TVS এবং Jio-bp জোটবদ্ধ হল, ইলেকট্রিক স্কুটার ও থ্রি-হুইলার ব্যবহারকারীদের ব্যাপক লাভ

ভারতে দু’চাকা ও তিন চাকার বৈদ্যুতিক গাড়ির জন্য একটি ভরসাযোগ্য ও বলিষ্ঠ পাবলিক ইভি চার্জিং স্টেশনের পরিকাঠামো কাঁধে কাঁধ মিলিয়ে তৈরি করতে সম্মত হল দেশের অন্যতম বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারী টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) এবং মুকেশ আম্বানির জিও ও ব্রিটিশ পেট্রলিয়াম সংস্থা বিপির জয়েন্ট ভেঞ্চার বা যৌথ সংস্থা জিও-বিপি (Jio-bp) ও ।

দুই সংস্থার তরফে যৌথ ভাবে বিবৃতি প্রকাশ করা বলা হয়েছে, প্রস্তাবিত পার্টনারশিপের ফলে টিভিএসের ব্যাটারিচালিত দু’চাকা ও তিন চাকা গাড়ি ব্যবহারকারীরা দেশজুড়ে বিস্তৃত জিও-বিপির ইভি (ইলেকট্রিক ভেহিকেল) চার্জিং স্টেশনের অ্যাক্সেস পাবে। প্রসঙ্গত, ওই কেন্দ্র থেকে অন্যান্য সংস্থার বৈদ্যুতিক যানবাহনেও চার্জ দেওয়া যায়।

এই অংশীদারিত্বের লক্ষ্য হল দুই সংস্থার দক্ষতা ও শক্তির সদ্বব্যবহার করে একটি রেগুলার এসি এবং ডিসি চার্জিং নেটওয়ার্ক তৈরি করা। বর্তমানে জিও-বিপি তাদের ইভি চার্জিং এবং ব্যাটারি বদলের স্টেশনগুলি জিও-বিপি পালস ব্র্যান্ড নামের অধীনে পরিচালনা করছে। আবার এই নামেই সংস্থার একটি মোবাইল অ্যাপ্লিকেশন উপলব্ধ। যা ব্যবহারকারীর কাছেপিঠে চার্জিং স্টেশনের অবস্থান দেখিয়ে রেঞ্জ নিয়ে উদ্বেগ দূর করতে সহায়তা করে।

এদিকে বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় লক্ষণীয় অগ্রগতি এসেছে টিভিএসের। লঞ্চের পর থেকে সংস্থার হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার টিভিএস আইকিউব ১২,০০০ ইউনিটের বেশি বিক্রয় হয়েছে। ইতিমধ্যেই বিকল্প জ্বালানি চালিত গাড়ির ব্যবসায় ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তারা। সংস্থাটি বর্তমানে ৫ থেকে ২৫ কিলোওয়াট প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে নানা ব্যাটারিচালিত দু’চাকা ও তিন চাকা গাড়ির উন্নয়ন এবং বিকাশ করছে। আগামী দু’বছরের মধ্যে সেগুলি বাজারে আসবে বলে মনে করা হচ্ছে‌।