Jio পোস্টপেইড গ্রাহক? মাত্র ৪০০ টাকায় কল, ডেটা সহ বিনামূল্যে Netflix, Amazon Prime, Hotstar দেখার সুযোগ

বর্তমানে প্রায় সমস্ত বেসরকারি টেলিকম কোম্পানিই তাদের প্রিপেইড প্ল্যানের সাথে বিভিন্ন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্মের ফ্রি অ্যাক্সেস দিয়ে থাকে। তবে আপনি যদি পোস্টপেইড গ্রাহক হন তাহলেও মন খারাপ কারবেন না। কারণ Reliance Jio (রিলায়েন্স জিও) তার একটি পোস্টপেইড প্ল্যানে বিনামূল্যে Netflix (নেটফ্লিক্স) এবং Amazon Prime (অ্যামাজন প্রাইম) সাবস্ক্রিপশন অফার করে‌।

তাই আপনি যদি জিও পোস্টপেইড ইউজার হন এবং এতদিন পর্যন্ত বিভিন্ন ধরনের প্ল্যান রিচার্জ করে শুধুমাত্র কলিং বা ডেটা সুবিধা পেয়ে থাকেন, তবে দাঁড়ান। আজ আমরা আপনাকে সেই প্ল্যানটির সম্পর্কে জানাবো, যেখানে সাধারণ বেনিফিট তো মিলবেই, পাশাপাশি তাতে আরো নানাবিধ সুবিধা পাওয়া যাবে। এক্ষেত্রে উক্ত প্ল্যানের জন্য খরচ হবে মাত্র ৩৯৯ টাকা। তো আসুন এখন জিওর ৩৯৯ টাকার প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই…

Reliance Jio-র ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানের সুবিধা

জিওর প্রায় ৪০০ টাকা মূল্যের এই পোস্টপেইড প্ল্যানে মোট ৭৫ জিবি ডেটা, রোজ ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। তবে এখানেই সুবিধার শেষ নেই।

আসলে আপনি যদি প্রতি মাসে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের মত প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করেন, তাহলে এই প্ল্যানটি আপনার অনেক খরচ বাঁচাতে চলেছে। কারণ এই প্ল্যান রিচার্জ করলে আপনি ফ্রি-তে নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের অ্যাক্সেস তো পাবেনই, পাশাপাশি এটি ডিজনি+হটস্টার, জিওটিভি, জিওসিকিউরিটি এবং জিওক্লাউডের অ্যাক্সেস দেবে। তাই সামগ্রিকভাবে এই প্ল্যান ব্যবহার করা ইউজারদের জন্য একটি লাভজনক বিকল্প।