৩৯৫ টাকা থেকে শুরু, ৮৪ দিন পর্যন্ত বৈধতা সহ Jio, Airtel, Vi-এর এই আনলিমিটেড রিচার্জ প্ল্যানগুলি দেখে নিন

দেশীয় প্রাইভেট টেলিকম অপারেটরগুলি অর্থাৎ Jio (জিও), Airtel (এয়ারটেল) বা Vi (ভোডাফোন আইডিয়া)-র মত কোম্পানিগুলি এমনিতে গ্রাহকদের বিস্তৃত প্রিপেইড প্ল্যান রেঞ্জ অফার করে। কিন্তু গত মাসে টেলকোগুলি তাদের প্রিপেইড প্ল্যান সংশোধন করে ট্যারিফ শুল্ক বৃদ্ধি করায় অনেক প্ল্যানের সুবিধা কমেছে। আবার এসেছে নতুন কিছু প্ল্যানও। সেক্ষেত্রে যদি কেউ এই মুহূর্তে ঘন ঘন অর্থাৎ প্রতি মাসে রিচার্জ করতে না চান, তাহলে আজ আমরা আপনাকে উল্লিখিত তিনটি সংস্থার এমন কিছু প্ল্যানের কথা বলব যা ৭০ থেকে ৮৪ দিনের বৈধতায় কলিং ও ডেটা সুবিধা অফার করবে। আর এই ধরণের প্ল্যানগুলির দাম থাকবে ৭০০ টাকার নিচে।

৭০০ টাকার নিচে রয়েছে এই Jio প্ল্যান

এই মুহূর্তে ৭০০ টাকার কম দামে রিলায়েন্স জিও ৮৪ দিনের দুটি প্রিপেইড প্ল্যান সরবরাহ করে, যার একটির দাম ৩৯৫ টাকা ও আরেকটির দাম ৬৬৬ টাকা। প্রথম প্ল‌্যানে মোট ৬ জিবি এবং দ্বিতীয় প্ল্যানে রোজ ১.৫ জিবি ডেটা মেলে। এছাড়া দুটি প্ল্যানেই আনলিমিটেড ভয়েস কলিং এবং এসএমএস বেনিফিট পাওয়া যাবে। সাথে থাকে জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

৭০০ টাকার কমে পাবেন এই Airtel প্ল্যানগুলি

এয়ারটেল গ্রাহকরা ৭০০ টাকা কম দামে যদি রিচার্জ করতে চান এবং তাদের প্রয়োজন থাকে দু মাসের বেশি বৈধতা, তবে তারা এই মুহূর্তে দুটি বিকল্প বেছে নিতে পারবেন।

১. Airtel-এর ৬৬৬ টাকার প্রিপেইড প্ল্যান: ৭৭ দিনের বৈধতা সরবরাহকারী এই প্ল্যানটি ১.৫ জিবি করে ডেটা/দিন, আনলিমিটেড কল এবং রোজ ১০০টি এসএমএস অফার করে। সাথে থাকে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশন এবং অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন বিনামূল্যে ব্যবহার করার সুবিধা।

২. Airtel-এর ৪৫৫ টাকার প্রিপেইড প্ল্যান: এই প্ল্যানটি ৮৪ দিনের ভ্যালিডিটিসহ আনলিমিটেড কল, ৯০০টি মেসেজ এবং মোট ৬ জিবি ডেটা ব্যবহার করতে দেয়। অতিরিক্ত সুবিধা বলতে, ইউজাররা এটি রিচার্জ করে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশন এবং অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

৭০০ টাকার কমে পাবেন এই Vi প্ল্যানগুলি

ভোডাফোন আইডিয়ার বেশিরভাগ প্রিপেইড প্ল্যানের মূল্য এয়ারটেলের সমতুল্য। সেক্ষেত্রে গ্রাহকরা ৭০ দিন থেকে ৮৪ দিনের বৈধতা পেতে হলে তিনটি রিচার্জ বিকল্প বেছে নিতে পারেন। আর এই প্ল্যানগুলিতে উইকএন্ড ডেটা রোলওভার, ২ জিবি অতিরিক্ত ডেটা ব্যাকআপ এবং সংস্থার নিজস্ব বিনোদন প্ল্যাটফর্মের (Vi Movies & TV) ফ্রি অ্যাক্সেস মিলবে।

১. ৫৯৯ টাকার Vi প্ল্যান: এটি রোজ ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি এসএমএস ব্যবহার করতে দেয়। এর বৈধতা ৭০ দিন।

২. ৬৬৬ টাকার Vi প্ল্যান: এতে গ্রাহকরা ৭৭ দিনের ভ্যালিডিটি পাবেন। সাথে থাকবে ১.৫ জিবি/দিন ডেটা, দৈনিক ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা।

৩. ৪৫৯ টাকার Vi প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা ৮৪ দিনের বৈধতায় ৬ জিবি ডেটার সুবিধা, ১,০০০টি এসএমএস এবং ভয়েস কল ব্যবহার করতে পারবেন৷