দেখতে হুবহু হোয়াটসঅ্যাপের মত, JioChat-র জন্য নতুন আপডেট আনলো জিও

দেশের জনপ্রিয় টেলিকম সংস্থা Jio আজকাল ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর মনোনিবেশ করছে। আপনারা প্রায় সবাই জানেন, মুকেশ আম্বানীর সংস্থাটি তাদের জিও সিম বাজারে আনার সময় জিওটিভি,…

দেশের জনপ্রিয় টেলিকম সংস্থা Jio আজকাল ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর মনোনিবেশ করছে। আপনারা প্রায় সবাই জানেন, মুকেশ আম্বানীর সংস্থাটি তাদের জিও সিম বাজারে আনার সময় জিওটিভি, জিওমিউজিক ইত্যাদি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছিল। সূত্রের খবর, এবার এই সংস্থাটি WhatsApp-এর একটি ক্লোন অ্যাপ এনেছে। আসলে সংস্থাটি তার “JioChat” অ্যাপ্লিকেশনটিতে একটি নতুন ইন্টারফেস এনেছে যা দেখতে হোয়াটসঅ্যাপের মতো।

এখন হঠাৎ করে দেখলে হোয়াটসঅ্যাপ এবং জিওচ্যাটের মধ্যে পার্থক্য করা বেশ মুশকিল। বর্তমানে জিওচ্যাটের অ্যাপের রঙের থেকে শুরু করে, অপশনের নাম, সার্চ ও ক্যামেরা আইকন, এমনকি চ্যাট ও স্ট্যাটাস ট্যাবের ডিজাইন অবিকল হোয়াটসঅ্যাপের মতই। পার্থক্য বলতে শুধু স্ট্যাটাস অপশনটির নাম পাল্টে স্টোরি দেওয়া হয়েছে। এছাড়া ‘চ্যানেল’ নামে একটি অতিরিক্ত অপশন রয়েছে জিওচ্যাটে এবং “কল” ট্যাবে কল আইকন দেওয়া হয়েছে।

Jio Chat Apps, Jio News, Jiochat, Whatsapp

জিওচ্যাট এমনিতে একটি পুরনো অ্যাপ যা প্লে স্টোর থেকে এখনো পর্যন্ত ৫ কোটি ডাউনলোড হয়েছে। অনেকে বলছেন এটি ইউজারদের আকর্ষিত করার জন্য একটি ব্যবসায়ী কৌশল। প্রসঙ্গত, জানিয়ে রাখি হোয়াটসঅ্যাপের মালিক ফেসবুক কিছুদিন আগেই জিওর একটি বড় অংশ কিনেছে।

কয়েকদিন আগেই আমরা জানিয়েছিলাম সংস্থাটি ভিডিও কনফারেন্সিং অ্যাপ JioMeet এনেছে যার ইন্টারফেস হুবহু জুম অ্যাপের সাথে মিলে যায়। আবার WhatsApp এর মতোই জিওচ্যাটের ইন্টারফেস এনে নেটিজেনদের তামাশার খোরাক হয়েছে জিও। যদিও Jio-র তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।