রোজ ১ জিবি ডেটা ও আনলিমিটেড কল, Jio, Airtel, Vi-এর সেরা সস্তার প্ল্যান দেখে নিন

দেশের তিনটি প্রধান বেসরকারি টেলিকম কোম্পানি, Reliance Jio (রিলায়েন্স জিও), Vi (ভোডাফোন আইডিয়া) বা Bharti Airtel (ভারতী এয়ারটেল) গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন 4G প্রিপেইড প্ল্যান অফার করে। যদিও গ্রাহকদের প্রথম পছন্দ থাকে বাজেট রেঞ্জে আসা প্ল্যানগুলি। এই ধরনের প্ল্যানগুলিতে রোজ ১ জিবি ডেটা ও আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যায়। সেক্ষেত্রে আপনিও যদি এই ধরণের রিচার্জ প্ল্যান বেছে নিতে চান এবং সংস্থাগুলির ট্যারিফ শুল্ক বৃদ্ধি সম্পর্কে অবগত না থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি থাকল আপনারই জন্য। এখানে সাম্প্রতিক রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির পর ১ জিবি ডেটা বেনিফিট সহ আসা প্যাকগুলির নতুন মূল্য ঠিক কত হয়েছে এবং এগুলিতে ঠিক কী সুবিধা মিলছে সেসম্পর্কে জানাবো।

Reliance Jio-র ১ জিবি ডেটা প্ল্যান

১. Jio-র ১৪৯ টাকার প্ল্যান: এই প্ল্যানটির বৈধতা ২০ দিন। এখানে প্রতিদিন ১ জিবি ডেটা পাওয়া যাবে, সাথে থাকবে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাঠানোর সুবিধা।

২. Jio-র ১৭৯ টাকার প্ল্যান: এটি রিচার্জ করলে ২৪ দিনের মেয়াদে প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০টি করে এসএমএসের বেনিফিট মিলবে।

৩. Jio-র ২০৯ টাকার প্ল্যান: এই প্ল্যানের বৈধতা পুরো ২৮ দিন। এতেও ১ জিবি করে ডেইলি ডেটা অফার করা হবে। একইসাথে থাকবে আনলিমিটেড কল, ১০০টি করে এসএমএস এবং জিও অ্যাপের সাবস্ক্রিপশন।

Bharti Airtel-এর ১ জিবি ডেটা প্ল্যান

১. Airtel-এর ২০৯ টাকার প্ল্যান: সংস্থার এই প্ল্যানটি ২১ দিনের বৈধতায় প্রতিদিন ১ জিবি ডেটা অফার করে। সাথে মেলে আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০টি করে এসএমএস।

২. Airtel-এর ২৩৯ টাকার প্ল্যান: এটির বৈধতা ২৪ দিন, যেখানে রোজ ১ জিবি ডেটা, ১০০টি করে এসএমএসসহ আনলিমিটেড কলিং উপভোগ করা যাবে।

৩. Airtel-এর ২৬৫ টাকার প্ল্যান: এয়ারটেলের এই প্ল্যানের বৈধতা পুরো ২৮ দিন। সেক্ষেত্রে এটিও ২৩৯ টাকার প্ল্যানটির অনুরূপ সুবিধা দেবে। এছাড়াও এতে মিলবে উইঙ্ক মিউজিক, অ্যামাজন প্রাইম ভিডিও বিনামূল্যে ব্যবহারের সুযোগ৷

Vi-এর ১ জিবি ডেটা প্ল্যান

১. Vi-এর ১৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে ১৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এখানে বেনিফিট হিসেবে দৈনিক ১ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং ১০০টি এসএমএস উপলব্ধ।

২. Vi-এর ২১৯ টাকার প্ল্যান: ২০০ টাকার কাছাকাছি দামের এই প্ল্যানে মোট ২১ দিনের ভ্যালিডিটি, রোজ ১ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস পাওয়া যায়।

৩. Vi-এর ২৩৯ টাকার প্ল্যান: সংস্থার এই তৃতীয় প্ল্যানটির বৈধতা ২৪ দিন; এটি প্রতিদিন ১ জিবি করে ডেটা, সীমাহীন ভয়েস কল এবং রোজ ১০০টি এসএমএস অফার করে।

৪. Vi-এর ২৬৯ টাকার প্ল্যান: এটিও উপরের প্ল্যানের মতো একইরকম ডেটা, কলিং এবং মেসেজ বেনিফিট সরবরাহ করে। তবে এর বৈধতা ২৮ দিন এবং এটি রিচার্জ করলে Vi Movies & TV-র ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়৷