IPL শেষে চুপচাপ JioCinema Premium-এর বার্ষিক প্ল্যান আনল কোম্পানি, এখন হাফ দামে মিলবে

এবারের আইপিএল ক্রিকেট (TATA IPL 2024) মরসুমে JioCinema-র ভিউয়ারশিপ নতুন রেকর্ড সেট করেছে – গোটা ইভেন্টের মধ্যে প্ল্যাটফর্মটিতে সর্বোচ্চ ৫৯ কোটি দর্শক ভিড় জমিয়েছেন, যেখানে প্রতিটি ম্যাচে ভিউ ছিল ১০ কোটির আশেপাশে। তবে JioCinema এতেই থামছেনা, বরঞ্চ লাভের খাতা ভরাতে সম্প্রতি তারা নতুন সাবস্ক্রিপশন প্ল্যান এনে হাজির করেছে। হ্যাঁ, Reliance তথা Viacom18-মালিকানাধীন স্ট্রিমিং সার্ভিসটি এপ্রিলে একটি মাসিক সাবস্ক্রিপশন প্ল্যান চালু করার পর, মাস ঘুরতে JioCinema Premium-এর বহুল চর্চিত বার্ষিক প্ল্যান চালু করেছে, তাও কার্যত চুপিচুপি! অথচ, এই মুহূর্তে প্ল্যানটি সাবস্ক্রাইব করলে ফি-এর ৫০% বাঁচানো যাবে।

গতকাল চালু হয়েছে JioCinema Premium-এর বার্ষিক প্ল্যান

এই শনিবার অর্থাৎ গতকাল জিও সিনেমা তার সাবস্ক্রিপশন সার্ভিস মানে জিও সিনেমা প্রিমিয়ামের নতুন প্ল্যানের আগমন নিশ্চিত করেছে, যা বিজ্ঞাপন ছাড়াই (কোনো স্পোর্টস ম্যাচ বা লাইভ ইভেন্ট ব্যতীত) 4K রেজোলিউশনে ভিডিও স্ট্রিমিং করতে দেবে। বিশেষ বিষয় হল যে, এদের বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যানের খরচ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলির তুলনায় সস্তা। তাছাড়া ইন্ট্রোডাক্টরি (পরিচায়ক) অফার হিসেবে কোম্পানি সদ্য চালু হওয়া এই বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান ৫০ শতাংশ কম দামে কাজে লাগানোর সুযোগ দেবে।

JioCinema Premium-এর বার্ষিক প্ল্যানের দাম

জিও সিনেমা প্রিমিয়ামের নতুন বার্ষিক প্ল্যানটির দাম রাখা হয়েছে ৫৯৯ টাকা। তবে লঞ্চ অফারের অধীনে এটি সাবস্ক্রাইব করলে ৫০ শতাংশ ডিসকাউন্ট মিলবে, যা সাবস্ক্রিপশনের মূল্য ২৯৯ টাকায় নামিয়ে আনবে। তবে প্রথম ১২-মাসের বিলিং সাইকেল শেষ হওয়ার পর প্ল্যাটফর্মটি ইউজারদের থেকে সম্পূর্ণ চার্জই নেবে। যাইহোক, তুলনায় Disney+Hotstar বা Amazon Prime এক বছরের জন্য ১,৪৯৯ টাকা সাবস্ক্রিপশন ফি নেয়, তাই জিও সিনেমা প্রিমিয়াম যে বেশ সাশ্রয়ী তাতে সন্দেহ নেই।

JioCinema Premium সাবস্ক্রিপশনের সুবিধা

কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, জিও সিনেমা প্রিমিয়ামের বার্ষিক প্ল্যানটি তাদের মাসিক প্ল্যানের মতো একই সুবিধা অফার করবে। এক্ষেত্রে সাবস্ক্রাইবাররা প্রিমিয়াম কন্টেন্ট হিসেবে HBO, Paramount, Peacock এবং Warner Bros-এর শো বা যাবতীয় ভিডিও কোনো একটি ডিভাইসে 4K রেজোলিউশনে এবং বিজ্ঞাপন ছাড়াই স্ট্রিমিং করতে পারবেন। চাইলে অফলাইনে দেখার জন্য কন্টেন্টগুলি ডাউনলোড করেও রাখা যেতে পারে।

প্রসঙ্গে উল্লেখ্য, নতুন বার্ষিক প্ল্যানটি লঞ্চ হওয়ায় বর্তমানে জিও সিনেমা প্রিমিয়ামের এখন মোট তিনটি সাবস্ক্রিপশন প্ল্যান বিকল্প হিসেবে পাওয়া যাবে। অন্য দুটি প্ল্যানের মধ্যে একটি প্রিমিয়াম ফ্যামিলি প্ল্যান, যার দাম মাস পিছু ১৪৯ টাকা হলেও এখন স্পেশাল অফারে ৮৯ টাকায় সাবস্ক্রাইব করা যাবে। অপরটি ৫৯ টাকার সাধারণ মাসিক প্ল্যান, যেটি এখন মাত্র ২৯ টাকায় উপভোগ করা যাবে। মেয়াদ বাদে সমস্ত প্ল্যানের সুবিধা একই।

Anwesha Nandi

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

15 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

59 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago