Jio, Airtel, Vi-র ৩০০ টাকার কমে সেরা আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান দেখে নিন

করোনা মহামারী পরিস্থিতি আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে এলেও, প্রচুর কর্মজীবী মানুষ এখনো বাড়ি বসেই কাজ করছেন। আবার শিক্ষার্থীরাও (বিশেষ করে স্কুল পড়ুয়ারা) একইভাবে অনলাইন পঠন পাঠন চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে প্রতিদিনের জন্য ইন্টারনেট বা ডেটার চাহিদা একইরকম রয়েছে। সেক্ষেত্রে অনলাইনে কাজ, পড়াশোনা করা বা নেটপাড়ায় সময় কাটানোর জন্য যদি আপনারও রোজ বেশি ডেটা প্রয়োজন হয় এবং রিচার্জ করার জন্য আপনার বাজেট হয় সর্বোচ্চ ৩০০ টাকা, তাহলে আজ আমরা এমন কয়েকটি প্রিপেইড প্ল্যানের কথা বলব যাদের সম্পর্কে বিস্তারিত জানার পর আপনার জন্য রিচার্জ অপশন বেছে নেওয়া সহজ হয়ে যাবে।

৩০০ টাকার কমে Reliance Jio এই প্ল্যানগুলি অফার করে

১. Reliance Jio-র ২৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানটি ২৮ দিনের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০টি এসএমএস সরবরাহ করে। এর সাথে মেলে কিছু জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন এবং ২০% জিওমার্ট (JioMart) ক্যাশব্যাক।

২. Reliance Jio-র ২৩৯ টাকার প্ল্যান: এই রিচার্জ প্ল্যানটি ২৮ দিনের জন্য দৈনিক ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএস এবং জিও অ্যাপগুলির ফ্রি মেম্বারশিপ অফার করে।

৩. Reliance Jio-র ১৯৯ টাকার প্ল্যান: জিও-র ১৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে ২৩ দিনের বৈধতায় ১.৫ জিবি করে ডেইলি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, রোজ ১০০টি এসএমএস এবং জিও অ্যাপগুলি ফ্রি-তে ব্যবহার করা যাবে৷

৩০০ টাকার কমে Airtel এই প্ল্যানগুলি অফার করে

১. Airtel-এর ২৯৯ টাকার প্ল্যান: ৩০০ টাকার কম দামি এয়ারটেলের এই প্ল্যানে দৈনিক ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস পাওয়া যায়। আবার ২৮ দিনের বৈধতাযুক্ত প্ল্যানটি অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশনের ৩০ দিনের ফ্রি সাবস্ক্রিপশন, FasTag রিচার্জে ১০০ টাকা ক্যাশব্যাক, বিনামূল্যে উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশন এবং বিনামূল্যে শ অ্যাকাডেমির সাবস্ক্রিপশন অফার করে।

২. Airtel-এর ২০৯ টাকার প্ল্যান: এয়ারটেলের ২০৯ টাকার প্ল্যান ২১ দিনের জন্য দৈনিক ১ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও রোজ ১০০টি এসএমএস অফার করে। অতিরিক্ত বেনিফিট হিসেবে পাওয়া যায় অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন এবং উইঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশন।

৩. Airtel-এর ১৫৫ টাকার প্ল্যান: ১৫০ টাকার কাছাকাছি দামী এই প্ল্যানটি ২৪ দিনের জন্য দৈনিক ১ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০টি করে এসএমএস সরবরাহ করে। এতে মেলে উইঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশন।

৩০০ টাকার কমে Vi এই প্ল্যানগুলি অফার করে

১. Vi-এর ২৯৯ টাকা প্ল্যান: এই প্ল্যানটি ২৮ দিনের জন্য দৈনিক ১.৫ জিবি ডেটা, অফুরন্ত ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএস এবং ২ জিবি পর্যন্ত ব্যাকআপ ডেটা অফার করে। এছাড়া এতে সপ্তাহান্তে ডেটা রোল ওভার সুবিধা এবং Vi Movies & TV-র সাবস্ক্রিপশন বিনামূল্যে অফার করে৷

২. Vi-এর ১৯৯ টাকা প্ল্যান: ভোডাফোন আইডিয়া তাদের এই প্ল্যানে দৈনিক ১ জিবি ডেটা অফার করে। এছাড়া মেলে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএস এবং Vi Movies & TV-র ফ্রি সাবস্ক্রিপশন।