৯৭ টাকায় রোজ ২ জিবি ডেটা ও কল, Jio, BSNL, Airtel ও Vi-এর সবচেয়ে সস্তা প্ল্যানগুলি দেখে নিন

আর একদিন পরেই বছরের শেষ উৎসব বড়দিন অর্থাৎ ক্রিস্টমাস ডে, তারপর আগামী সপ্তাহেই হাজির হবে নতুন বছর ২০২২। বিশেষ উপলক্ষগুলির কারণে এই মরসুমে অনেকেরই বেশি খরচা হবে, এমনকি এতে কিছু মানুষের পকেটে খানিক টানও পড়তে পারে! তবে এই সময়ে যদি কেউ রিচার্জের ক্ষেত্রে সাশ্রয় করতে চান, তাহলে কয়েক সপ্তাহ আগে বর্ধিত ট্যারিফ শুল্ক তাদের এই আশায় তেমন প্রভাব ফেলবে না। আসলে দাম বাড়লেও Jio (জিও), Airtel (এয়ারটেল), Vi (ভোডাফোন আইডিয়া) এবং BSNL (বিএসএনএল)-এর মত প্রধান টেলিকম কোম্পানিগুলি এখনও কিছু সস্তা ট্যারিফ প্ল্যান অফার করে, যা রিচার্জ করলে গ্রাহকরা কম খরচে দারুণ কিছু সুবিধা উপভোগ করতে পারবেন। আসুন সংস্থাগুলির এই ধরণের প্ল্যান সম্পর্কে বিশদ জেনে নিই।

Reliance Jio-এর সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যান

এই মুহূর্তে রিলায়েন্স জিও, ১১৯ টাকার একটি প্ল্যান অফার করে, যাতে রোজ ১.৫ জিবি হাই স্পিড ডেটা, ৩০০টি মেসেজ এবং আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যায়। তাছাড়া এই প্ল্যানের সাথে ১৪ দিনের বৈধতায় Jio TV, Jio Cinema, Jio Security এবং Jio Cloud-এর অ্যাক্সেস উপলব্ধ।

Airtel-এর সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যান

এয়ারটেলের গ্রাহকরা ৯৯ টাকার এন্ট্রি-লেভেল প্ল্যানটি বেছে নিতে পারেন, যাতে ২০০ এমবি ডেটা, ৯৯ টাকা টকটাইম, প্রতি সেকেন্ড পিছু এক পয়সা ট্যারিফ এবং লোকাল/এসটিডি মেসেজের সুবিধা মেলে। এর বৈধতা ২৮ দিন।

Vi-এর সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যান

ভোডাফোন আইডিয়ার গ্রাহকরা ১২৯ টাকার প্রিপেইড রিচার্জ প্যাকটি বিকল্প হিসেবে বেছে নিতে পারবেন। সুবিধা বলতে এতে ৩০০টি এসএমএস, ২০০ এমবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল মিলবে। সাথে থাকবে ১৮ দিনের ভ্যালিডিটি।

BSNL-এর সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যান

বিএসএনএলের ৯৭ টাকার একটি ডেটা ভাউচার রয়েছে, যা ১৮ দিন ধরে আনলিমিটেড কল এবং প্রতিদিন ২ জিবি ডেটা অফার করে।