বিনামূল্যে ইন্টারনেট ডেটা, Jio, Airtel, Vi-এর এই প্ল্যানগুলি রিচার্জ করছেন তো?

গত বছরের শেষের দিকে দেশের সুপরিচিত তিনটি প্রাইভেট নেটওয়ার্ক কোম্পানি Reliance Jio (রিলায়েন্স জিও), Vodafone Idea বা Vi (ভোডাফোন আইডিয়া বা ভিআই) এবং Bharti Airtel (ভারতী এয়ারটেল) তাদের প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলির দাম ২০% থেকে ২৫% পর্যন্ত বাড়িয়ে যে প্রায় সমস্ত গ্রাহকের মনে অস্বস্তির তথা অসন্তোষের উদ্রেক করেছে, সেকথা আমাদের সকলেরই জানা। তাই গ্রাহকদের খুশি করতে এখন সংস্থাগুলি তাদের বেশ কিছু প্রিপেইড প্ল্যানের সাথে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই অ্যাডিশনাল ডেটা অফার করছে। এই প্ল্যানগুলির মধ্যে কিছু অ্যাপ-এক্সক্লুসিভ এবং কয়েকটি টেলিকম কোম্পানিগুলির ওয়েবসাইটের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে। তাহলে চলুন, বিভিন্ন টেলিকম কোম্পানিগুলির অফার করা এই অ্যাডিশনাল ডেটা প্ল্যানগুলির সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

প্রথমে ভোডাফোন আইডিয়ার কথায় আসা যাক। ট্যারিফ বৃদ্ধি হওয়ার সাথে সাথে সংস্থাটি তার ডাবল ডেটা বেনিফিট বন্ধ করেছে। ফলে আগে এই অফারের সুবাদে ব্যবহারকারীরা যেসব প্ল্যানে প্রতিদিন ৪ জিবি পর্যন্ত ডেটা পেতেন, এখন তারা ২ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এই অফারটির খামতি মেটাতে তথা ইউজারদের খুশি করতে কোম্পানিটি প্রিপেইড গ্রাহকদের জন্য একটি ‘ডেটা ডিলাইটস’ অফার চালু করে। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই কিছু প্রিপেইড প্ল্যানে ২ জিবি ব্যাকআপ ডেটা পেয়ে যাবেন। ২৯৯ টাকা, ৩৫৯ টাকা, ৩৯৯ টাকা, ৪০৯ টাকা, ৪৭৫ টাকা, ৪৭৯ টাকা, ৫০১ টাকা, ৫৩৯ টাকা, ৫৯৯ টাকা, ৬৬৬ টাকা, ৭০১ টাকা, ৭১৯ টাকা, ৮৩৯ টাকা, ৯০১ টাকা, ১,৪৯৯ টাকা, ২,৮৯৯ টাকা এবং ৩,০৯৯ টাকা মূল্যের প্রিপেইড প্ল্যানে ‘ডেটা ডিলাইটস’ অফার প্রযোজ্য।

এয়ারটেলও তাদের Airtel Thanks অ্যাপের মাধ্যমে রিচার্জ করা বেশ কিছু প্ল্যানের ক্ষেত্রে অতিরিক্ত ডেটা অফার করেছে। এয়ারটেলের ৩৫৯ টাকার প্রিপেইড প্ল্যানটিকে একটি বেসিক প্রিপেইড প্ল্যান হিসেবে বিবেচনা করা যেতে পারে, যেখানে প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড কল এবং দৈনিক ১০০ টি এসএমএস-এর সুবিধা পাওয়া যায়। পাশাপাশি এই প্ল্যানে অতিরিক্ত ২ জিবি ডেটাও দেওয়া হয়েছে। আবার Airtel Thanks অ্যাপের মাধ্যমে এখন ডিসকাউন্টে ৩০৯ টাকায় এই প্ল্যানটি রিচার্জ করা যাবে। এছাড়া, সংস্থাটি তার ৪৭৯ টাকার প্রিপেইড প্ল্যানের সাথে ৪ জিবি ডেটা কুপন দিচ্ছে। এই প্ল্যানে ৫৬ দিনের মেয়াদে ১.৫ জিবি দৈনিক ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি এসএমএস সহ Prime Video Mobile Edition-এর অ্যাক্সেস মিলবে।

আবার, এয়ারটেলের ৫৪৯ টাকার প্রিপেইড প্ল্যানটিতে ৫৬ দিনের মেয়াদে দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কল, রোজ ১০০ টি এসএমএস সহ অতিরিক্ত কোনো খরচ ছাড়াই ৪ জিবি ডেটা কুপন পাওয়া যায়। কোম্পানির ৬৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে ৫৬ দিনের জন্য Amazon Prime মেম্বারশিপের অ্যাক্সেসের পাশাপাশি প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং রোজ ১০০ টি এসএমএস করার সুযোগ দেওয়া হয়েছে। এই প্ল্যানের এক্সট্রা বেনিফিটগুলির মধ্যে রয়েছে Apollo 24/7 circle, ফ্রি অনলাইন কোর্স, Fastag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, free hello tunes এবং Wynk music-এর সাবস্ক্রিপশন। এই প্রিপেইড প্ল্যানটি মারফত ৪ জিবি ডেটা কুপনেরও অ্যাক্সেস পাওয়া যায়।

সবশেষে আসা যাক জিও-র কথায়। জিও-র ৬০১ টাকার প্ল্যানটিতে ২৮ দিনের জন্য ৩ জিবি দৈনিক ডেটা সহ অতিরিক্ত ৬ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং রোজ ১০০ টি এসএমএস-এর সুবিধা পাওয়া যায়। সেইসাথে এক্সট্রা বেনিফিট হিসেবে এক বছরের জন্য Disney+ Hotstar mobile-এর ফ্রি সাবস্ক্রিপশন এবং Jio অ্যাপগুলি অ্যাক্সেসের সুবিধা দেওয়া হয়েছে। জিও-র ১০৬৬ টাকা এবং ৩১১৯ টাকার প্ল্যানেও অতিরিক্ত ডেটা ব্যবহারের সুযোগ মিলবে। ১,০৬৬ টাকার প্ল্যানে ৮৪ দিনের মেয়াদে অতিরিক্ত ৫ জিবি এবং ৩,১১৯ টাকার প্ল্যানে ৩৬৫ দিনের জন্য অতিরিক্ত ১০ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। সেইসাথে এই প্ল্যান দুটিতে দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০ টি এসএমএস-এর সুবিধা সহ Disney+ Hotstar mobile-এর এক বছরের ফ্রি সাবস্ক্রিপশন এবং Jio অ্যাপগুলি অ্যাক্সেসের সুবিধা উপলব্ধ।