Reliance Jio দেবে দুর্দান্ত 5G পরিষেবা, হাত মেলালো Intel এর সাথে

ভারতে 5G নেটওয়ার্ক পরিষেবা চালু করতে এখন জোর কদমে কাজ চালাচ্ছে প্রাইভেট টেলিকম অপারেটরগুলি। এখনো পর্যন্ত Airtel এবং Reliance Jio, উভয়েই 5G নেটওয়ার্ক নিয়ে পরীক্ষা নিরীক্ষায় সাফল্য পেয়েছে। যদিও এয়ারটেল, বেশিরভাগ সময়েই 5G সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ব্যাপারে জিওর থেকে এগিয়ে থাকছে। তবে স্বল্প দেরিতে হলেও জিও সেই সমস্ত পদক্ষেপ নিচ্ছে আরো উন্নতভাবে। যেমন গত সপ্তাহেই এয়ারটেল জানিয়েছিল যে, ৫জি নেটওয়ার্ক তৈরির জন্য তারা Tata (টাটা) গ্রুপের সাথে কাজ করবে। এদিকে গতকালের রিপোর্ট বলছে, এবার ৫জি নেটওয়ার্কিং প্রযুক্তি উন্নয়নের জন্য রিলায়েন্স জিওর সাথে হাত মিলিয়েছে জনপ্রিয় মাল্টিন্যাশনাল কোম্পানি Intel (ইন্টেল)।

Intel এবং Jio মিলে আনবে 5G

গতকাল অর্থাৎ সোমবার ইন্টেল, জিওর সাথে ৫জি নেটওয়ার্ক নিয়ে কাজ করার বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখ্য, ইন্টেল গত বছরই রিলায়েন্সের জিও প্ল্যাটফর্ম ইউনিটে ২৫০ মিলিয়ন ডলার (প্রায় ১,৮৫৭.৪২ কোটি টাকা) বিনিয়োগ করেছে। সেক্ষেত্রে এখন তারা অন্যান্য জিনিসের পাশাপাশি ৫জি রেডিও-অ্যাক্সেস নেটওয়ার্ক (RAN)-এর জন্য রিলায়েন্স জিওর সাথে ‘কো- ইনোভেশন’ বা কাজ করবে। আর এই দুই সংস্থার মেলবন্ধনের ফলে, ভারতের ৫জি প্রযুক্তি অনন্য হয়ে উঠবে বলে মনে করছেন ইন্টেল ডেটা প্ল্যাটফর্ম গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তথা জেনারেল ম্যানেজার নবীন শেনয়।

আসলে বর্তমানে টেলিকম ক্যারিয়াররা, আরও বেশি নেটওয়ার্ক ফাংশন পরিচালনা করার সফ্টওয়্যার ব্যবহারের দিকে ঝুঁকছে। আর তাই তারা Nokia, Ericsson বা Huawei-এর মত টেলিযোগাযোগ পরিষেবা সরবরাহকারী সংস্থাগুলির কাছ থেকে গিয়ার ব্যবহার করার পরিবর্তে, একই ধরণের স্ট্যান্ডার্ড কম্পিউটিং সরঞ্জাম উৎপাদনকারী ডেটা সেন্টারগুলির সাথে চুক্তি করছে। সুতরাং, Jio বা Airtel-এর এই জাতীয় পার্টনারশিপ তেমন আশ্চর্যজনক কোনো বিষয় নয়।

উল্লেখ্য, ইন্টেল, বিগত কয়েক বছরে উৎপাদন বা অন্যান্য সমস্যার দরুন তার মূল ডেটা সেন্টার এবং ব্যক্তিগত কম্পিউটিং মার্কেটের শেয়ার হারাচ্ছে। তবে নেটওয়ার্কিং চিপ ব্যবসায় তারা ক্রমশ লাভের মুখ দেখছে। সেক্ষেত্রে ইন্টেলের চিপ ব্যবহার করে টেলকোগুলি নেটওয়ার্কের বিকাশ করলে উভয় সংস্থারই কোটি কোটি টাকার ফায়দা হতে পারে!

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন