Oppo K11 প্রিমিয়াম লুক ও Snapdragon 782G প্রসেসরের সাথে বাজারে আসছে, থাকবে 12 জিবি র‌্যাম

Oppo K11 স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হবে

Oppo গত মে মাসে চীনের বাজারে Oppo K11x স্মার্টফোন লঞ্চ করেছিল। যার ডিজাইন অনেকটা OnePlus Nord CE 3 Lite -এর সাথে সাদৃশ্যপূর্ণ। আর এখন ব্র্যান্ডটি এই-সিরিজের অধীনে Oppo K11 নামের আরেকটি স্মার্টফোন উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে, যা সম্প্রতি লঞ্চ হওয়া OnePlus Nord CE 3 মডেলের অনুরূপ ডিজাইন অফার করবে বলে মনে করা হচ্ছে। এছাড়া এই ডিভাইসটিকে হালফিলে বেঞ্চমার্কিং সাইট Geekbench -এও তালিকাভুক্ত হতে দেখা গেছে। যার দৌলতে Oppo K11 স্মার্টফোনের একাধিক কী-ফিচার এবং পারফরম্যান্স সংক্রান্ত তথ্য সামনে এসেছে।

Geekbench-এ দেখা গেল Oppo K11 স্মার্টফোনকে

গিকবেঞ্চের লিস্টিং অনুসারে, আসন্ন ওপ্পো কে১১ স্মার্টফোনটি PJC110 মডেল নম্বর বহন করবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর সহ আসবে, যার বেস ক্লক স্পিড হবে ১.৮০ গিগাহার্টজ এবং সর্বাধিক ক্লক স্পিড ২.৭১ গিগাহার্টজ হবে৷ এই ফোন ১২ জিবি পর্যন্ত র‍্যাম অফার করবে এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে।

সর্বোপরি গিকবেঞ্চ পরিচালিত বেঞ্চমার্ক পরীক্ষার ফলাফল অনুসারে, ওপ্পো কে১১ সিঙ্গেল-কোর টেস্টে ১১২৬ পয়েন্ট স্কোর করেছে। আর মাল্টি-কোর টেস্টে ২৯২৪ পয়েন্ট অর্জন করেছে।

জানিয়ে রাখি, Oppo K11 স্মার্টফোনটি ইতিমধ্যেই TENAA এবং ‘কম্পালসারি সার্টিফিকেশন অফ চীন’ (CCC বা 3C) সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। ফলে গিকবেঞ্চ প্রদত্ত তথ্যাদি বাদেও এর আরো বেশ কয়েকটি ফিচার জানা গেছে। আবার DSC -এর একটি সাম্প্রতিক রিপোর্টে আলোচ্য ডিভাইসের ডিজাইন কেমন হবে তার বিস্তারিত বিবরণও দেওয়া হয়েছে।

Oppo K11 -এর সম্ভাব্য স্পেসিফিকেশন

TENAA এবং 3C সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুযায়ী, ওপ্পো কে১১ স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) ডিজাইনের, যার কাটআউটের মধ্যে ১৬ মেগাপিক্সেলের সেলফি সেন্সর থাকতে পারে। আবার ডিভাইসের পিছনে ৫০ মেগাপিক্সেল+৮ মেগাপিক্সেল+২ মেগাপিক্সেল সেন্সর যুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এক্ষেত্রে দাবি করা হচ্ছে যে, ৫০ মেগাপিক্সেলের মুখ্য সেন্সরটি Sony IMX890 লেন্স হবে। জানিয়ে রাখি, এই ফ্ল্যাগশিপ-গ্রেড সেন্সরটি OnePlus 11 এবং OnePlus 11R -এর মতো ডিভাইসেও ব্যবহার করা হয়েছে।

উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য ওপ্পো ব্র্যান্ডিংয়ের এই স্মার্টফোনে ২.৭ গিগাহার্টজ ক্লক রেটের একটি অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। আমাদের অনুমান ছিল এই চিপসেট – কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৮২জি হতে পারে। আর আজ গিকবেঞ্চের লিস্টিং আমাদের অনুমানই সঠিক বলে প্রমান করলো। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ৪,৮৭০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। আর সিকিউরিটি ফিচার হিসাবে মিলতে পারে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া জানা গেছে Oppo K11 স্মার্টফোন ৮.২৩ মিমি পুরু হবে এবং ওজন থাকবে ১৮৪ গ্রাম।