রোজ ১.৫ জিবি ডেটা সহ মিলবে কল এবং এসএমএস বেনিফিট, Jio-এর সেরা প্রিপেইড প্ল্যানগুলি দেখে নিন

একথা সকলেরই জানা যে, দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর রিলায়েন্স জিও (Reliance Jio) গত বছরের শেষের দিকে তাদের প্রিপেইড প্ল্যানগুলির দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। ফলে গ্রাহকদের মোবাইল রিচার্জ করানোর জন্য এখন বাড়তি টাকা গুনতে হচ্ছে। যদিও বলা বাহুল্য যে, কোম্পানি কিন্তু এখনও সস্তায় বেশ কিছু প্ল্যান অফার করছে। আপনি শুনলে অবাক হবেন যে, এই চরম মূল্যবৃদ্ধির বাজারেও মাত্র ১১৯ টাকা খরচ করে আপনি দৈনিক ১.৫ জিবি ডেটা, এবং সেইসাথে কল ও এসএমএস বেনিফিট পেতে পারেন! আজ্ঞে হ্যাঁ, অবিশ্বাস্য বলে মনে হলেও কথাটা কিন্তু সত্যি।

মার্কেট সার্ভে অনুযায়ী, বর্তমানে ১.৫ জিবি ডেটা প্ল্যানগুলির চাহিদাই সবথেকে বেশি। সেক্ষেত্রে আপনি যদি রিলায়েন্স জিওর গ্রাহক হন এবং বর্তমানে কোম্পানির এমন কোনো প্রিপেইড রিচার্জ প্ল্যানের সন্ধানে থাকেন যাতে দৈনিক ১.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে, তাহলে এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য। আসলে এখানে আমরা জিওর কয়েকটি সেরা দৈনিক ১.৫ জিবি ডেটা প্ল্যান সম্পর্কে আলোচনা করব যাতে ইউজাররা ডেটা, এসএমএস, কলের পাশাপাশি অন্যান্য একাধিক বেনিফিট পাবেন।

Jio-র ১১৯ টাকার প্রিপেইড প্ল্যান

এই প্ল্যানটির ভ্যালিডিটি ১৪ দিন। এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, আনলিমিটেড কল এবং মোট ৩০০টি এসএমএস করার সুবিধা পাওয়া যায়। অর্থাৎ, এই প্ল্যান মারফত মোট ২১ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। সেইসাথে অতিরিক্ত বেনিফিট হিসেবে মিলবে JioTV, JioCinema, JioCloud এবং JioSecurity-এর মতো Jio অ্যাপের ফ্রি অ্যাক্সেস।

Jio-র ১৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

এই প্ল্যান রিচার্জ করলে ২৩ দিনের মেয়াদে জিও উপভোক্তারা প্রতিদিন ১.৫ জিবি ডেটা, রোজ ১০০টি করে এসএমএস এবং অফুরন্ত ভয়েস কলিং মিনিট খরচ করতে পারবেন। সেইসাথে তাঁরা পাবেন JioTV, JioCinema, JioCloud এবং JioSecurity-এর মতো Jio অ্যাপ বিনামূল্যে ব্যবহারের সুযোগ।

Jio-র ২৩৯ টাকার প্রিপেইড প্ল্যান

এই প্ল্যানে ইউজারদের ২৮ দিনের মেয়াদে প্রতিদিন ১.৫ জিবি ডেটা ও সেইসাথে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি করে এসএমএসের সুবিধা প্রদান করা হয়েছে। এছাড়া, এক্সট্রা বেনিফিট হিসেবে এতে পাওয়া যাবে JioTV, JioCinema, JioCloud এবং JioSecurity-এর মতো Jio অ্যাপ বিনামূল্যে ব্যবহারের ছাড়পত্র।

Jio-র ৪৭৯ টাকার প্রিপেইড প্ল্যান

এই প্ল্যানে ৫৬ দিনের মেয়াদে রোজ ১.৫ জিবি করে ডেটা, অর্থাৎ মোট ৮৪ জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া, এতে যেকোনো নেটওয়ার্কে অফুরন্ত ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস করার সুবিধাও রয়েছে। অন্যান্য বেনিফিট হিসেবে, ব্যবহারকারীরা ৫০০ টাকার কম দামি এই প্ল্যানে সম্পূর্ণ নিখরচায় বেশ কয়েকটি Jio অ্যাপের অ্যাক্সেস পাবেন, যার মধ্যে রয়েছে JioTV, JioCinema, JioCloud এবং JioSecurity প্ল্যাটফর্ম।

Jio-র ৬৬৬ টাকার প্রিপেইড প্ল্যান

এই প্ল্যানটির ভ্যালিডিটি ৮৪ দিন। আর প্ল্যানটিতে ব্যবহারকারীদের প্রতিদিন ১.৫ জিবি ডেটা সহ আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০টি করে এসএমএস করার সুযোগ দেওয়া হয়েছে। উপরন্তু, গ্রাহকরা JioCinema, JioTV, JioCloud এবং JioSecurity-এর মতো Jio অ্যাপগুলি বিনামূল্যে ব্যবহারের ছাড়পত্র পেয়ে যাবেন।

Jio-র ২,৫৪৫ টাকার প্রিপেইড প্ল্যান

এটি রিলায়েন্স জিওর সবচেয়ে দামি দৈনিক ১.৫ জিবি প্রিপেইড প্ল্যান। এটির ভ্যালিডিটি ৩৩৬ দিন। আর এটি রিচার্জ করলে জিও গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০টি করে এসএমএসসহ রোজ ১.৫ জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। সেইসাথে এক্সট্রা বেনিফিট হিসেবে পাওয়া যাবে JioCinema, JioTV, JioCloud, এবং JioSecurity-এর কম্প্লিমেন্টারি সাবস্ক্রিপশন।