Vivo X Fold S সেপ্টেম্বরে বাজারে রাজ করতে আসছে, পরের মাসেই লঞ্চ হবে iQOO Neo 7

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা (Vivo) এবং এর সাব-ব্র্যান্ড আইকো (iQOO) একযোগে চলতি বছর অনেকগুলি নতুন স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এক নির্ভরযোগ্য টিপস্টার দাবি করেছেন যে, আইকো চলতি মাসেই iQOO Z6-এর একটি নতুন ভ্যারিয়েন্ট উন্মোচন করতে পারে। এছাড়া, iQOO Neo 7-ও এবছর আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। এর পাশাপাশি টিপস্টার দাবি করেছেন যে, ভিভো শীঘ্রই তাদের আসন্ন ফোল্ডেবল স্মার্টফোন Vivo X Fold S এবং একটি নতুন ফ্ল্যাগশিপ সিরিজ বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। কোয়ালকম তাদের পরবর্তী Snapdragon 8 Gen 2 প্রসেসরটি উন্মোচন করার পরে ভিভো তাদের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি সম্পর্কে আরও বিশদ বিবরণ শেয়ার করবে বলে আশা করা হচ্ছে।

Vivo ও iQOO-এর একাধিক নতুন ডিভাইস শীঘ্রই আসছে বাজারে

চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের সাম্প্রতিক ওয়েইবো (Weibo) পোস্ট অনুসারে, ভিভো তাদের ফোল্ডেবল স্মার্টফোন, ভিভো এক্স ফোল্ড এস আগামী মাসে, অর্থাৎ সেপ্টেম্বরে লঞ্চ করতে পারে। কোম্পানি এখনও এই ডিভাইসটি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে, একটি সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, এই স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এটি সম্ভবত ৮০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট অফার করবে।

আবার, ভিভো তাদের নতুন এক্স৯০ ফ্ল্যাগশিপ লাইনআপটি নভেম্বর বা ডিসেম্বর মাস নাগাদ উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। কোয়ালকম তাদের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট লঞ্চ করার পরে কোম্পানি এক্স৯০ সিরিজটি বাজারে আনতে পারে।

অন্যদিকে টিপস্টার আরও উল্লেখ করেছেন যে, আইকো আগস্ট মাসেই তাদের iQOO Z6-এর একটি নতুন মডেল লঞ্চ করতে পারে। এই ভ্যারিয়েন্টটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। নতুন iQOO Z6 একটি স্ন্যাপড্রাগন ৭ সিরিজের চিপসেট দ্বারা চালিত হতে পারে।

এছাড়াও, আপকামিং iQOO Neo 7 হ্যান্ডসেটটির ওপর থেকে অক্টোবর মাসে পর্দা সরানো হবে বলে মনে করা হচ্ছে। একটি সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, এই ফোনটি সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর দ্বারা চালিত হবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির ফুল-এইচডি+ ওলেড ডিসপ্লে থাকবে। হ্যান্ডসেটটিতে ডুয়েল-কোর ফ্ল্যাশ চার্জ সাপোর্ট সহ একটি বড় ব্যাটারি ব্যবহার করা হবে বলে জানা গেছে। বাকি স্পেসিফিকেশনগুলি চলতি বছরের শুরুর দিকে চীনে লঞ্চ হওয়া iQOO 10-এর মতো বলে আশা করা হচ্ছে।