সস্তা OnePlus 12R নাকি ফ্ল্যাগশিপ OnePlus 12? আপনার জন্য সেরা কোনটি হবে দেখে নিন

কম খরচে OnePlus 12R কেনা উচিত হবে নাকি, পকেটের উপর চাপ ফেলে OnePlus 12 ফোন বাড়ি নিয়ে আসা লাভজনক হবে

গত ২৩শে জানুয়ারি OnePlus 12 এবং OnePlus 12R ভারতের বাজারে মুক্তি পায়। যার মধ্যে প্রথমটি হল ফ্ল্যাগশিপ মডেল। আর দ্বিতীয়টি ফ্ল্যাগশিপ-কিলার, অর্থাৎ সাশ্রয়ী মূল্যে যারা ফ্ল্যাগশিপ ফিচার ব্যবহারের অভিজ্ঞতা উপভোগ করতে চান তাদের জন্য। এক্ষেত্রে ডিভাইস দুটির প্রারম্ভিক মূল্যে পুরো ২৫,০০০ টাকার ফারাক লক্ষ্যণীয়। আর দামের তারতম্যের কারণে ফোন দুটির স্পেসিফিকেশনেও স্বাভাবিকভাবে পার্থক্য রয়েছে। এমত অবস্থায় কম খরচে OnePlus 12R কেনা উচিত হবে নাকি, পকেটের উপর চাপ ফেলে OnePlus 12 ফোন বাড়ি নিয়ে আসা লাভজনক হবে – এই প্রশ্ন যাদের মনে উঁকি মারছে তারা আমাদের এই প্রতিবেদন পড়ুন। আজ আমরা OnePlus 12 এবং OnePlus 12R ফোনের দাম ও ফিচার মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি।

OnePlus 12 vs OnePlus 12R : দাম

এদেশে নয়া ওয়ানপ্লাস ১২ ফোনের ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬৪,৯৯৯ টাকা। আর উচ্চতর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে ৬৯,৯৯৯ টাকা। এটি – ফ্লোয় এমারেল্ড এবং সিল্কি ব্ল্যাক কালারে এসেছে।

এদিকে ভারতে ওয়ানপ্লাস ১২আর স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ৩৯,৯৯৯ টাকা থেকে। এই দাম ডিভাইসটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। অন্যদিকে ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি ৪৫,৯৯৯ টাকায় কেনা যাবে। এটি – আয়রন গ্রে এবং কুল ব্লু কালার বিকল্পে পাওয়া যাচ্ছে।

OnePlus 12 vs OnePlus 12R : ডিসপ্লে, সেন্সর

ওয়ানপ্লাস ১২ ফোনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন সহ ৬.৮২-ইঞ্চির কোয়াড এইচডি প্লাস প্রোএক্সডিআর এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে প্যানেল। এই টাচস্ক্রিন – ১ থেকে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৫০০ নিট পিক ব্রাইটনেস, ১০০% ডিসিআই-পি৩, ১০-বিট কালার ডেপথ, ডলবি ভিশন এবং এইচডিআর১০+ প্রযুক্তি সাপোর্ট করে। সংস্থা দ্বারা ডেভেলপ করা পি১ ডিসপ্লে চিপ থাকছে এই হ্যান্ডসেটে, যা পাওয়ার খরচ কমানোর পাশাপাশি ছবির গুণমানও উন্নত করবে। সিকিউরিটি ফিচার হিসাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

ওয়ানপ্লাস ১২আর স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ১.৫কে (২৭৮০ x ১,২৬৪ পিক্সেল) এলটিপিও অ্যামোলেড টাচস্ক্রিন রয়েছে। এটিও স্ট্যান্ডার্ড মডেলটির মতো একই প্রোএক্সডিআর (ProXDR) প্রযুক্তি ব্যবহার করে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং এটি ডলবি ভিশন প্রযুক্তি সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা মিলবে।

OnePlus 12 vs OnePlus 12R : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

ভালো পারফরম্যান্স অফারের জন্য ওয়ানপ্লাস ১২ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর এবং অ্যাড্রনো ৭৫০ জিপিইউ সমন্বিত থাকছে। আবার গেমিং পারফরম্যান্স উন্নত করতে ডিভাইসটি এক্স৭ ভিজ্যুয়াল প্রসেসর সহ এসেছে। তদুপরি স্টোরেজ হিসাবে ১৬ জিবি LPDDR5X র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 4.0 রম পাওয়া যাবে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেন ওএস ১৪ কাস্টম স্কিনে রান করে। এর সাথে চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে ওয়ানপ্লাস ১২আর স্মার্টফোনে কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি রম পাওয়া যাবে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেনওএস ১৪ কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। ওয়ানপ্লাস তাদের এই লেটেস্ট ফ্ল্যাগশিপ কিলারের সাথে চার বছরের সফ্টওয়্যার আপডেট অফার করছে।

OnePlus 12 vs OnePlus 12R : ক্যামেরা সেটআপ

ফটো ও ভিডিওগ্রাফির জন্য OnePlus 12 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ওআইএস সমর্থিত ১/১.৪ ইঞ্চি সাইজের ৫০ মেগাপিক্সেল Sony LYT-808 প্রাইমারি সেন্সর (অ্যাপারচার : এফ/১.৬) + ৩এক্স অপটিক্যাল জুম ও ১২০এক্স পর্যন্ত ডিজিটাল জুম সহ ৬৪ মেগাপিক্সেল OV64B পেরিস্কোপ টেলিফটো লেন্স + ১/২ ইঞ্চি সাইজের ৪৮ মেগাপিক্সেল Sony IMX581 আল্ট্রা-ওয়াইড শুটার (অ্যাপারচার : এফ/২.২)। এদিকে ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে, যা এফ/২.৪ অ্যাপারচার সাপোর্ট করে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য নয়া OnePlus 12R ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল – OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এই ক্যামেরাগুলির কোনোটিই কিন্তু হ্যাসেলব্লাড দ্বারা টিউনড নয়। আর ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

OnePlus 12 vs OnePlus 12R : ব্যাটারি, কানেক্টিভিটি বিকল্প

ওয়ানপ্লাসের এই নয়া ফ্ল্যাগশিপ মডেলে ৫,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট এয়ারভোক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 12R ফোনে সামান্য বড় অর্থাৎ ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সমন্বিত রয়েছে, যা ১০০ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এতে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে না।

OnePlus 12 vs OnePlus 12R : পরিমাপ ও রেটিং

IP65 রেটিং প্রাপ্ত ওয়ানপ্লাস ১২ ৫জি স্মার্টফোনের পরিমাপ ১৬৪.৩x৭৫.৮x৯.১ মিমি এবং ওজন ২২০ গ্রাম।

ওয়ানপ্লাস ১২আর জল ও ধুলো প্রতিরোধের জন্য IP64 রেটিং প্রাপ্ত। এর পরিমাপ ১৬৩.৩x৭৫.৩x৮.৮ মিমি এবং ওজন ২০৭ গ্রাম।