ভারতের দ্রুততম ব্রডব্যান্ড Reliance Jio, মোবাইল ডেটা স্পিডে এগিয়ে Vi

টেলিকম পরিষেবা সরবরাহকারী হিসেবে ভারতে বিগত চার বছর ধরে শীর্ষস্থান দখল করে রেখেছে Reliance Jio। তবে এবার, দেশের দ্রুততম ব্রডব্যান্ড নেটওয়ার্ক সরবরাহকারী হিসেবেও তকমা পেল মুকেশ আম্বানির টেলিকম সংস্থাটি। আসলে, জনপ্রিয় নেটওয়ার্ক স্পিড ট্র্যাকার ওকলা (Ookla) তার লেটেস্ট রিপোর্টে জানিয়েছে যে, Jio, গতবছর অর্থাৎ ২০২০-র চতুর্থ প্রান্তিকে ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডারদের মধ্যে সবচেয়ে বেশি রেটিং পেয়েছে। আবার ফিক্সড ব্রডব্যান্ড কানেকশনের ক্ষেত্রে, দক্ষিণ এশিয়ার SAARC (সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন) সংঘের অন্তর্গত দেশগুলির মধ্যে ভারত সবচেয়ে দ্রুত পরিষেবা সরবরাহ করেছে বলে জানা গিয়েছে।

Ookla-র ওই রিপোর্টে দেশের বিভিন্ন ব্রডব্যান্ড অপারেটরের এবং মোবাইল নেটওয়ার্কের পারফরম্যান্সের কথা তুলে ধরা হয়েছে। উক্ত রিপোর্ট অনুযায়ী, ২০২০-র চতুর্থ কোয়ার্টারে ফিক্সড ব্রডব্যান্ড কানেকশন সরবরাহকারী হিসেবে Jio সবচেয়ে দ্রুততম ব্রডব্যান্ড ডাউনলোড স্পিড দিয়েছে এবং ৩.৭ রেটিং পেয়েছে। এছাড়া এই প্রাইভেট সংস্থাটিই একমাত্র ইতিবাচক NPS বা নেট প্রোমোটার স্কোর করেছে বলে দাবি করেছে Ookla। অন্যান্য সংস্থার কথা বললে, এই বিভাগে ACT দ্বিতীয়, Airtel তৃতীয় এবং Excitel চতুর্থ স্থান অধিকার করেছে। মূলত শক্তিশালী ফাইবার লাইন স্থাপনের কারণেই গতবছর থেকে ভারতের ব্রডব্যান্ড পরিষেবা আরো উন্নত হয়েছে বলে মনে করা হচ্ছে।

যদিও রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL, ফিক্সড ব্রডব্যান্ডে ধীরতম ডাউনলোড স্পিড সরবরাহ করেছে, আবার Hathway নামক সার্ভিস প্রোভাইডারটি সর্বনিম্ন রেটিং পেয়েছে এবং সবচেয়ে খারাপ NPS স্কোর করেছে বলে রিপোর্ট থেকে জানা গিয়েছে।

তবে ব্রডব্যান্ড পরিষেবায় ভারত সেরা হিসেবে বিবেচিত হলেও, দেশের মোবাইল ইন্টারনেটের স্পিড মুখ থুবড়ে পড়েছে বলেই দাবি করা হয়েছে রিপোর্টে। এক্ষেত্রে, মোবাইল ডেটা বিভাগে সবচেয়ে দ্রুত ডাউনলোড স্পিড সরবরাহ করেছে Vodafone-Idea (Vi)। দেশের দ্বিতীয় শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর Bharti Airtel, Vi-এর মতই রেটিং (৩.১) নিয়েই তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে, কিন্তু এই সংস্থাটি খুব বেশি NPS স্কোর করতে সক্ষম হয়নি। আবার মোবাইল ইন্টারনেট পরিষেবার নিরিখে সবচেয়ে কম NPS স্কোর করেছে Jio; সংস্থাটি ২.৯ রেটিং পেয়ে তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে বলে জানা গেছে। এই কারণে সার্ক (SAARC)-এর অন্তর্গত দেশগুলির মধ্যে, সবচেয়ে ধীর মোবাইল ইন্টারনেট ডাউনলোড স্পিড সরবরাহকারী হিসেবে ভারত তৃতীয় স্থানে পৌঁছে গেছে। যেখানে দ্রুত ইন্টারনেট স্পিড সরবরাহের ক্ষেত্রে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটান যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে। তবে গত বছরের শেষ প্রান্তিকে সবচেয়ে ধীরতম মোবাইল ডাউনলোড স্পিড দেখা গেছে আফগানিস্তানে।

প্রসঙ্গত, চলতি বছরের শেষ দিকে বা ২০২২-এর গোড়ার দিকে স্পেকট্রাম নিলামের পর ৫জি পরিষেবা চালু হলে ভারতে মোবাইল ইন্টারনেট পরিষেবার এই দৈন চেহারার ছবি পাল্টাবে বলেই আশা করা হচ্ছে। ইতিমধ্যেই Airtel, হায়দ্রাবাদে 5G নেটওয়ার্কের সফল ট্রায়াল দিয়েছে। অন্যদিকে, Vi বা Jio প্রয়োজনীয় স্পেকট্রাম নিলামের জন্য অপেক্ষা করছে। যদিও 5G নেটওয়ার্কের উপলভ্যতার দিনক্ষণ এখনো স্পষ্ট নয়!

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Anwesha Nandi

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

11 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago