২৮ নয়, পুরো একমাস ভ্যালিডিটি সহ আগত Jio, Airtel, Vi-এর সেরা প্ল্যানগুলি দেখে নিন

কেন্দ্রীয় টেলিকম নিয়ামক সংস্থা TRAI -এর নির্দেশ অনুযায়ী Jio, Airtel, Vi প্রমুখ বেসরকারি টেলকোরা সবেমাত্র ৩০ ও ৩১ দিনের কিছু নতুন প্রিপেইড প্ল্যান বাজারে এনেছে। এর আগে সংস্থাগুলি গ্রাহকদের ২৮ দিনের ভ্যালিডিটি যুক্ত প্ল্যান অফার করতো। সেক্ষেত্রে রিচার্জ বিকল্পের সাথে পুরো মাসের ভ্যালিডিটি না মেলার ফলে গ্রাহকেরা বেশ অসুবিধায় পড়তেন। কিন্তু সম্প্রতি TRAI -এর নির্দেশের কারণে উক্ত অসুবিধা দূর হতে চলেছে। এখন Jio, Vi বা Airtel -এর নবাগত প্রিপেইড প্ল্যান রিচার্জের মাধ্যমে গ্রাহকেরা একটি সম্পূর্ণ মাসের বৈধতা উপভোগ করতে পারবেন। নিচে তিন সংস্থার এমনই কিছু আকর্ষণীয় প্ল্যানের কথা উল্লেখ করা হলো।

পুরো মাসের ভ্যালিডিটি সহ আগত Airtel প্রিপেইড প্ল্যান

৩০ দিনের পরিষেবা মেয়াদে এককালীন বড় অঙ্কের ডেটা খরচে আগ্রহী হলে ২৯৬ টাকার নবাগত এয়ারটেল প্রিপেইড প্ল্যান রিচার্জ করা যেতে পারে। এটি গ্রাহকদের মোট ২৫ জিবি ডেটা এবং প্রাত্যহিক ১০০ এসএমএস খরচের পাশাপাশি যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা যোগাবে। প্ল্যানের সমস্ত ডেটা নিঃশেষিত হলেও গ্রাহকেরা প্রতি এমবি (MB) পিছু ৫০ পয়সা খরচের বিনিময়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

আরেকটু বেশি খরচে সমর্থ হলে গ্রাহকেরা এয়ারটেলের ৩১৯ টাকার নয়া প্রিপেইড রিচার্জ প্ল্যান বেছে নিতে পারবেন। ৩০ দিনের পরিষেবা মেয়াদে এই প্ল্যান দৈনিক ২ জিবি (GB) ডেটা, ১০০ এসএমএস এবং অফুরন্ত ভয়েস কল করার সুবিধা দেবে। এফইউপি (FUP) লিমিট অতিক্রমের পরে এই প্ল্যান রিচার্জকারীরা ৬৪ কেবিপিএস (Kbps) গতিতে ইন্টারনেট ব্যবহার করতে সমর্থ হবেন।

সম্পূর্ণ মাসের ভ্যালিডিটি সহ আগত Jio প্রিপেইড প্ল্যান

পুরো ৩০ দিনের ভ্যালিডিটির সঙ্গে জিও ২৯৬ টাকার নতুন প্রিপেইড রিচার্জ বিকল্প লঞ্চ করেছে। এটি এককালীন ২৫ জিবি হাই-স্পিড ডেটা, ১০০ এসএমএস খরচের পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা প্রদান করবে। অবশ্য বাজেট এর থেকে কম হলে আগ্রহীরা ২০৯ টাকার জিও প্রিপেইড প্ল্যান বেছে নিতে পারেন, যা ২৮ দিনের পরিষেবা মেয়াদে রোজ ১ জিবি ইন্টারনেট ডেটা, ১০০ এসএমএস এবং অফুরন্ত ভয়েস কল করার ছাড়পত্র দেবে।

সম্পূর্ণ মাসের ভ্যালিডিটি সহ আগত Vi প্রিপেইড প্ল্যান

এক্ষেত্রে প্রথমেই সদ্য বাজারে আসা ৩২৭ টাকার ভোডাফোন আইডিয়া প্রিপেইড প্ল্যান সম্পর্কে উল্লেখ করবো, যা ৩০ দিনের ভ্যালিডিটি প্রদান করবে। এটি বেছে নিলে গ্রাহকেরা এককালীন হিসেবে মোট ২৫ জিবি ইন্টারনেট ডেটা এবং প্রত্যহ ১০০ এসএমএস খরচ ছাড়াও আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন। এই প্ল্যানের কোনো এফইউপি সীমা নেই।

এছাড়া সামান্য বেশি ডেটা সুবিধার জন্য Vi গ্রাহকরা ৩৩৭ টাকার অপর এক নতুন প্রিপেইড প্ল্যান বেছে নিতে পারেন, যা ৩১ দিনের ভ্যালিডিটি সহ এসেছে। এটি মোট ২৮ জিবি ডেটা ছাড়াও প্রতিদিন ১০০ এসএমএস খরচের ছাড়পত্র দেবে। সাথে মিলবে সমস্ত নেটওয়ার্কে অফুরন্ত ভয়েস কল করার স্বাধীনতা।