Jio ভারতকে কেন্দ্র করে নির্মাণ করছে বৃহত্তম আন্তর্জাতিক সাবমেরিন কেবল সিস্টেম

সাম্প্রতিক সময়ে টেলিকম পরিষেবার পাশাপাশি ব্রডব্যান্ড ফাইবার পরিষেবার ক্ষেত্রেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে Reliance Jio। এই মুহূর্তে সংস্থার ১ মিলিয়নেরও বেশি Jio Fiber ইউজার রয়েছে। তবে ভারতের বাজার ছাড়িয়ে বিশ্ব দরবারে নিজের শক্তি প্রদর্শন করতে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে টেলকোটি। আসলে গতকাল অর্থাৎ সোমবার Jio জানিয়েছে যে, তারা ভারতকে কেন্দ্র করে একটি বৃহত্তম আন্তর্জাতিক সাবমেরিন কেবল সিস্টেম নির্মাণ করছে। রিপোর্ট অনুযায়ী, কিছু গ্লোবাল পার্টনার এবং SubCom-এর মত সাপ্লায়ারের সহায়তা নিয়ে Jio দুটি পরবর্তী প্রজন্মের সমর্থনযুক্ত সাবমেরিন কেবল সিস্টেম প্রবর্তন করার চেষ্টা করছে। এই সিস্টেমের ইন্ডিয়া-এশিয়া-এক্সপ্রেস (IAX) অংশের সাহায্যে ভারতকে সিঙ্গাপুরসহ পূর্ব দিকের অঞ্চলেগুলির সাথে সংযুক্ত করা যাবে, যেখানে ভারত-ইউরোপ-এক্সপ্রেস (IEX) অংশের কাজ সফল হলে ভারত ও পশ্চিম-পূর্ব দিকে মধ্য প্রাচ্য-ইউরোপের সাথে সংযোগ স্থাপিত হবে।

সংস্থার মতে, এই সিস্টেমগুলি ভারতের সাথে বিশ্বের শীর্ষ ইন্টার-এক্সচেঞ্জ পয়েন্ট এবং সামগ্রী হাবের সংযোগ তৈরি করবে। একই সাথে এই উচ্চ ক্ষমতা এবং গতি সম্পন্ন সিস্টেম কর্তৃক ১৬,০০০ কিলোমিটারের বিস্তারের মধ্যে ২০০ টিপিবিএস স্পিড সরবরাহ করার সম্ভাবনাও রয়েছে। ফলে এতে, বিশ্বব্যাপী পরিষেবা সম্প্রসারণ বা আন্তঃসংযোগ তো সহজ হয়ে উঠবেই, আবার IEX ভোক্তা বা এন্টারপ্রাইজ ইউজাররা ভারত ও দেশের বাইরে ভার্চুয়াল সামগ্রী, ক্লাউড পরিষেবা ইত্যাদি নির্বিঘ্নে অ্যাক্সেস করতে পারবেন।

সংস্থার প্রেসিডেন্ট ম্যাথিউ ওমেনের মতে, বিগত কয়েক বছরে ভারতে ডিজিটাল পরিষেবার প্রতি আগ্রহ এবং ডেটা ব্যবহারের প্রবণতা বেড়েছে, যার পেছনে Jio-র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে বর্তমান মহামারীর পরিস্থিতিতে এই কেবল সিস্টেম স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত করা সংস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে ফাইবার অপটিক সাবমেরিন টেলিকমিউনিকেশনের ইতিহাসে প্রথমবার এই ধরণের পদক্ষেপ নিয়ে দেশের ডিজিনাইজেশন প্রক্রিয়াকে Jio আরো ত্বরান্বিত করতে চলেছে বলে তাঁর অকপট অভিমত।

সেক্ষেত্রে শুরুতেই যেমন বলেছি, IAX সিস্টেম ভারতের মুম্বাই এবং চেন্নাই থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সাথে স্পষ্ট যোগাযোগের রাস্তা করে দেবে। একইভাবে IEX, ভারতের সাথে ইতালি, সাভোনা, মধ্য প্রাচ্য এবং উত্তর আফ্রিকাকে সংযুক্ত করবে। তবে এই সাব-সি পরিষেবা বা সিস্টেমটি নির্মিত হলে যে শুধু ভারত, বৈদেশিক অঞ্চলের নেটওয়ার্ক (বলা ভালো গ্লোবাল ফাইবার নেটওয়ার্ক)-এর সাথে সংযুক্ত হবে এমন নয়। বরঞ্চ এই সিস্টেমের ওপর ভিত্তি করে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে বলেও মনে করছে Jio।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন