৫০০ টাকার কমে ৮৪ দিন ভ্যালিডিটি, Jio, Airtel, Vi-এর সেরা রিচার্জ প্ল্যানগুলি দেখে নিন

দেশের জনপ্রিয় তিন টেলিকম অপারেটর Airtel, Jio এবং Vodafone Idea (Vi) সম্প্রতি তাদের প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলির দাম ২০%-২৫% বাড়ানোর ফলে, এই প্ল্যানগুলিই এখন জনগণের কাছে মুখ্য আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এখন থেকে কত টাকা রিচার্জে আগের মতোই সুবিধা পাওয়া যাবে, তা অনেকেই বুঝে উঠতে পারছেন না। যদিও বলে রাখা, দাম বাড়ানোর পরও টেলিকম সংস্থাগুলি আগের মতোই দৈনিক ডেটা, কলিং এবং এসএমএস-এর সুবিধার সাথে ২৮ দিন, ৫৬ দিন, ৮৪ দিন এবং ৩৬৫ দিনের প্ল্যান অফার করছে।

তবে মার্কেট সার্ভে অনুযায়ী, ৫৬ দিন এবং ৮৪ দিন মেয়াদের প্ল্যানগুলিই ইউজারদের কাছে বেশি পছন্দের, যেগুলিতে দৈনিক ১.৫ জিবি এবং ২ জিবি ডেটা পাওয়া যায়। কিন্তু এমনও অনেক ইউজার আছেন যাদের দৈনিক ডেটার বিশেষ প্রয়োজন হয় না, সেক্ষেত্রে তারা এমন প্ল্যানের খোঁজ করে থাকেন যেগুলিতে কম ডেটা বেনিফিট থাকলেও, বেশ অনেকদিন ধরে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। আমাদের আজকের এই প্রতিবেদনটি এই সমস্ত ইউজারদের জন্য বিশেষভাবে কাজে আসবে। কারণ আমরা আজ Airtel, Jio এবং Vodafone Idea (Vi)-র ৫৬ দিন ও ৮৪ দিন মেয়াদের প্ল্যানগুলির পাশাপাশি, সেই সমস্ত প্ল্যানগুলির কথাও জানাবো যেখানে ডেটা বেনিফিট কম পাওয়া গেলেও বেশ অনেকটা সময়ের জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধা মেলে।

কম ডেটা বেনিফিট ও দীর্ঘসময়ের আনলিমিটেড কলিংয়ের সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান

এয়ারটেল-এর ৪৫৫ টাকার প্রিপেইড প্ল্যান: এই প্ল্যানে ৮৪ দিনের মেয়াদে ৬ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ৯০০ টি এসএমএস করার সুবিধা পাওয়া যাবে। এছাড়া Amazon Prime Video Mobile Edition-এর অ্যাক্সেস, ফ্রি অনলাইন কোর্স, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, Wynk Music-এর সাবস্ক্রিপশনের মতো অতিরিক্ত সুবিধাও এই প্ল্যানের অন্তর্ভুক্ত।

জিও-র ৩৯৫ টাকার প্রিপেইড প্ল্যান: জিও-র ‘ভ্যালু’ সেকশনের অধীনে রয়েছে ৩৯৫ টাকার প্রিপেইড প্ল্যানটি, যাতে ৬ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং ১০০০ টি এসএমএস-এর সুবিধা দেওয়া হয়েছে। এর পাশাপাশি জিও অ্যাপগুলি বিনামূল্যে অ্যাক্সেসের সুযোগও রয়েছে।

ভিআই-এর ৪৫৯ টাকার প্রিপেইড প্ল্যান: এই প্রিপেইড প্ল্যানে ৮৪ দিনের জন্য ৬ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং ১০০০ টি এসএমএস-এর সুবিধা পাওয়া যায়।

৫৬ দিনের মেয়াদবিশিষ্ট প্রিপেইড প্ল্যানসমূহ

জিও-র ৫৬ দিনের মেয়াদে দুটি প্ল্যান রয়েছে, যাদের দাম ৪৭৯ টাকা এবং ৫৩৩ টাকা। এগুলি প্রতিদিন যথাক্রমে ১.৫ জিবি এবং ২ জিবি ডেটা, এবং সেইসাথে আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০টি করে এসএমএস অফার করে।

এয়ারটেলেরও দুটি ৫৬ দিনের মেয়াদের প্রিপেইড প্ল্যান রয়েছে, যেগুলির দাম ৪৭৯ টাকা এবং ৫৪৯ টাকা। এই প্ল্যান দুটিতে যথাক্রমে ১.৫ জিবি এবং ২ জিবি দৈনিক ডেটা, এবং সেইসাথে আনলিমিটেড কল এবং দৈনিক ১০০ টি এসএমএস-এর সুবিধা দেওয়া হয়।

অন্যদিকে ভিআই-এর ৪৭৯ টাকা এবং ৫৩৯ টাকার দুটি প্রিপেইড প্ল্যান রয়েছে, যাতে ৫৬ দিনের মেয়াদে যথাক্রমে ১.৫ জিবি এবং ২ জিবি দৈনিক ডেটা, এবং সেইসাথে প্রতিদিন আনলিমিটেড ভয়েস কল ও ১০০ টি এসএমএস করার সুযোগ পাওয়া যায়।

৮৪ দিনের মেয়াদবিশিষ্ট প্রিপেইড প্ল্যানসমূহ

এয়ারটেলের ৮৪ দিনের মেয়াদযুক্ত প্রিপেইড প্ল্যানগুলির দাম ৭১৯ টাকা এবং ৮৩৯ টাকা। এই প্ল্যান দুটিতে যথাক্রমে ১.৫ জিবি এবং ২ জিবি দৈনিক ডেটা, এবং তার পাশাপাশি আনলিমিটেড কল এবং দৈনিক ১০০ টি এসএমএস-এর সুবিধা দেওয়া হয়েছে।

৮৪ দিনের মেয়াদে জিও দুটি প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে, যেগুলির দাম ৬৬৬ টাকা এবং ৭১৯ টাকা। এই প্ল্যান দুটিতে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএস সহ যথাক্রমে ১.৫ জিবি এবং ২ জিবি দৈনিক ডেটা পাওয়া যায়।

ভিআই-এর ৮৪ দিনের মেয়াদবিশিষ্ট প্রিপেইড প্ল্যানগুলির দাম ৭১০ টাকা এবং ৮৩৯ টাকা। এই প্ল্যান দুটিতে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএস-এর পাশাপাশি যথাক্রমে ১.৫ জিবি এবং ২ জিবি দৈনিক ডেটা অফার করা হয়।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

1 hour ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

1 hour ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

2 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

2 hours ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

3 hours ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

4 hours ago