছাড়পত্র, বিভিন্ন অ্যাপের ফ্রি অ্যাক্সেস জাতীয় একাধিক ফায়দা প্রদান করে থাকে। ফলে এই ধরনের প্ল্যান রিচার্জ করলে গ্রাহকেরও বেশ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজকের প্রতিবেদনে আমরা ১,০০০ টাকার নীচে উপলব্ধ Jio, Airtel এবং Vi -এর সবথেকে চাহিদাপূর্ণ এবং লাভজনক প্রিপেইড অফারগুলি সম্পর্কে আলোচনা করবো। এক্ষেত্রে উপরের টেলকোত্রয়ীর মধ্যে কারা গ্রাহকদের সর্বাধিক সুযোগ-সুবিধা প্রদান করে থাকে, সেটাও আমরা দেখে নেবো।

১,০০০ টাকার কম মূল্যে আগত Reliance Jio প্রিপেইড প্ল্যান

১,০০০ টাকার মধ্যে জিও গ্রাহকেরা ৪৭৯ টাকার প্রিপেইড প্ল্যান বেছে নিতে পারেন। এটি ৫৬ দিনের ভ্যালিডিটি প্রদান করবে। এই রিচার্জ প্ল্যান বেছে নিলে দৈনিক ১.৫ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচের সাথে অানলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ প্ল্যানটি রিচার্জ করলে জিও উপভোক্তারা মোট ৮৪ জিবি ডেটা খরচের সুযোগ পাবেন।

এছাড়া জিও ব্যবহারকারীরা ৭১৯ টাকার প্রিপেইড প্ল্যান বেছে নিতে পারেন। এটি প্রতিদিন ২ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচ এবং অফুরন্ত ভয়েস কল করার সুবিধা প্রদান করবে। ৮৪ দিনের পরিষেবা মেয়াদে আগত এই প্ল্যান রিচার্জ করলে মোট ১৬৮ জিবি ডেটা খরচের ফায়দা ওঠানো যাবে।

১,০০০ টাকার কম মূল্যে আগত Airtel প্রিপেইড প্ল্যান

এক্ষেত্রে শুরুতেই ৭১৯ টাকার এয়ারটেল প্রিপেইড প্ল্যানের কথা বলতে হয়। এটি গ্রাহকদের দৈনিক ১.৫ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচের পাশাপাশি অফুরন্ত ভয়েস কলিং এবং পুরো এক মাসের ফ্রি Amazon Prime Video ট্রায়াল প্যাক উপভোগের ছাড়পত্র দেবে। ৭১৯ টাকার এয়ারটেল প্রিপেইড প্ল্যান মোট ৮৪ দিনের বৈধতা সহ আগত।

এছাড়া জনপ্রিয় ৮৩৯ টাকার প্রিপেইড প্ল্যান এয়ারটেল ব্যবহারকারীদের জন্য খুবই লাভজনক হতে পারে। এটি রোজ সর্বোচ্চ ২ জিবি ডেটা খরচ এবং ১০০ এসএমএস প্রেরণের অনুমতি দেবে। উপরন্তু এই প্ল্যান রিচার্জ করলে অফুরন্ত ভয়েস কলিং সুবিধার পাশাপাশি গ্রাহকেরা এক মাসের Amazon Prime Video সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন। প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।

১,০০০ টাকার কম মূল্যে আগত Vodafone Idea বা Vi প্রিপেইড প্ল্যান

১,০০০ টাকার কম মূল্যে যথাক্রমে ৫৩৯ এবং ৬৯৯ টাকার প্রিপেইড প্ল্যান Vi গ্রাহকদের জন্য সবচেয়ে উপযুক্ত হতে পারে। উভয় প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন। প্রথমের অর্থাৎ ৫৩৯ টাকার প্ল্যানটি বেছে নিলে Vi ইউজারেরা প্রত্যহ ২ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচ ছাড়াও যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ পাবেন। অন্যদিকে ৬৯৯ টাকার প্ল্যান Vi ব্যবহারকারীদের রোজ ৩ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচ সহ অফুরন্ত ভয়েস কলিং বেনিফিট প্রদান করবে। তাছাড়া বাড়তি হিসেবে আলোচ্য প্ল্যানদুটি উইকেন্ড ডেটা রোলওভার, বিঞ্জ অলনাইট এবং ডেটা ডিলাইটস অফারের সঙ্গে উপলব্ধ।