Reliance Jio নিয়ে এল নতুন ই-স্পোর্টস টুর্নামেন্ট, লক্ষ লক্ষ টাকা জেতার সুযোগ

দিন তিনেক আগেই শুরু হয়েছে মাল্টি-টেক কোম্পানি Asus-এর ROG (রিপাবলিক অফ গেমারস) নামক গেমিং বিভাগ আয়োজিত একটি অনলাইন গেমিং টুর্নামেন্ট। তবে এই ঘটনার জের কাটতে না কাটতেই, এবার দেশের তরুণ প্রজন্মের গেমিংয়ের প্রতি আগ্রহকে ভিত্তি করে নিজের JioGames প্ল্যাটফর্মে একটি বড় গেমিং টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর Reliance Jio। রিপোর্ট অনুযায়ী, জনপ্রিয় চিপসেট নির্মাতা Qualcomm Snapdragon-এর সাথে হাত মিলিয়ে, Jio, এই ই-স্পোর্ট টুর্নামেন্টটি আয়োজন করছে যাতে Call of Duty Mobile Aces গেমটিকে কেন্দ্র করে একটি ভার্চুয়াল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে, এই ই-স্পোর্ট চ্যালেঞ্জে নিখরচায় সোলো বা একক প্লেয়ার হিসেবে এবং 5v5 অর্থাৎ ৫ জনের একটি টিমে অংশ নেওয়া যাবে; আবার টুর্নামেন্ট জিতলে মিলবে কয়েক লক্ষ টাকার প্রাইজ পুল। অন্যদিকে, এই পুরো ই-স্পোর্ট টুর্নামেন্টটি JioTV, Esports HD চ্যানেল, Facebook Watch ভিডিও এবং JioGames-এর ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে বলে ঘোষণা করেছে Jio।

জানিয়ে রাখি, এই গেম টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে, যেখানে সমস্ত Jio ইউজারদের পাশাপাশি এবং নন-Jio ইউজাররাও অংশগ্রহণ করতে পারবেন। ভারতীয় সময় অনুযায়ী, আগামী ১১ই এপ্রিল রাত ৯টায় সোলো টুর্নামেন্টের রেজিস্ট্রেশন শেষ হবে যেখানে, 5v5 টিম ম্যাচের নিবন্ধনের জন্য ৩০শে এপ্রিল পর্যন্ত সময় থাকবে। সেক্ষেত্রে বাছাইপর্বের ম্যাচগুলি ১১ই জুন শুরু হবে এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে জুনের ২০ তারিখে।

https://twitter.com/jiogames/status/1378723060916752389

কীভাবে এই Call of Duty Mobile Aces ই-স্পোর্ট চ্যালেঞ্জে রেজিস্ট্রেশন করবেন?

১. এই টুর্নামেন্টে জয়েন করতে আগ্রহীদের প্রথমে JioGames-এর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে।

২. ওই ওয়েবসাইটে প্রদর্শিত ‘জয়েন’ বাটনে ক্লিক করে লগইন করতে হবে।

৩. এক্ষেত্রে টুর্নামেন্টে যোগ দিতে নিজের ইমেল আইডির যাচাইকরণ করাতে হবে। সোলো অ্যাক্সেসের জন্য গেম আইডি এবং ইন-গেম নাম দিতেই হবে।

৪. লগ ইন হয়ে গেলে রেজিস্ট্রেশন ফর্ম সামনে আসবে যেখানে নিজের গেম আইডি, ইমেল আইডি, নাম এবং আরও অন্যান্য তথ্য সরবরাহ করতে হবে।

৫. ফর্ম ফিল আপ হয়ে গেলে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

Call of Duty Mobile Aces ই-স্পোর্ট চ্যালেঞ্জের বিধি:

১. সমস্ত অংশগ্রহণকারীদের কাছে গেমের লেটেস্ট সংস্করণের আপডেট থাকতে হবে।

২. ইভেন্টে অংশ নিতে প্লেয়ারদের নিজস্ব অনলাইন অ্যাক্সেস এবং গেমার ট্যাগগুলি ব্যবহার করবে।

৩. সমস্ত ম্যাচগুলি, টুর্নামেন্টের কর্মকর্তা কর্তৃক আয়োজিত লবিতে খেলা যাবে।

৪. টাই ম্যাচের ক্ষেত্রে, অন্য লেভেলে যাওয়ার আগে গেমটি পুনরায় খেলতে হবে।

পুরষ্কারের কথা বললে, সোলো অ্যাক্সেস র‌্যাঙ্কিং প্রাইজ পুলে ডেলি কোয়ালিফায়ার হিসেবে ১ম স্থানাধিকারী ২ হাজার টাকা এবং ২য় স্থান অর্জনকারী ১ হাজার টাকা পাবেন। অন্যদিকে, সোলো ফাইনালের বিজেতা ২৫,০০০ টাকা পুরষ্কার পাবেন,যেখানে ২য়, ৩য়, ৪র্থ স্থানাধিকারী যথাক্রমে ১৫,০০০ টাকা, ১২,০০০ টাকা এবং ৮,০০০ টাকা পাবেন। আবার 5v5 টিম ম্যাচের ক্ষেত্রে, ফাইনালের বিজেতা ৬,৫০,০০০ টাকা পাবেন এবং অল স্টার অ্যাক্সেস ১ম স্থানাধিকারী ২০০,০০০ টাকা পাবেন। অন্যদিকে গ্র্যান্ড ফাইনাল এবং অল স্টার অ্যাক্সেস ম্যাচের ৪র্থ স্থানাধিকারী যথাক্রমে ১,৫০,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা পাবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন