দৈনিক ডেটা শেষ হলেও চিন্তা নেই, Jio, Vi, এবং Airtel-এর ডেটা ভাউচার প্যাকগুলি দেখে নিন

বর্তমান যুগে আমরা সবাই ইন্টারনেটের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছি, আর তাই রিচার্জ করার সময় কোন প্ল্যানে কতটা দৈনিক ডেটা পাওয়া যাচ্ছে, সেটাই এখন আমাদের কাছে মুখ্য বিচার্য বিষয় হয়ে উঠেছে। বিশেষত করোনা মহামারীর পর থেকে ওয়ার্ক ফ্রম হোমের জন্য বা অবসর সময় কাটাতে OTT প্ল্যাটফর্ম অ্যাক্সেস করতে বা নেটপাড়ায় অবাধ বিচরণের জন্য দিনে এখন প্রচুর পরিমাণ ডেটার প্রয়োজন হয়। ফলে কয়েক বছর আগে যারা মাসে ১ জিবি ডেটা শেষ করতে পারতেন না, তাদের এখন দৈনিক ২ জিবি বা ৩ জিবি ডেটাও কম পড়ে যাচ্ছে।

আর দিনের মাঝপথে দৈনিক বরাদ্দ ডেটা শেষ হয়ে গেলে বাকি দিনটা কীভাবে চলবে, সেই নিয়ে ইউজারদের বেশ সমস্যায় পড়ে যেতে হয়। কিন্তু এই সমস্যার সমাধান করার জন্যই টেলিকম কোম্পানিগুলি একাধিক ডেটা ভাউচার নিয়ে মার্কেটে হাজির হয়েছে। আজ এই প্রতিবেদনে দেশের শীর্ষস্থানীয় তিনটি প্রাইভেট নেটওয়ার্ক কোম্পানি রিলায়েন্স জিও (Reliance Jio), ভোডাফোন আইডিয়া বা ভিআই (Vodafone Idea বা Vi) এবং এয়ারটেল (Airtel)-এর ৪জি ডেটা ভাউচারগুলি নিয়ে কথা বলবো।

জিও, এয়ারটেল, ভিআই ডেটা ভাউচার প্যাক (Jio, Airtel, Vi Data Voucher Pack)

Jio-র ৪জি ডেটা ভাউচার

রিলায়েন্স জিও দুই ধরনের অ্যাডিশনাল ডেটা প্যাক সরবরাহ করে। প্রথমটির নাম ৪জি ডেটা ভাউচার, এবং এটির মেয়াদ ইউজারদের আনলিমিটেড প্ল্যানের সমান হয়। জিও ১৫ টাকা, ২৫ টাকা, ৬১ টাকা এবং ১২১ টাকা দামের চারটি ৪জি ডেটা ভাউচার অফার করে, যেগুলিতে যথাক্রমে ১ জিবি, ২ জিবি, ৬ জিবি এবং ১২ জিবি ৪জি ডেটা ব্যবহারের সুযোগ রয়েছে।

এর পাশাপাশি, জিও ‘ওয়ার্ক ফ্রম হোম’ প্যাকও অফার করে যাতে ৩০ দিনের মেয়াদে অ্যাডিশনাল ডেটা পাওয়া যায়। ব্যবহারকারীরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ১৮১ টাকা দামের ‘ওয়ার্ক ফ্রম হোম’ প্যাক কিনতে পারবেন, যা ৩০ জিবি ডেটা প্রদান করে। এছাড়া, ২৪১ টাকায় ৪০ জিবি এবং সবশেষে ৩০১ টাকায় ৫০ জিবি ৪জি অ্যাডিশনাল ডেটা পাওয়া যায়।

Vodafone Idea-র ডেটা প্যাক

ভোডাফোন আইডিয়া বা ভিআই ইউজারদের সুবিধার্থে বিভিন্ন রেঞ্জের ডেটা প্যাক মার্কেটে নিয়ে হাজির হয়েছে। ভিআই-এর সবচেয়ে সস্তা ডেটা ভাউচারটির দাম ১৯ টাকা, যা ২৪ ঘন্টার মেয়াদে ১ জিবি ডেটা সরবরাহ করে। এছাড়া কোম্পানির ৪৮ টাকা দামের ডেটা প্যাকটিতে ২১ দিনের জন্য ২ জিবি ডেটা পাওয়া যায়। আবার, ব্যবহারকারীরা মাত্র ৫৮ টাকায় ২৮ দিনের জন্য মোট ৩ জিবি অ্যাডিশনাল ডেটা পেতে পারেন।

এছাড়া, সংস্থাটি ইউজারদের ৯৮ টাকায় ২১ দিনের জন্য মোট ৯ জিবি ডেটা এবং ১১৮ টাকায় ২৮ দিনের মেয়াদে ১২ জিবি ডেটা অফার করে। এর পাশাপাশি, ভিআই-এর দুটি ওয়ার্ক ফ্রম হোম প্ল্যানও রয়েছে যেগুলিতে অনেক বেশি ডেটা পাওয়া যায়। ২৯৮ টাকার বিনিময়ে ব্যবহারকারীরা ২৮ দিনের জন্য মোট ৫০ জিবি ডেটা পেতে পারেন। আবার, ইউজাররা ৫৬ দিনের মেয়াদে ৪১৮ টাকায় মোট ১০০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন।

Airtel-এর অ্যাডিশনাল ডেটা প্যাক

এয়ারটেলের ডেটা প্যাকগুলির মেয়াদ ইউজারদের রিচার্জ করা বিদ্যমান প্ল্যানের সমান হয়। পাশাপাশি কয়েকটি ডেটা ভাউচারে বেশ কিছু এক্সট্রা বেনিফিটও পাওয়া যায়। সংস্থার ৫৮ টাকার প্ল্যানটি ৩ জিবি ডেটা সরবরাহ করে। আবার, ৯৮ টাকার প্ল্যানে ৫ জিবি ডেটা ও Wynk Music Premium-এর অ্যাক্সেস পাওয়া যায়। অন্যদিকে, এয়ারটেলের ১১৮ টাকার ডেটা প্যাকটি ১২ জিবি ডেটা প্রদান করে।

এছাড়া, এয়ারটেলের ১০৮ টাকার প্ল্যানে মোট ৬ জিবি ডেটা এবং সেইসাথে Amazon Prime Video mobile edition-এর ফ্রি ট্রায়ালের অ্যাক্সেস পাওয়া যায়। আবার, ১৪৮ টাকায় ব্যবহারকারীরা ১৫ জিবি ৪জি ডেটা সহ Xstream Mobile প্যাকের এক্সট্রা বেনিফিট পেয়ে যাবেন। এয়ারটেলের ৩০১ টাকার প্ল্যানে Wynk Music Premium-এর অতিরিক্ত সুবিধা সহ ৫০ জিবি ৪জি ডেটার অ্যাক্সেস পাওয়া যায়।