অল্পদিনেই ১ কোটি বিক্রি ছাড়ালো Xiaomi Smart Camera সিরিজের

শাওমি স্মার্ট ইকোসিস্টেমের প্রোডাক্ট হিসেবে স্মার্ট ক্যামেরা সিরিজের বিক্রি ১১ মিলিয়ন (১ কোটি ১০ লক্ষ) ইউনিট অতিক্রম করেছে

Xiaomi-র Smart Camera সিরিজ ভারতে বিশেষভাবে সাড়া না ফেলতে পারলেও, চীনে ব্যাপক জনপ্রিয়। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে যে, শাওমি স্মার্ট ইকোসিস্টেমের প্রোডাক্ট হিসেবে স্মার্ট ক্যামেরা সিরিজের বিক্রি ১১ মিলিয়ন (১ কোটি ১০ লক্ষ) ইউনিট অতিক্রম করেছে। এই তথ্য সামনে আসার পরে বলার অপেক্ষা রাখে না যে, চীনের মানুষ বাড়ির নিরাপত্তার জন্য শাওমির উপরেই ভরসা রাখছে। যদিও ভারতে একাধিক ব্র্যান্ড থাকায়, সংস্থাটি সেভাবে দাগ কাটতে পারেনি।

অফিসিয়াল পোস্টার অনুযায়ী, অনলাইন ও‌ অফলাইন রিটেল স্টোর মিলিয়ে ১১ মিলিয়ন বিক্রি ছাড়িয়েছে। সংস্থার সমস্ত সিকিউরিটি ক্যামেরাগুলিই ভালো পারফরম্যান্স করেছে। এই সিরিজে আছে Xiaomi Smart Camera PTZ Edition SE+, Xiaomi Smart Camera 2 AI Enhanced Edition, Xiaomi Smart Camera 3 Pro PTZ Edition 2K, এবং Xiaomi Smart Camera Standard Edition 2K।

এছাড়াও Xiaomi Smart Camera 2 PTZ Edition ও Xiaomi Smart Camera 3 PTZ Edition মডেল দুটিও মানুষের কাছে‌ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ক্যামেরাগুলির দাম ১৯৯ ইউয়ান (প্রায় ২৩০০ টাকা) থেকে ৩৯৯ ইউয়ান (প্রায় ৪৬০০ টাকা) এর মধ্যে রাখা হয়েছে, যা সবার জন্য সহজলভ্য।

শাওমির সিকিউরিটি ক্যামেরাগুলি মূলত ৫ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসে, যা ৩কে ইমেজ কোয়ালিটি এবং আল্ট্রা লো‌ লাইট ফুল কালার ফিচার সাপোর্ট করবে। আবার এই ক্যামেরাগুলির মাধ্যমে অন্যান্য স্মার্ট হোম প্রোডাক্ট নিয়ন্ত্রণ করা যাবে।