জিও ফোনের জন্য লঞ্চ হল JioCricket অ্যাপ, ৫০ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ

আইপিএল মরশুমে বিভিন্ন কোম্পানি গ্রাহকদের জন্য নতুন নতুন পরিষেবা নিয়ে আসছে। শুক্রবার Jio-র পক্ষ থেকেও তাদের নিজস্ব মোবাইল ফোন JioPhone -এর জন্য JioCricket নামক নতুন অ্যাপ লঞ্চ করা হল। ক্রিকেট ম্যাচসংক্রান্ত সমস্ত খবর এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। এরসাথে জিও ক্রিকেট অ্যাপের মাধ্যমে ৫০,০০০ টাকা পর্যন্ত জেতার সুযোগ আছে। Dream 11 আয়োজিত Indian Premier League 2020-এর শেষ পর্যায়ে এই অ্যাপ লঞ্চ করা হল। আইপিএল-এর ফাইনাল ম্যাচ হবে ৩-রা নভেম্বর। চলুন দেখে নিই জিও ক্রিকেট অ্যাপের ফিচারগুলি সম্পর্কে।

JioCricket অ্যাপের ফিচার

JioPhone ইউজাররা এই অ্যাপে লাইভ স্কোর, ম্যাচ আপডেট, ক্রিকেটের খবর, ভিডিও এবং আরো অনেক দুর্দান্ত ফিচার পাবেন। JioCricket অ্যাপ মোট ৯ টি ভাষাতে উপলব্ধ। এই ভাষাগুলি হল বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়, গুজরাটি, মারাঠি এবং ইংরাজি। Jio-র লক্ষ্য হল এই অ্যাপের মাধ্যমে সমস্ত প্রদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে পৌঁছে যাওয়া।

৫০,০০০ টাকা অব্দি জেতার সুযোগ

JioCricket অ্যাপে Jio Cricket Play Along-এর সঙ্গে ইংরাজি ও হিন্দি ভাষায় গেম খেলা যাবে। Play-Along গেমে ইউজাররা খেলা চলাকালীন প্রত্যেকটি বলের ভবিষ্যৎবাণী করতে পারবেন। এছাড়া স্পেশাল কুইজ ও দৈনিক পুরষ্কারের মতো উল্লেখযোগ্য ফিচারও এর সঙ্গে উপলব্ধ থাকবে। কিছু সহজ চ্যালেঞ্জ পূরণ করে ইউজাররা দৈনিক পুরষ্কার জিততে পারবেন। এর মধ্যে প্রত্যেক দিন ১০,০০০ টাকা অব্দি Reliance ভাউচার জেতার সুযোগ থাকবে। এছাড়া ইউজাররা এক বছরের Jio রিচার্জ এবং “JioCricket প্ল্যান”ও জিততে পারেন।

কোম্পানি জানিয়েছে JioCricket অ্যাপে সাপ্তাহিক পুরষ্কারের মধ্যে ১০,০০০ টাকার Reliance ভাউচারের সঙ্গে TVS Sportbike জেতার সুযোগও থাকবে। এছাড়াও ‘বাম্পার প্রাইজ’-এ ৫০,০০০ টাকার Reliance ভাউচার জেতা যাবে।

অ্যাপটি রিলিজের সময় কোম্পানি জানিয়েছে, “JioCricket অ্যাপের ইন্টারফেজ খুব সহজবোধ্য এবং চালানোও সহজ। JioCricket অ্যাপে ক্রিকেটের স্কিলগুলি কাজে লাগিয়ে দুর্দান্ত প্রাইজ জেতার এটাই উপযুক্ত সময়। JioCricket অ্যাপ KaiOS অ্যাপ স্টোরে উপলব্ধ।”