বারবার রিচার্জের ঝক্কি এড়ান, Jio, Airtel, Vi-এর বার্ষিক প্ল্যান দিচ্ছে সাশ্রয়ী মূল্যে বেশি সুবিধা

এমনিতে ভারতের টেলিকম অপারেটররা গ্রাহকদের প্রয়োজনের ভিত্তিতে বিভিন্ন প্রিপেইড প্ল্যান সরবরাহ করে। এর মধ্যে কোনো প্ল্যান সস্তা, কোনো প্ল্যানের দাম বেশি, আবার কোনো প্ল্যান রিচার্জ করলে প্রায় এক থেকে তিনমাস ভ্যালিডিটি পাওয়া যায়, এছাড়া কোনোটায় মেলে এক বছরের কাছাকাছি বৈধতা। শেষের বিকল্পটি তারাই বেছে নেন যারা বারবার রিচার্জের ঝামেলা এড়িয়ে যেতে চান। আবার এই সব প্ল্যান তুলনামূলকভাবে সাশ্রয়ীও হয়। আপনিও যদি কোনো দীর্ঘমেয়াদি বা বার্ষিকী প্ল্যান খুঁজে থাকেন এবং Reliance Jio (রিলায়েন্স জিও), Vodafone Idea (ভোডাফোন আইডিয়া) এবং Bharti Airtel (ভারতী এয়ারটেল)-এর গ্রাহক হন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। কারণ এখানে আমরা সংস্থাগুলির কয়েকটি বার্ষিক প্রিপেইড প্ল্যান সম্পর্কে কথা বলবো।

Reliance Jio-এর বার্ষিক প্ল্যান

ভারতের শীর্ষস্থানীয় এই টেলিকম অপারেটরটির ২,৮৭৯ টাকার প্ল্যানে ৩৬৫ দিনের বৈধতায় আনলিমিটেড কল, রোজ ২ জিবি ডেটা এবং ১০০টি করে এসএমএস পাওয়া যায়। একইভাবে ৩,১১৯ টাকার প্ল্যানে ৩৬৫ দিন আনলিমিটেড ভয়েস কল, রোজ ১০০টি করে এসএমএস এবং ২ জিবি ডেটা মেলে; এর সাথে থাকে ১০ জিবি অতিরিক্ত ডেটা এবং Disney+Hotstar-এর বার্ষিক সাবস্ক্রিপশনের সুবিধা। তালিকায় ৪,১১৯ টাকা দামের আরো একটি প্ল্যান আছে যা একই বৈধতা, এসএমএস এবং কলিং বেনিফিট দিলেও, রোজ ৩ জিবি ডেটা ব্যবহার করতে দেয়। উল্লেখ্য, জিও এই মুহূর্তে ২,৫৪৫ টাকা দামের বার্ষিক প্ল্যানের সাথে ‘নিউ ইয়ার’ অফার সরবরাহ করছে, যার ফলে এটিতে ৩৩৬ দিনের বদলে পুরো ৩৬৫ দিনের ভ্যালিডিটি মিলবে। সুবিধা বলতে এটিতে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএসসহ জিও অ্যাপ্লিকেশনের ফ্রি অ্যাক্সেস পাবেন। জিও-র সবচেয়ে সাশ্রয়ী বার্ষিক প্ল্যানের মূল্য ১,৫৯৯ টাকা। এখানে আনলিমিটেড কল সহ মোট ২৪ জিবি ডেটা মেলে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৩৬ দিন।

Vodafone Idea-র বার্ষিক প্ল্যান

ভোডাফোন আইডিয়া (Vi)-র বার্ষিক প্ল্যান শুরু হচ্ছে ১,৭৯৯ টাকা থেকে। এখানে ৩৬৫ দিনের বৈধতায় আনলিমিটেড কল, ৩,৬০০টি মেসেজ এবং মাত্র ২৪ জিবি (প্রতি মাসে ২ জিবি হিসেবে) ডেটা পাওয়া যায়। এর সাথে থাকে Vi Movies & TV-র অ্যাক্সেস। এছাড়া সংস্থার ২,৮৯৯ টাকা এবং ৩,০৯৯ টাকার দুটি প্ল্যান আছে, যেগুলি প্রতিদিন ১.৫ জিবি, আনলিমিটেড কল এবং রোজ ১০০টি এসএমএস সরবরাহ করে। এর পাশাপাশি, এই দুটি প্ল্যানেই বিঞ্জ অল নাইট, উইকেন্ড রোল ওভার ও প্রতি মাসে ২ জিবি ডেটা ব্যাকআপ পাওয়া যাবে। তবে এদের মধ্যে পার্থক্য হল ৩,০৯৯ টাকার প্ল্যানটি Disney+Hotstar দেখতে করতে দেবে।

Bharti Airtel-এর বার্ষিক প্ল্যান

এয়ারটেলের প্রথম বার্ষিক প্ল্যানটির মূল্য ১,৭৯৯ টাকা। যাতে ৩৬৫ দিনের জন্য আনলিমিটেড কল, মোট ৩,৬০০টি এসএমএস এবং ২৪ জিবি ডেটা অফার করা হয়। সংস্থার অন্য দুটি প্ল্যান মূলত ডেটা প্ল্যান, যার মধ্যে প্রথমটির দাম ২,৯৯৯ টাকা এবং অন্যটির দাম ৩,৩৫৯ টাকা। এই দুটি প্ল্যানই প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি এসএমএস অফার করে। তবে দ্বিতীয় প্ল্যানটি Disney+ Hotstar-এর বার্ষিক সাবস্ক্রিপশন সহ এসেছে। এছাড়া তিনটি প্ল্যানেই অ্যামাজন প্রাইম ভিডিওর ফ্রি মাসিক বিনামূল্যে ট্রায়াল, উইঙ্ক মিউজিক, শ একাডেমি, ফ্রি হ্যালোটিউনস ইত্যাদি অ্যাডিশনাল বেনিফিট মিলবে।